নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্যারিয়ারের শুরুতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সাকিব আল হাসান খেলেছেন বিমানের হয়ে। সেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শুভেচ্ছাদূত হয়েছেন সাকিব। গতকাল রাতে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলে আজ বিকেলে যোগ দিয়েছেন বিমানের অনুষ্ঠানে। আজ এখানে তো কাল ওখানে, এত ছোটাছুটি করতে কীভাবে পারেন সাকিব? রহস্য জানালেন বাঁহাতি অলরাউন্ডার।
ইংল্যান্ড সিরিজ শেষ করেই দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাফ খান ওরফে রবিউল ইসলাম ওরফে আপন ওরফে হৃদয়ের স্বর্ণালংকারের দোকান উদ্বোধন করতে গিয়েছিলেন। পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি আরাভ খানের আমন্ত্রণে দুবাইয়ে যাওয়ার ঘটনায় তুমুল সমালোচিত সাকিব সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেই ঢাকায় অংশ নিয়েছিলেন নিজের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। গতকালকের ম্যাচ খেলে সাকিব আজ আবার ঢাকায় চলে এসেছেন বিমানের অনুষ্ঠানে যোগ দিতে।
আজ এখানে তো কাল ওখানে—পারফরম্যান্সেও খুব একটা প্রভাব পড়ে না সাকিবের। কীভাবে পারেন তিনি এত কিছু সামলাতে? সাকিবের সংক্ষিপ্ত উত্তর, ‘যে পারে সে সবই পারে।’ ছোটবেলায় কী হতে চেয়েছিলেন, এমন প্রশ্নে সাকিবের উত্তর, ‘পাইলট ছোটবেলা হতে চাইতাম। ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে চেয়েছি। শেষ পর্যন্ত (সে স্বপ্ন) ক্রিকেটে শেষ হয়েছে।’
একসময় প্রিমিয়ার লিগে বিমানের হয়ে খেলা সাকিব খুব মিস করেন ক্লাবকে। ২০১০–১১ মৌসুম থেকে বিমান ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নিয়েছে। সাকিবের আশা বিমান আবার ক্রিকেটে সম্পৃক্ত হবে, ‘যখনই ঢাকা প্রিমিয়ার লিগ হয়, সব ক্রিকেটার এখনো বিমানকে মিস করে। শুধু আমি নই। আশা করি বিমান আবারও ক্রিকেটে যুক্ত হবে। এখন তো সুযোগ আরও বেশি। এখন সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা আরও বেশি।’
বাংলাদেশ দল নিয়ে কথা বলতে না চাইলেও সাকিবকে বলতে হলো আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্ত গতকালকের ম্যাচ নিয়ে। রেকর্ড স্কোর আর মুশফিকুর রহিমের রেকর্ড সেঞ্চুরিটা বৃথা গেছে বৃষ্টি বাগড়ায়। সাকিবেরও আফসোস হচ্ছে মুশফিকের জন্য, ‘জিতে গেলে ভালো হতো। বিশেষ করে যারা ভালো খেলেছে, মুশফিক ভাই...তার জন্য আরও ভালো হতো। এটা হতেই পারে। যেহেতু আমাদের হাতে নেই।’

ক্যারিয়ারের শুরুতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সাকিব আল হাসান খেলেছেন বিমানের হয়ে। সেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শুভেচ্ছাদূত হয়েছেন সাকিব। গতকাল রাতে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলে আজ বিকেলে যোগ দিয়েছেন বিমানের অনুষ্ঠানে। আজ এখানে তো কাল ওখানে, এত ছোটাছুটি করতে কীভাবে পারেন সাকিব? রহস্য জানালেন বাঁহাতি অলরাউন্ডার।
ইংল্যান্ড সিরিজ শেষ করেই দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাফ খান ওরফে রবিউল ইসলাম ওরফে আপন ওরফে হৃদয়ের স্বর্ণালংকারের দোকান উদ্বোধন করতে গিয়েছিলেন। পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি আরাভ খানের আমন্ত্রণে দুবাইয়ে যাওয়ার ঘটনায় তুমুল সমালোচিত সাকিব সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেই ঢাকায় অংশ নিয়েছিলেন নিজের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। গতকালকের ম্যাচ খেলে সাকিব আজ আবার ঢাকায় চলে এসেছেন বিমানের অনুষ্ঠানে যোগ দিতে।
আজ এখানে তো কাল ওখানে—পারফরম্যান্সেও খুব একটা প্রভাব পড়ে না সাকিবের। কীভাবে পারেন তিনি এত কিছু সামলাতে? সাকিবের সংক্ষিপ্ত উত্তর, ‘যে পারে সে সবই পারে।’ ছোটবেলায় কী হতে চেয়েছিলেন, এমন প্রশ্নে সাকিবের উত্তর, ‘পাইলট ছোটবেলা হতে চাইতাম। ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে চেয়েছি। শেষ পর্যন্ত (সে স্বপ্ন) ক্রিকেটে শেষ হয়েছে।’
একসময় প্রিমিয়ার লিগে বিমানের হয়ে খেলা সাকিব খুব মিস করেন ক্লাবকে। ২০১০–১১ মৌসুম থেকে বিমান ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নিয়েছে। সাকিবের আশা বিমান আবার ক্রিকেটে সম্পৃক্ত হবে, ‘যখনই ঢাকা প্রিমিয়ার লিগ হয়, সব ক্রিকেটার এখনো বিমানকে মিস করে। শুধু আমি নই। আশা করি বিমান আবারও ক্রিকেটে যুক্ত হবে। এখন তো সুযোগ আরও বেশি। এখন সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা আরও বেশি।’
বাংলাদেশ দল নিয়ে কথা বলতে না চাইলেও সাকিবকে বলতে হলো আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্ত গতকালকের ম্যাচ নিয়ে। রেকর্ড স্কোর আর মুশফিকুর রহিমের রেকর্ড সেঞ্চুরিটা বৃথা গেছে বৃষ্টি বাগড়ায়। সাকিবেরও আফসোস হচ্ছে মুশফিকের জন্য, ‘জিতে গেলে ভালো হতো। বিশেষ করে যারা ভালো খেলেছে, মুশফিক ভাই...তার জন্য আরও ভালো হতো। এটা হতেই পারে। যেহেতু আমাদের হাতে নেই।’

২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৭ মিনিট আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ নাকি বৃষ্টিকাপ—২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যেভাবে বৃষ্টি বাগড়া দিচ্ছে, তাতে এমন প্রশ্ন দর্শকেরা করতেই পারেন। বুলাওয়েতে আজ আবহাওয়ার পূর্বাভাস সত্যি করেই বাংলাদেশ-নিউজিল্যান্ড যুব বিশ্বকাপের ম্যাচে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। ম্যাচে শেষ পর্যন্ত জিতে গেছে বৃষ্টি।
২ ঘণ্টা আগে