নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হঠাৎ বন্ধ হয়ে গেল বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ। ২৭৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২ উইকেটে ১০০ রান তুলেছে ভারত। কিন্তু ১৫.৪ ওভার যাওয়ার পর খেলোয়াড়েরা মাঠ থেকে উঠে গেছেন আম্পায়ারদের সঙ্গে কথা বলে।
ধর্মশালায় তীব্র ঠাণ্ডার পাশাপাশি প্রচুর কুয়াশার কারণে খেলা চালিয়ে যাওয়া কঠিন হয় যায়। মাঠও অনেকটাই ঝাপসা হয়ে গেছে। কুয়াশায় খেলোয়াড়েরা অসুস্থ হওয়ার সম্ভাবনাও আছে। তাই ঝুঁকি না নিয়ে দুই দলের অধিনায়ক আম্পায়ারদের সঙ্গে কথা বলে ড্রেসিংরুমে ফেরেন।
বিরাট কোহলি ৭ ও শ্রেয়াস আইয়ার ২১ রানে অপরাজিত আছেন। এর আগে রোহিত শর্মা ৪৬ ও শুবমান গিল ২৬ রানে আউট হয়েছেন।
চলতি বিশ্বকাপে এ পর্যন্ত অপরাজিত দল ভারত ও নিউজিল্যান্ড। যদি শেষ পর্যন্ত কোনো বিঘ্ন না ঘটে ধর্মশালায় আজ দুই দলের সাক্ষাতে কাউকে হারতেই হবে। জয় নিয়ে কোন দল হিমাচল প্রদেশ ছাড়বে, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ। তার আগে ড্যারিল মিচেলের সেঞ্চুরিতে ভারতকে ২৭৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে কিউইরা।
৩৬.১ ওভারেই ৩ উইকেটে ২০০ রান তুলেছিল নিউজিল্যান্ড। তখন স্কোর ৩০০ ছাড়িয়ে যাওয়ার আভাসই দিয়েছিল তারা। তবে মোহাম্মদ শামি-জসপ্রিত বুমরাদের তোপে আবারও ঘুরে দাঁড়ায় ভারত। শেষ ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৫৪ রান তুলতে পেরেছে নিউজিল্যান্ড।
তবু মিচেলের ১৩০ ও রাচিন রবীন্দ্রের ৭৫ রানের ইনিংসের কল্যাণে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ২৭৩ রান। এই বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই বাজিমাত করেছেন এই ভারতীয় পেসার। শার্দুল ঠাকুর জায়গায় সুযোগ পেয়ে নিয়েছেন ৫ উইকেট।
নিজেদের ৫ম ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বুমরা-মোহাম্মদ সিরাজদের তোপে পাওয়ার প্লেতে রান তুলতেই হিমশিম খেয়েছেন কিউই ব্যাটাররা। চতুর্থ ওভারে ডেভন কনওয়েকে ফিরিয়ে ওপেনিং জুটি ভেঙেছেন সিরাজ। রানের খাতাই খোলা হয়নি কিউই ওপেনারের।
৯ম ওভারে আরেক ওপেনার উইল ইয়ংকে ফেরান শামি। এই বিশ্বকাপে নিজের প্রথম ডেলিভারিতে বোল্ড করেছেন ইয়ংকে (১৭)। ৮.১ ওভারে ১৯ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই বিপর্যয়ে কঠিন বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। পাওয়ার প্লেতে মাত্র ৩৪ রান তুলতে পারে তারা। তবে তৃতীয় উইকেটে রাচিন ও মিচেলের ১৫২ বলে ১৫৯ রানের দুর্দান্ত জুটিতে চাপ সামলে ওঠে কিউইরা। ৩৪ তম ওভারে রাচিনকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন শামি। ৬ চার ও ১ ছক্কায় ৮৭ বলে ৭৫ রান করেছেন রাচিন।
দুর্দান্ত ব্যাটিংয়ে ৫ম ওয়ানডে ফিফটিও তুলে নিয়েছেন মিচেল। পরে গ্লেন ফিলিপস ২৬ বলে ২৩ রান করলেও ঝোড়ো ইনিংস খেলতে পারেননি কিউই ব্যাটাররা। ৫০ তম ওভারে শামির বলে আউট হয়েছেন মিচেল। ১২৭ বলে খেলেছেন ১৩০ রানের অসাধারণ এক ইনিংস। ৫টি ছক্কা ও ৯টি বাউন্ডারি ছিল ইনিংসে।

হঠাৎ বন্ধ হয়ে গেল বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ। ২৭৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২ উইকেটে ১০০ রান তুলেছে ভারত। কিন্তু ১৫.৪ ওভার যাওয়ার পর খেলোয়াড়েরা মাঠ থেকে উঠে গেছেন আম্পায়ারদের সঙ্গে কথা বলে।
ধর্মশালায় তীব্র ঠাণ্ডার পাশাপাশি প্রচুর কুয়াশার কারণে খেলা চালিয়ে যাওয়া কঠিন হয় যায়। মাঠও অনেকটাই ঝাপসা হয়ে গেছে। কুয়াশায় খেলোয়াড়েরা অসুস্থ হওয়ার সম্ভাবনাও আছে। তাই ঝুঁকি না নিয়ে দুই দলের অধিনায়ক আম্পায়ারদের সঙ্গে কথা বলে ড্রেসিংরুমে ফেরেন।
বিরাট কোহলি ৭ ও শ্রেয়াস আইয়ার ২১ রানে অপরাজিত আছেন। এর আগে রোহিত শর্মা ৪৬ ও শুবমান গিল ২৬ রানে আউট হয়েছেন।
চলতি বিশ্বকাপে এ পর্যন্ত অপরাজিত দল ভারত ও নিউজিল্যান্ড। যদি শেষ পর্যন্ত কোনো বিঘ্ন না ঘটে ধর্মশালায় আজ দুই দলের সাক্ষাতে কাউকে হারতেই হবে। জয় নিয়ে কোন দল হিমাচল প্রদেশ ছাড়বে, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ। তার আগে ড্যারিল মিচেলের সেঞ্চুরিতে ভারতকে ২৭৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে কিউইরা।
৩৬.১ ওভারেই ৩ উইকেটে ২০০ রান তুলেছিল নিউজিল্যান্ড। তখন স্কোর ৩০০ ছাড়িয়ে যাওয়ার আভাসই দিয়েছিল তারা। তবে মোহাম্মদ শামি-জসপ্রিত বুমরাদের তোপে আবারও ঘুরে দাঁড়ায় ভারত। শেষ ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৫৪ রান তুলতে পেরেছে নিউজিল্যান্ড।
তবু মিচেলের ১৩০ ও রাচিন রবীন্দ্রের ৭৫ রানের ইনিংসের কল্যাণে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ২৭৩ রান। এই বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই বাজিমাত করেছেন এই ভারতীয় পেসার। শার্দুল ঠাকুর জায়গায় সুযোগ পেয়ে নিয়েছেন ৫ উইকেট।
নিজেদের ৫ম ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বুমরা-মোহাম্মদ সিরাজদের তোপে পাওয়ার প্লেতে রান তুলতেই হিমশিম খেয়েছেন কিউই ব্যাটাররা। চতুর্থ ওভারে ডেভন কনওয়েকে ফিরিয়ে ওপেনিং জুটি ভেঙেছেন সিরাজ। রানের খাতাই খোলা হয়নি কিউই ওপেনারের।
৯ম ওভারে আরেক ওপেনার উইল ইয়ংকে ফেরান শামি। এই বিশ্বকাপে নিজের প্রথম ডেলিভারিতে বোল্ড করেছেন ইয়ংকে (১৭)। ৮.১ ওভারে ১৯ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই বিপর্যয়ে কঠিন বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। পাওয়ার প্লেতে মাত্র ৩৪ রান তুলতে পারে তারা। তবে তৃতীয় উইকেটে রাচিন ও মিচেলের ১৫২ বলে ১৫৯ রানের দুর্দান্ত জুটিতে চাপ সামলে ওঠে কিউইরা। ৩৪ তম ওভারে রাচিনকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন শামি। ৬ চার ও ১ ছক্কায় ৮৭ বলে ৭৫ রান করেছেন রাচিন।
দুর্দান্ত ব্যাটিংয়ে ৫ম ওয়ানডে ফিফটিও তুলে নিয়েছেন মিচেল। পরে গ্লেন ফিলিপস ২৬ বলে ২৩ রান করলেও ঝোড়ো ইনিংস খেলতে পারেননি কিউই ব্যাটাররা। ৫০ তম ওভারে শামির বলে আউট হয়েছেন মিচেল। ১২৭ বলে খেলেছেন ১৩০ রানের অসাধারণ এক ইনিংস। ৫টি ছক্কা ও ৯টি বাউন্ডারি ছিল ইনিংসে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
৩ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
৪ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
৪ ঘণ্টা আগে