ক্রীড়া ডেস্ক

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু স্যাম কনস্টাসের। ব্যাটিংয়ের চেয়েও বিরাট কোহলি-জসপ্রীত বুমরাদের সঙ্গে কথা কাটাকাটির ঘটনায় বেশ আলোচিত এই কনস্টাস। তবে এবার তাঁর (কনস্টাস) একাদশে জায়গা হবে কি না, সেটা নিয়ে বিভিন্ন কথাবার্তা শোনা যাচ্ছে।
গলে আগামীকাল শুরু হচ্ছে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। ম্যাচের আগে একাদশ ঘোষণা করার রীতি থাকলেও অজিদের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন স্মিথ। লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টের আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, ‘ট্রাভ ওপরে (ওপেনিংয়ে) যাবে, এ ছাড়া বাকি সব মোটামুটি একই থাকবে। এর বাইরে আর কোনো পরিবর্তন হচ্ছে বলে মনে হচ্ছে না।’
৫৪ টেস্টের ক্যারিয়ারে ট্রাভিস হেড ওপেনিং করেছেন ৩ ম্যাচ। এই ৩ টেস্টের ৫ ইনিংসে উদ্বোধনী জুটি গড়েছেন তিনি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ওপেনার হিসেবে ৫৫.৭৫ গড়ে করেছেন ২২৩ রান। এই ৫ ইনিংস তিনি খেলেছেন ২০২৩ সালে ভারতের বিপক্ষে ভারতের মাঠে। দুই বছর হয়ে গেলেও আবার যখন এশিয়ার মাঠে খেলা, তখন হেডকে ওপেনিংয়ে খেলানোর চিন্তা করছে অস্ট্রেলিয়া। স্মিথের কথার ধরন এমনই। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের আগে স্মিথ বলেন, ‘ভারতে সে (হেড) সুযোগ পেয়ে যে পারফরম্যান্স করেছে, তাতে নির্বাচকেরা খুশি হয়েছে। নতুন বলে সে দ্রুত রান তুলেছিল এবং সেটা প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করেছিল। এখানেও আমি তেমন কিছুই চিন্তা করছি।’
টেস্টে এখন পর্যন্ত ২ ম্যাচ খেলে ৪ ইনিংসে ব্যাটিং করেছেন কনস্টাস। ২৮.২৫ গড়ে করেন ১১৩ রান। সব ইনিংসই তিনি খেলেছেন ওপেনার হিসেবে। বুমরাকে বেধড়ক পিটিয়ে আলোড়ন তুলেছিলেন কনস্টাস। যার মধ্যে রিভার্স স্কুপে ছক্কা মারার ঘটনাও রয়েছে।
উসমান খাজা, ট্রাভিস হেড শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ওপেনিং করলে তো সেখানে (ওপেনার) কনস্টাসের খেলা হচ্ছে না। তবে কনস্টাসের মিডল অর্ডারে খেলার হালকা সম্ভাবনা রয়েছে বলে স্মিথের কথায় বোঝা গেছে। সেক্ষেত্রে তাঁকে (কনস্টাস) লড়তে হবে নাথান ম্যাকসুইনি, জশ ইংলিশের মতো ক্রিকেটারদের সঙ্গে।
২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে প্রথম তিন টেস্ট খেলেছিলেন ম্যাকসুইনি। তাঁর (ম্যাকসুইনি) ব্যর্থতাতেই কনস্টাসের সুযোগ মিলেছিল ভারতের বিপক্ষে শেষ দুই টেস্টে। আর ইংলিশের টেস্টে এখনো অভিষেক হয়নি।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু স্যাম কনস্টাসের। ব্যাটিংয়ের চেয়েও বিরাট কোহলি-জসপ্রীত বুমরাদের সঙ্গে কথা কাটাকাটির ঘটনায় বেশ আলোচিত এই কনস্টাস। তবে এবার তাঁর (কনস্টাস) একাদশে জায়গা হবে কি না, সেটা নিয়ে বিভিন্ন কথাবার্তা শোনা যাচ্ছে।
গলে আগামীকাল শুরু হচ্ছে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। ম্যাচের আগে একাদশ ঘোষণা করার রীতি থাকলেও অজিদের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন স্মিথ। লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টের আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, ‘ট্রাভ ওপরে (ওপেনিংয়ে) যাবে, এ ছাড়া বাকি সব মোটামুটি একই থাকবে। এর বাইরে আর কোনো পরিবর্তন হচ্ছে বলে মনে হচ্ছে না।’
৫৪ টেস্টের ক্যারিয়ারে ট্রাভিস হেড ওপেনিং করেছেন ৩ ম্যাচ। এই ৩ টেস্টের ৫ ইনিংসে উদ্বোধনী জুটি গড়েছেন তিনি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ওপেনার হিসেবে ৫৫.৭৫ গড়ে করেছেন ২২৩ রান। এই ৫ ইনিংস তিনি খেলেছেন ২০২৩ সালে ভারতের বিপক্ষে ভারতের মাঠে। দুই বছর হয়ে গেলেও আবার যখন এশিয়ার মাঠে খেলা, তখন হেডকে ওপেনিংয়ে খেলানোর চিন্তা করছে অস্ট্রেলিয়া। স্মিথের কথার ধরন এমনই। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের আগে স্মিথ বলেন, ‘ভারতে সে (হেড) সুযোগ পেয়ে যে পারফরম্যান্স করেছে, তাতে নির্বাচকেরা খুশি হয়েছে। নতুন বলে সে দ্রুত রান তুলেছিল এবং সেটা প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করেছিল। এখানেও আমি তেমন কিছুই চিন্তা করছি।’
টেস্টে এখন পর্যন্ত ২ ম্যাচ খেলে ৪ ইনিংসে ব্যাটিং করেছেন কনস্টাস। ২৮.২৫ গড়ে করেন ১১৩ রান। সব ইনিংসই তিনি খেলেছেন ওপেনার হিসেবে। বুমরাকে বেধড়ক পিটিয়ে আলোড়ন তুলেছিলেন কনস্টাস। যার মধ্যে রিভার্স স্কুপে ছক্কা মারার ঘটনাও রয়েছে।
উসমান খাজা, ট্রাভিস হেড শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ওপেনিং করলে তো সেখানে (ওপেনার) কনস্টাসের খেলা হচ্ছে না। তবে কনস্টাসের মিডল অর্ডারে খেলার হালকা সম্ভাবনা রয়েছে বলে স্মিথের কথায় বোঝা গেছে। সেক্ষেত্রে তাঁকে (কনস্টাস) লড়তে হবে নাথান ম্যাকসুইনি, জশ ইংলিশের মতো ক্রিকেটারদের সঙ্গে।
২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে প্রথম তিন টেস্ট খেলেছিলেন ম্যাকসুইনি। তাঁর (ম্যাকসুইনি) ব্যর্থতাতেই কনস্টাসের সুযোগ মিলেছিল ভারতের বিপক্ষে শেষ দুই টেস্টে। আর ইংলিশের টেস্টে এখনো অভিষেক হয়নি।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৪ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৯ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৯ ঘণ্টা আগে