
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। দুবাইয়ে পরশু হতে যাওয়া ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। এই ম্যাচের আগে দুশ্চিন্তা দেখা গেছে ভারতীয় দলে।
হাইব্রিড মডেলে চলমান চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলো ভারত খেলছে দুবাইয়ে। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানা গেছে, নিউজিল্যান্ড ম্যাচ সামনে রেখে পরশু দুবাইয়ে ব্যাটিং অনুশীলন করেননি রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ক এমনকি থ্রো অনুশীলনও করেননি। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কৌশলগত ব্যাপারে আলাপ-আলোচনায় সময় বেশি দিয়েছেন রোহিত। যদিও রোহিত পরে দৌড়েছেন। তাতে অবশ্য চোট তেমন একটা গুরুতর নাও মনে হতে পারে। তবে শোনা যাচ্ছে, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে।
রোহিত যদি নিউজিল্যান্ডের বিপক্ষে না খেলেন, সেক্ষেত্রে ভারতকে নেতৃত্ব দিতে পারেন শুবমান গিল। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে গিল ভারতের সহ-অধিনায়ক হিসেবে খেলছেন। সেক্ষেত্রে কিউইদের বিপক্ষে একাদশে ঋষভ পন্তকে দেখা যেতে পারে। বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে খেলেছেন লোকেশ রাহুল। পন্ত সবশেষ ওয়ানডে খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে গত বছরের আগস্টে।
ওয়ানডেতে দারুণ ছন্দে আছেন গিল। সবশেষ পাঁচ ইনিংসের মধ্যে চারটিতে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন, যার মধ্যে দুবাইয়ে গত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। গিল আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ ম্যাচে অধিনায়কত্ব করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে গত বছরের জুলাইয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ভারত খেলেছে গিলের নেতৃত্বে।
নিউজিল্যান্ডের বিপক্ষে অনুশীলনের আগে থেকেই রোহিতের চোটের সমস্যা রয়েছে। দুবাইয়ে এ সপ্তাহের রোববার পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ভারতীয় এই ব্যাটার।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৯ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১৪ ঘণ্টা আগে