
আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে আগামীকাল শুরু হচ্ছে এশিয়া কাপ। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে রশিদ খানকে প্রশ্ন করা হয়েছিল, সময়ের অন্যতম সেরা দুই ব্যাটার বিরাট কোহলি ও বাবর আজমের মধ্যে কাকে বল করা কঠিন। আফগান স্পিনারের উত্তর, দুই ব্যাটারকেই বল করা কঠিন।
পাকিস্তানি নারী সাংবাদিক সাওয়েরা পাশার ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন রশিদ। আফগানিস্তানের লেগ স্পিনারের সঙ্গে সাক্ষাৎকারের সময় পাশা জানতে চেয়েছিলেন—বাবর, নাকি কোহলি—কাকে বল করা কঠিন? এর উত্তরে রশিদ বলেছেন, ‘আমার কাছে দুজনকেই (কোহলি ও বাবর) বলা করা কঠিন। তাঁরা যে ধরনের ব্যাটার, আলগা ডেলিভারিকে কখনো ছাড় দেন না। এ জন্য দুজনকে বল করা কঠিন। তবে তাঁদের বিপক্ষে বল করার চ্যালেঞ্জ উপভোগ করি। কোনো সুযোগ নেই যে, তাঁদের আলগা ডেলিভারি করব। সঠিক জায়গায় বল করার জন্য মনোযোগী হব। কিন্তু এ সময় বল করা কঠিন।’
কোহলি ও বাবরের বিপক্ষে বল করাকে শিক্ষণীয় বিষয়ও মনে করেন রশিদ। তিনি বলেছেন, ‘বাবর ও কোহলিকে বল করা মজার এবং এটা আমার জন্য দারুণ শিক্ষণীয়। সানরাইজার্স হায়দরাবাদে কেন উইলিয়ামসনকে বল করার পর বোলিং সম্পর্কে আমাদের মধ্যে অনেক কথা হতো। তার কথাগুলো অনেক সাহায্য করেছিল। আইপিএলে বিরাটের সঙ্গেও আলোচনা হয়েছিল। এ ব্যাপারে বাবরের সঙ্গেও কথা হয়েছে।’
ভিন্ন অনুভূতি নিয়ে এবারের এশিয়া কাপ খেলতে নামবেন কোহলি ও বাবর। পাকিস্তানের অধিনায়ক নামবেন ক্যারিয়ারের সেরা সময়কে সঙ্গে নিয়ে। শেষ ১০ ইনিংসের ৯টিতে তিনি খেলেছেন পঞ্চাশোর্ধ্ব ইনিংস। এর মধ্যে ৫ ফিফটির বিপরীতে করেছেন ৪ সেঞ্চুরি। এই দুর্দান্ত ফর্ম নিয়েই খেলতে নামবেন এশিয়া কাপ। অন্যদিকে ভারতের সাবেক অধিনায়ক কোহলি নামবেন আসল রূপে ফিরতে। কারণটাও সবার জানা, দীর্ঘদিন ধরেই ছন্দে নেই তিনি। তবে ফর্ম না থাকলেও যেকোনো দিন ভয়ংকর হয়ে উঠতে পারেন ভারতীয় ব্যাটার। কেননা, তাঁর ব্যাটিং সামর্থ্যে কোনো ঘাটতি নেই। রশিদ এমনটা জানেন বলেই দুই ব্যাটারকে সমান চোখে দেখছেন। এশিয়া কাপে ২৮ আগস্ট মুখোমুখি হবেন দুই ব্যাটার।

আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে আগামীকাল শুরু হচ্ছে এশিয়া কাপ। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে রশিদ খানকে প্রশ্ন করা হয়েছিল, সময়ের অন্যতম সেরা দুই ব্যাটার বিরাট কোহলি ও বাবর আজমের মধ্যে কাকে বল করা কঠিন। আফগান স্পিনারের উত্তর, দুই ব্যাটারকেই বল করা কঠিন।
পাকিস্তানি নারী সাংবাদিক সাওয়েরা পাশার ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন রশিদ। আফগানিস্তানের লেগ স্পিনারের সঙ্গে সাক্ষাৎকারের সময় পাশা জানতে চেয়েছিলেন—বাবর, নাকি কোহলি—কাকে বল করা কঠিন? এর উত্তরে রশিদ বলেছেন, ‘আমার কাছে দুজনকেই (কোহলি ও বাবর) বলা করা কঠিন। তাঁরা যে ধরনের ব্যাটার, আলগা ডেলিভারিকে কখনো ছাড় দেন না। এ জন্য দুজনকে বল করা কঠিন। তবে তাঁদের বিপক্ষে বল করার চ্যালেঞ্জ উপভোগ করি। কোনো সুযোগ নেই যে, তাঁদের আলগা ডেলিভারি করব। সঠিক জায়গায় বল করার জন্য মনোযোগী হব। কিন্তু এ সময় বল করা কঠিন।’
কোহলি ও বাবরের বিপক্ষে বল করাকে শিক্ষণীয় বিষয়ও মনে করেন রশিদ। তিনি বলেছেন, ‘বাবর ও কোহলিকে বল করা মজার এবং এটা আমার জন্য দারুণ শিক্ষণীয়। সানরাইজার্স হায়দরাবাদে কেন উইলিয়ামসনকে বল করার পর বোলিং সম্পর্কে আমাদের মধ্যে অনেক কথা হতো। তার কথাগুলো অনেক সাহায্য করেছিল। আইপিএলে বিরাটের সঙ্গেও আলোচনা হয়েছিল। এ ব্যাপারে বাবরের সঙ্গেও কথা হয়েছে।’
ভিন্ন অনুভূতি নিয়ে এবারের এশিয়া কাপ খেলতে নামবেন কোহলি ও বাবর। পাকিস্তানের অধিনায়ক নামবেন ক্যারিয়ারের সেরা সময়কে সঙ্গে নিয়ে। শেষ ১০ ইনিংসের ৯টিতে তিনি খেলেছেন পঞ্চাশোর্ধ্ব ইনিংস। এর মধ্যে ৫ ফিফটির বিপরীতে করেছেন ৪ সেঞ্চুরি। এই দুর্দান্ত ফর্ম নিয়েই খেলতে নামবেন এশিয়া কাপ। অন্যদিকে ভারতের সাবেক অধিনায়ক কোহলি নামবেন আসল রূপে ফিরতে। কারণটাও সবার জানা, দীর্ঘদিন ধরেই ছন্দে নেই তিনি। তবে ফর্ম না থাকলেও যেকোনো দিন ভয়ংকর হয়ে উঠতে পারেন ভারতীয় ব্যাটার। কেননা, তাঁর ব্যাটিং সামর্থ্যে কোনো ঘাটতি নেই। রশিদ এমনটা জানেন বলেই দুই ব্যাটারকে সমান চোখে দেখছেন। এশিয়া কাপে ২৮ আগস্ট মুখোমুখি হবেন দুই ব্যাটার।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। রাজকোটে আজ ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে সফরকারীরা। ১১৭ বলে ১১ চার ও ২ ছক্কায় হার না মানা ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল।
৪ ঘণ্টা আগে
কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই আবারও দৃশ্যপটে নাজমুল। আজ বিকেলে মিরপুরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবির অর্থ বিভাগের চেয়ারম্যান।
৫ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ খালেদা জিয়ার স্মরণে বিসিবিতে দোয়া মাহফিল শেষে বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন।
৫ ঘণ্টা আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
৬ ঘণ্টা আগে