
আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে আগামীকাল শুরু হচ্ছে এশিয়া কাপ। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে রশিদ খানকে প্রশ্ন করা হয়েছিল, সময়ের অন্যতম সেরা দুই ব্যাটার বিরাট কোহলি ও বাবর আজমের মধ্যে কাকে বল করা কঠিন। আফগান স্পিনারের উত্তর, দুই ব্যাটারকেই বল করা কঠিন।
পাকিস্তানি নারী সাংবাদিক সাওয়েরা পাশার ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন রশিদ। আফগানিস্তানের লেগ স্পিনারের সঙ্গে সাক্ষাৎকারের সময় পাশা জানতে চেয়েছিলেন—বাবর, নাকি কোহলি—কাকে বল করা কঠিন? এর উত্তরে রশিদ বলেছেন, ‘আমার কাছে দুজনকেই (কোহলি ও বাবর) বলা করা কঠিন। তাঁরা যে ধরনের ব্যাটার, আলগা ডেলিভারিকে কখনো ছাড় দেন না। এ জন্য দুজনকে বল করা কঠিন। তবে তাঁদের বিপক্ষে বল করার চ্যালেঞ্জ উপভোগ করি। কোনো সুযোগ নেই যে, তাঁদের আলগা ডেলিভারি করব। সঠিক জায়গায় বল করার জন্য মনোযোগী হব। কিন্তু এ সময় বল করা কঠিন।’
কোহলি ও বাবরের বিপক্ষে বল করাকে শিক্ষণীয় বিষয়ও মনে করেন রশিদ। তিনি বলেছেন, ‘বাবর ও কোহলিকে বল করা মজার এবং এটা আমার জন্য দারুণ শিক্ষণীয়। সানরাইজার্স হায়দরাবাদে কেন উইলিয়ামসনকে বল করার পর বোলিং সম্পর্কে আমাদের মধ্যে অনেক কথা হতো। তার কথাগুলো অনেক সাহায্য করেছিল। আইপিএলে বিরাটের সঙ্গেও আলোচনা হয়েছিল। এ ব্যাপারে বাবরের সঙ্গেও কথা হয়েছে।’
ভিন্ন অনুভূতি নিয়ে এবারের এশিয়া কাপ খেলতে নামবেন কোহলি ও বাবর। পাকিস্তানের অধিনায়ক নামবেন ক্যারিয়ারের সেরা সময়কে সঙ্গে নিয়ে। শেষ ১০ ইনিংসের ৯টিতে তিনি খেলেছেন পঞ্চাশোর্ধ্ব ইনিংস। এর মধ্যে ৫ ফিফটির বিপরীতে করেছেন ৪ সেঞ্চুরি। এই দুর্দান্ত ফর্ম নিয়েই খেলতে নামবেন এশিয়া কাপ। অন্যদিকে ভারতের সাবেক অধিনায়ক কোহলি নামবেন আসল রূপে ফিরতে। কারণটাও সবার জানা, দীর্ঘদিন ধরেই ছন্দে নেই তিনি। তবে ফর্ম না থাকলেও যেকোনো দিন ভয়ংকর হয়ে উঠতে পারেন ভারতীয় ব্যাটার। কেননা, তাঁর ব্যাটিং সামর্থ্যে কোনো ঘাটতি নেই। রশিদ এমনটা জানেন বলেই দুই ব্যাটারকে সমান চোখে দেখছেন। এশিয়া কাপে ২৮ আগস্ট মুখোমুখি হবেন দুই ব্যাটার।

আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে আগামীকাল শুরু হচ্ছে এশিয়া কাপ। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে রশিদ খানকে প্রশ্ন করা হয়েছিল, সময়ের অন্যতম সেরা দুই ব্যাটার বিরাট কোহলি ও বাবর আজমের মধ্যে কাকে বল করা কঠিন। আফগান স্পিনারের উত্তর, দুই ব্যাটারকেই বল করা কঠিন।
পাকিস্তানি নারী সাংবাদিক সাওয়েরা পাশার ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন রশিদ। আফগানিস্তানের লেগ স্পিনারের সঙ্গে সাক্ষাৎকারের সময় পাশা জানতে চেয়েছিলেন—বাবর, নাকি কোহলি—কাকে বল করা কঠিন? এর উত্তরে রশিদ বলেছেন, ‘আমার কাছে দুজনকেই (কোহলি ও বাবর) বলা করা কঠিন। তাঁরা যে ধরনের ব্যাটার, আলগা ডেলিভারিকে কখনো ছাড় দেন না। এ জন্য দুজনকে বল করা কঠিন। তবে তাঁদের বিপক্ষে বল করার চ্যালেঞ্জ উপভোগ করি। কোনো সুযোগ নেই যে, তাঁদের আলগা ডেলিভারি করব। সঠিক জায়গায় বল করার জন্য মনোযোগী হব। কিন্তু এ সময় বল করা কঠিন।’
কোহলি ও বাবরের বিপক্ষে বল করাকে শিক্ষণীয় বিষয়ও মনে করেন রশিদ। তিনি বলেছেন, ‘বাবর ও কোহলিকে বল করা মজার এবং এটা আমার জন্য দারুণ শিক্ষণীয়। সানরাইজার্স হায়দরাবাদে কেন উইলিয়ামসনকে বল করার পর বোলিং সম্পর্কে আমাদের মধ্যে অনেক কথা হতো। তার কথাগুলো অনেক সাহায্য করেছিল। আইপিএলে বিরাটের সঙ্গেও আলোচনা হয়েছিল। এ ব্যাপারে বাবরের সঙ্গেও কথা হয়েছে।’
ভিন্ন অনুভূতি নিয়ে এবারের এশিয়া কাপ খেলতে নামবেন কোহলি ও বাবর। পাকিস্তানের অধিনায়ক নামবেন ক্যারিয়ারের সেরা সময়কে সঙ্গে নিয়ে। শেষ ১০ ইনিংসের ৯টিতে তিনি খেলেছেন পঞ্চাশোর্ধ্ব ইনিংস। এর মধ্যে ৫ ফিফটির বিপরীতে করেছেন ৪ সেঞ্চুরি। এই দুর্দান্ত ফর্ম নিয়েই খেলতে নামবেন এশিয়া কাপ। অন্যদিকে ভারতের সাবেক অধিনায়ক কোহলি নামবেন আসল রূপে ফিরতে। কারণটাও সবার জানা, দীর্ঘদিন ধরেই ছন্দে নেই তিনি। তবে ফর্ম না থাকলেও যেকোনো দিন ভয়ংকর হয়ে উঠতে পারেন ভারতীয় ব্যাটার। কেননা, তাঁর ব্যাটিং সামর্থ্যে কোনো ঘাটতি নেই। রশিদ এমনটা জানেন বলেই দুই ব্যাটারকে সমান চোখে দেখছেন। এশিয়া কাপে ২৮ আগস্ট মুখোমুখি হবেন দুই ব্যাটার।

গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
৯ মিনিট আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৪ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৬ ঘণ্টা আগে