আজকের পত্রিকা ডেস্ক

আকাশে উড়তে থাকা রংপুর রাইডার্সকে মাটিতে নামিয়ে আনার দারুণ একটা সুযোগ পেয়েছিল চিটাগং কিংস। ১৬৪ রানেই তারা আটকে দিয়েছিল রংপুর রাইডার্সকে। কিন্তু ঘরের মাঠ, গ্যালারিভর্তি দর্শকের সমর্থন নিয়েও ব্যাটিংয়ে অনুজ্জ্বল চিটাগং; ২০ ওভার খেললেও ৮ উইকেটে ১৩১ রানের বেশি তুলতে পারেনি তারা। তাতে রংপুর রাইডার্সের জয় ৩৩ রানে।
বিপিএলের ঢাকা প্রথম পর্বে অপরাজিত ছিল রংপুর রাইডার্স। অপরাজিত ছিল সিলেট পর্বে। বিপিএলে ভেন্যু বদল হলেও বদল হয়নি রংপুর; চট্টগ্রাম পর্বও জয় দিয়ে শুরু করল তারা। গতকালের জয়ে চলতি বিপিএলে অজেয়ই থাকল রংপুর; ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে তারা।
রান তাড়ায় শুরুটা মোটেও ভালো হয়নি চিটাগং কিংসের। রানের খাতা খোলার আগেই ওপেনার উসমান খানের (০) বিদায়। ওই ১ উইকেটেই ৪৫ রান তুলে ফেলেছিল তারা। তখনো মনে হয়েছিল, ঘরের মাঠে রংপুর রাইডার্সকে হয়তো হারাতেও পারে তারা। কিন্তু ওই মনে হওয়াই সার! ৪৫ থেকে ৫৩—এই ৮ রানের মধ্যে আরও ৩ ব্যাটারকে খুইয়ে বসে চিটাগং। যার মধ্যে ছিলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান গ্রাহাম ক্লার্কও (২৩)।
৫৩ রানে ৪ উইকেট খোয়ানোর পর চাপে পড়ে যায় স্বাগতিকেরা। সেই চাপ সামলে পরিস্থিতির সঙ্গে মানিয়ে ব্যাটিং করতে ব্যর্থ পরের ব্যাটাররা। ৬ নম্বরে ব্যাটিংয়ে এসে শামীম হোসেন ৩১ বলে ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করলেও তা শুধু হারের ব্যবধানই কমিয়েছেন। শামীমের পর দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান আসে ওপেনার পারভেজ হোসেন ইমনের ব্যাটে। ৩২ রানে ৪ উইকেট নিয়েছেন আকিফ জাভেদ।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৬৪ রান তোলে রংপুর রাইডার্স। স্বাগতিকদের আঁটসাঁট ব্যাটিংয়ে তৃতীয় ওভারেই দলীয় ৯ রানে ওপেনার তওফিক খানকে (৫) হারায় রংপুর। দ্বিতীয় উইকেটে সাইফ হাসান ও স্টিভেন টেলরের ৫৪ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে ওঠে অতিথিরা। দলীয় ৬৩ রানে সাইফ (১৭) ফিরলে খেই হারায় তারা। টেলরও ফেরেন ৩২ রানে। সুবিধা করতে পারেননি ইফতিখার আহমেদও (৫)।
তবে ৭ ছক্কা ও ২ চারে খুশদিলের ২৮ বলে ৫৯ এবং শেখ মেহেদী হাসানের ১২ বলে ১৭ রানের সুবাদে ১৬৪ রান তোলে রংপুর। বলে-ব্যাটে এখন পর্যন্ত বিপিএলের সবচেয়ে ইমপ্যাক্টফুল ক্রিকেটার খুশদিল। ৯ উইকেট নেওয়ার পাশাপাশি করেছেন ২৭৪ রান। মোহাম্মদ ওয়াসিম ও আলিস নিয়েছেন ২টি করে উইকেট।

আকাশে উড়তে থাকা রংপুর রাইডার্সকে মাটিতে নামিয়ে আনার দারুণ একটা সুযোগ পেয়েছিল চিটাগং কিংস। ১৬৪ রানেই তারা আটকে দিয়েছিল রংপুর রাইডার্সকে। কিন্তু ঘরের মাঠ, গ্যালারিভর্তি দর্শকের সমর্থন নিয়েও ব্যাটিংয়ে অনুজ্জ্বল চিটাগং; ২০ ওভার খেললেও ৮ উইকেটে ১৩১ রানের বেশি তুলতে পারেনি তারা। তাতে রংপুর রাইডার্সের জয় ৩৩ রানে।
বিপিএলের ঢাকা প্রথম পর্বে অপরাজিত ছিল রংপুর রাইডার্স। অপরাজিত ছিল সিলেট পর্বে। বিপিএলে ভেন্যু বদল হলেও বদল হয়নি রংপুর; চট্টগ্রাম পর্বও জয় দিয়ে শুরু করল তারা। গতকালের জয়ে চলতি বিপিএলে অজেয়ই থাকল রংপুর; ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে তারা।
রান তাড়ায় শুরুটা মোটেও ভালো হয়নি চিটাগং কিংসের। রানের খাতা খোলার আগেই ওপেনার উসমান খানের (০) বিদায়। ওই ১ উইকেটেই ৪৫ রান তুলে ফেলেছিল তারা। তখনো মনে হয়েছিল, ঘরের মাঠে রংপুর রাইডার্সকে হয়তো হারাতেও পারে তারা। কিন্তু ওই মনে হওয়াই সার! ৪৫ থেকে ৫৩—এই ৮ রানের মধ্যে আরও ৩ ব্যাটারকে খুইয়ে বসে চিটাগং। যার মধ্যে ছিলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান গ্রাহাম ক্লার্কও (২৩)।
৫৩ রানে ৪ উইকেট খোয়ানোর পর চাপে পড়ে যায় স্বাগতিকেরা। সেই চাপ সামলে পরিস্থিতির সঙ্গে মানিয়ে ব্যাটিং করতে ব্যর্থ পরের ব্যাটাররা। ৬ নম্বরে ব্যাটিংয়ে এসে শামীম হোসেন ৩১ বলে ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করলেও তা শুধু হারের ব্যবধানই কমিয়েছেন। শামীমের পর দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান আসে ওপেনার পারভেজ হোসেন ইমনের ব্যাটে। ৩২ রানে ৪ উইকেট নিয়েছেন আকিফ জাভেদ।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৬৪ রান তোলে রংপুর রাইডার্স। স্বাগতিকদের আঁটসাঁট ব্যাটিংয়ে তৃতীয় ওভারেই দলীয় ৯ রানে ওপেনার তওফিক খানকে (৫) হারায় রংপুর। দ্বিতীয় উইকেটে সাইফ হাসান ও স্টিভেন টেলরের ৫৪ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে ওঠে অতিথিরা। দলীয় ৬৩ রানে সাইফ (১৭) ফিরলে খেই হারায় তারা। টেলরও ফেরেন ৩২ রানে। সুবিধা করতে পারেননি ইফতিখার আহমেদও (৫)।
তবে ৭ ছক্কা ও ২ চারে খুশদিলের ২৮ বলে ৫৯ এবং শেখ মেহেদী হাসানের ১২ বলে ১৭ রানের সুবাদে ১৬৪ রান তোলে রংপুর। বলে-ব্যাটে এখন পর্যন্ত বিপিএলের সবচেয়ে ইমপ্যাক্টফুল ক্রিকেটার খুশদিল। ৯ উইকেট নেওয়ার পাশাপাশি করেছেন ২৭৪ রান। মোহাম্মদ ওয়াসিম ও আলিস নিয়েছেন ২টি করে উইকেট।

শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
৩ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
৪ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
৪ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
৪ ঘণ্টা আগে