নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্যারিয়ারের শুরুতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সাকিব আল হাসান খেলেছেন বিমানের হয়ে। সেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শুভেচ্ছাদূত হয়েছেন সাকিব। গতকাল রাতে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলে আজ বিকেলে যোগ দিয়েছেন বিমানের অনুষ্ঠানে। আজ এখানে তো কাল ওখানে, এত ছোটাছুটি করতে কীভাবে পারেন সাকিব? রহস্য জানালেন বাঁহাতি অলরাউন্ডার।
ইংল্যান্ড সিরিজ শেষ করেই দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাফ খান ওরফে রবিউল ইসলাম ওরফে আপন ওরফে হৃদয়ের স্বর্ণালংকারের দোকান উদ্বোধন করতে গিয়েছিলেন। পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি আরাভ খানের আমন্ত্রণে দুবাইয়ে যাওয়ার ঘটনায় তুমুল সমালোচিত সাকিব সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেই ঢাকায় অংশ নিয়েছিলেন নিজের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। গতকালকের ম্যাচ খেলে সাকিব আজ আবার ঢাকায় চলে এসেছেন বিমানের অনুষ্ঠানে যোগ দিতে।
আজ এখানে তো কাল ওখানে—পারফরম্যান্সেও খুব একটা প্রভাব পড়ে না সাকিবের। কীভাবে পারেন তিনি এত কিছু সামলাতে? সাকিবের সংক্ষিপ্ত উত্তর, ‘যে পারে সে সবই পারে।’ ছোটবেলায় কী হতে চেয়েছিলেন, এমন প্রশ্নে সাকিবের উত্তর, ‘পাইলট ছোটবেলা হতে চাইতাম। ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে চেয়েছি। শেষ পর্যন্ত (সে স্বপ্ন) ক্রিকেটে শেষ হয়েছে।’
একসময় প্রিমিয়ার লিগে বিমানের হয়ে খেলা সাকিব খুব মিস করেন ক্লাবকে। ২০১০–১১ মৌসুম থেকে বিমান ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নিয়েছে। সাকিবের আশা বিমান আবার ক্রিকেটে সম্পৃক্ত হবে, ‘যখনই ঢাকা প্রিমিয়ার লিগ হয়, সব ক্রিকেটার এখনো বিমানকে মিস করে। শুধু আমি নই। আশা করি বিমান আবারও ক্রিকেটে যুক্ত হবে। এখন তো সুযোগ আরও বেশি। এখন সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা আরও বেশি।’
বাংলাদেশ দল নিয়ে কথা বলতে না চাইলেও সাকিবকে বলতে হলো আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্ত গতকালকের ম্যাচ নিয়ে। রেকর্ড স্কোর আর মুশফিকুর রহিমের রেকর্ড সেঞ্চুরিটা বৃথা গেছে বৃষ্টি বাগড়ায়। সাকিবেরও আফসোস হচ্ছে মুশফিকের জন্য, ‘জিতে গেলে ভালো হতো। বিশেষ করে যারা ভালো খেলেছে, মুশফিক ভাই...তার জন্য আরও ভালো হতো। এটা হতেই পারে। যেহেতু আমাদের হাতে নেই।’

ক্যারিয়ারের শুরুতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সাকিব আল হাসান খেলেছেন বিমানের হয়ে। সেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শুভেচ্ছাদূত হয়েছেন সাকিব। গতকাল রাতে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলে আজ বিকেলে যোগ দিয়েছেন বিমানের অনুষ্ঠানে। আজ এখানে তো কাল ওখানে, এত ছোটাছুটি করতে কীভাবে পারেন সাকিব? রহস্য জানালেন বাঁহাতি অলরাউন্ডার।
ইংল্যান্ড সিরিজ শেষ করেই দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাফ খান ওরফে রবিউল ইসলাম ওরফে আপন ওরফে হৃদয়ের স্বর্ণালংকারের দোকান উদ্বোধন করতে গিয়েছিলেন। পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি আরাভ খানের আমন্ত্রণে দুবাইয়ে যাওয়ার ঘটনায় তুমুল সমালোচিত সাকিব সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেই ঢাকায় অংশ নিয়েছিলেন নিজের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। গতকালকের ম্যাচ খেলে সাকিব আজ আবার ঢাকায় চলে এসেছেন বিমানের অনুষ্ঠানে যোগ দিতে।
আজ এখানে তো কাল ওখানে—পারফরম্যান্সেও খুব একটা প্রভাব পড়ে না সাকিবের। কীভাবে পারেন তিনি এত কিছু সামলাতে? সাকিবের সংক্ষিপ্ত উত্তর, ‘যে পারে সে সবই পারে।’ ছোটবেলায় কী হতে চেয়েছিলেন, এমন প্রশ্নে সাকিবের উত্তর, ‘পাইলট ছোটবেলা হতে চাইতাম। ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে চেয়েছি। শেষ পর্যন্ত (সে স্বপ্ন) ক্রিকেটে শেষ হয়েছে।’
একসময় প্রিমিয়ার লিগে বিমানের হয়ে খেলা সাকিব খুব মিস করেন ক্লাবকে। ২০১০–১১ মৌসুম থেকে বিমান ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নিয়েছে। সাকিবের আশা বিমান আবার ক্রিকেটে সম্পৃক্ত হবে, ‘যখনই ঢাকা প্রিমিয়ার লিগ হয়, সব ক্রিকেটার এখনো বিমানকে মিস করে। শুধু আমি নই। আশা করি বিমান আবারও ক্রিকেটে যুক্ত হবে। এখন তো সুযোগ আরও বেশি। এখন সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা আরও বেশি।’
বাংলাদেশ দল নিয়ে কথা বলতে না চাইলেও সাকিবকে বলতে হলো আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্ত গতকালকের ম্যাচ নিয়ে। রেকর্ড স্কোর আর মুশফিকুর রহিমের রেকর্ড সেঞ্চুরিটা বৃথা গেছে বৃষ্টি বাগড়ায়। সাকিবেরও আফসোস হচ্ছে মুশফিকের জন্য, ‘জিতে গেলে ভালো হতো। বিশেষ করে যারা ভালো খেলেছে, মুশফিক ভাই...তার জন্য আরও ভালো হতো। এটা হতেই পারে। যেহেতু আমাদের হাতে নেই।’

রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
২১ মিনিট আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১৩ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১৩ ঘণ্টা আগে