নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্যারিয়ারের শুরুতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সাকিব আল হাসান খেলেছেন বিমানের হয়ে। সেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শুভেচ্ছাদূত হয়েছেন সাকিব। গতকাল রাতে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলে আজ বিকেলে যোগ দিয়েছেন বিমানের অনুষ্ঠানে। আজ এখানে তো কাল ওখানে, এত ছোটাছুটি করতে কীভাবে পারেন সাকিব? রহস্য জানালেন বাঁহাতি অলরাউন্ডার।
ইংল্যান্ড সিরিজ শেষ করেই দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাফ খান ওরফে রবিউল ইসলাম ওরফে আপন ওরফে হৃদয়ের স্বর্ণালংকারের দোকান উদ্বোধন করতে গিয়েছিলেন। পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি আরাভ খানের আমন্ত্রণে দুবাইয়ে যাওয়ার ঘটনায় তুমুল সমালোচিত সাকিব সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেই ঢাকায় অংশ নিয়েছিলেন নিজের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। গতকালকের ম্যাচ খেলে সাকিব আজ আবার ঢাকায় চলে এসেছেন বিমানের অনুষ্ঠানে যোগ দিতে।
আজ এখানে তো কাল ওখানে—পারফরম্যান্সেও খুব একটা প্রভাব পড়ে না সাকিবের। কীভাবে পারেন তিনি এত কিছু সামলাতে? সাকিবের সংক্ষিপ্ত উত্তর, ‘যে পারে সে সবই পারে।’ ছোটবেলায় কী হতে চেয়েছিলেন, এমন প্রশ্নে সাকিবের উত্তর, ‘পাইলট ছোটবেলা হতে চাইতাম। ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে চেয়েছি। শেষ পর্যন্ত (সে স্বপ্ন) ক্রিকেটে শেষ হয়েছে।’
একসময় প্রিমিয়ার লিগে বিমানের হয়ে খেলা সাকিব খুব মিস করেন ক্লাবকে। ২০১০–১১ মৌসুম থেকে বিমান ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নিয়েছে। সাকিবের আশা বিমান আবার ক্রিকেটে সম্পৃক্ত হবে, ‘যখনই ঢাকা প্রিমিয়ার লিগ হয়, সব ক্রিকেটার এখনো বিমানকে মিস করে। শুধু আমি নই। আশা করি বিমান আবারও ক্রিকেটে যুক্ত হবে। এখন তো সুযোগ আরও বেশি। এখন সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা আরও বেশি।’
বাংলাদেশ দল নিয়ে কথা বলতে না চাইলেও সাকিবকে বলতে হলো আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্ত গতকালকের ম্যাচ নিয়ে। রেকর্ড স্কোর আর মুশফিকুর রহিমের রেকর্ড সেঞ্চুরিটা বৃথা গেছে বৃষ্টি বাগড়ায়। সাকিবেরও আফসোস হচ্ছে মুশফিকের জন্য, ‘জিতে গেলে ভালো হতো। বিশেষ করে যারা ভালো খেলেছে, মুশফিক ভাই...তার জন্য আরও ভালো হতো। এটা হতেই পারে। যেহেতু আমাদের হাতে নেই।’

ক্যারিয়ারের শুরুতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সাকিব আল হাসান খেলেছেন বিমানের হয়ে। সেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শুভেচ্ছাদূত হয়েছেন সাকিব। গতকাল রাতে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলে আজ বিকেলে যোগ দিয়েছেন বিমানের অনুষ্ঠানে। আজ এখানে তো কাল ওখানে, এত ছোটাছুটি করতে কীভাবে পারেন সাকিব? রহস্য জানালেন বাঁহাতি অলরাউন্ডার।
ইংল্যান্ড সিরিজ শেষ করেই দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাফ খান ওরফে রবিউল ইসলাম ওরফে আপন ওরফে হৃদয়ের স্বর্ণালংকারের দোকান উদ্বোধন করতে গিয়েছিলেন। পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি আরাভ খানের আমন্ত্রণে দুবাইয়ে যাওয়ার ঘটনায় তুমুল সমালোচিত সাকিব সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেই ঢাকায় অংশ নিয়েছিলেন নিজের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। গতকালকের ম্যাচ খেলে সাকিব আজ আবার ঢাকায় চলে এসেছেন বিমানের অনুষ্ঠানে যোগ দিতে।
আজ এখানে তো কাল ওখানে—পারফরম্যান্সেও খুব একটা প্রভাব পড়ে না সাকিবের। কীভাবে পারেন তিনি এত কিছু সামলাতে? সাকিবের সংক্ষিপ্ত উত্তর, ‘যে পারে সে সবই পারে।’ ছোটবেলায় কী হতে চেয়েছিলেন, এমন প্রশ্নে সাকিবের উত্তর, ‘পাইলট ছোটবেলা হতে চাইতাম। ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে চেয়েছি। শেষ পর্যন্ত (সে স্বপ্ন) ক্রিকেটে শেষ হয়েছে।’
একসময় প্রিমিয়ার লিগে বিমানের হয়ে খেলা সাকিব খুব মিস করেন ক্লাবকে। ২০১০–১১ মৌসুম থেকে বিমান ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নিয়েছে। সাকিবের আশা বিমান আবার ক্রিকেটে সম্পৃক্ত হবে, ‘যখনই ঢাকা প্রিমিয়ার লিগ হয়, সব ক্রিকেটার এখনো বিমানকে মিস করে। শুধু আমি নই। আশা করি বিমান আবারও ক্রিকেটে যুক্ত হবে। এখন তো সুযোগ আরও বেশি। এখন সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা আরও বেশি।’
বাংলাদেশ দল নিয়ে কথা বলতে না চাইলেও সাকিবকে বলতে হলো আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্ত গতকালকের ম্যাচ নিয়ে। রেকর্ড স্কোর আর মুশফিকুর রহিমের রেকর্ড সেঞ্চুরিটা বৃথা গেছে বৃষ্টি বাগড়ায়। সাকিবেরও আফসোস হচ্ছে মুশফিকের জন্য, ‘জিতে গেলে ভালো হতো। বিশেষ করে যারা ভালো খেলেছে, মুশফিক ভাই...তার জন্য আরও ভালো হতো। এটা হতেই পারে। যেহেতু আমাদের হাতে নেই।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৪ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৫ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
৭ ঘণ্টা আগে