Ajker Patrika

কোহলি-বাবরকে বল করা কঠিন, বললেন রশিদ

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১৫: ৪৯
কোহলি-বাবরকে বল করা কঠিন, বললেন রশিদ

আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে আগামীকাল শুরু হচ্ছে এশিয়া কাপ। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে রশিদ খানকে প্রশ্ন করা হয়েছিল, সময়ের অন্যতম সেরা দুই ব্যাটার বিরাট কোহলি ও বাবর আজমের মধ্যে কাকে বল করা কঠিন। আফগান স্পিনারের উত্তর, দুই ব্যাটারকেই বল করা কঠিন।

পাকিস্তানি নারী সাংবাদিক সাওয়েরা পাশার ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন রশিদ। আফগানিস্তানের লেগ স্পিনারের সঙ্গে সাক্ষাৎকারের সময় পাশা জানতে চেয়েছিলেন—বাবর, নাকি কোহলি—কাকে বল করা কঠিন? এর উত্তরে রশিদ বলেছেন, ‘আমার কাছে দুজনকেই (কোহলি ও বাবর) বলা করা কঠিন। তাঁরা যে ধরনের ব্যাটার, আলগা ডেলিভারিকে কখনো ছাড় দেন না। এ জন্য দুজনকে বল করা কঠিন। তবে তাঁদের বিপক্ষে বল করার চ্যালেঞ্জ উপভোগ করি। কোনো সুযোগ নেই যে, তাঁদের আলগা ডেলিভারি করব। সঠিক জায়গায় বল করার জন্য মনোযোগী হব। কিন্তু এ সময় বল করা কঠিন।’

কোহলি ও বাবরের বিপক্ষে বল করাকে শিক্ষণীয় বিষয়ও মনে করেন রশিদ। তিনি বলেছেন, ‘বাবর ও কোহলিকে বল করা মজার এবং এটা আমার জন্য দারুণ শিক্ষণীয়। সানরাইজার্স হায়দরাবাদে কেন উইলিয়ামসনকে বল করার পর বোলিং সম্পর্কে আমাদের মধ্যে অনেক কথা হতো। তার কথাগুলো অনেক সাহায্য করেছিল। আইপিএলে বিরাটের সঙ্গেও আলোচনা হয়েছিল। এ ব্যাপারে বাবরের সঙ্গেও কথা হয়েছে।’

ভিন্ন অনুভূতি নিয়ে এবারের এশিয়া কাপ খেলতে নামবেন কোহলি ও বাবর। পাকিস্তানের অধিনায়ক নামবেন ক্যারিয়ারের সেরা সময়কে সঙ্গে নিয়ে। শেষ ১০ ইনিংসের ৯টিতে তিনি খেলেছেন পঞ্চাশোর্ধ্ব ইনিংস। এর মধ্যে ৫ ফিফটির বিপরীতে করেছেন ৪ সেঞ্চুরি। এই দুর্দান্ত ফর্ম নিয়েই খেলতে নামবেন এশিয়া কাপ। অন্যদিকে ভারতের সাবেক অধিনায়ক কোহলি নামবেন আসল রূপে ফিরতে। কারণটাও সবার জানা, দীর্ঘদিন ধরেই ছন্দে নেই তিনি। তবে ফর্ম না থাকলেও যেকোনো দিন ভয়ংকর হয়ে উঠতে পারেন ভারতীয় ব্যাটার। কেননা, তাঁর ব্যাটিং সামর্থ্যে কোনো ঘাটতি নেই। রশিদ এমনটা জানেন বলেই দুই ব্যাটারকে সমান চোখে দেখছেন। এশিয়া কাপে ২৮ আগস্ট মুখোমুখি হবেন দুই ব্যাটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

ট্রাম্পের বেপরোয়া ক্ষমতায় ওলট-পালট বিশ্ব, বন্ধু থেকে শত্রু আতঙ্কিত সবাই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত