
নিউজিল্যান্ডের বিপক্ষে আগের তিন দিনের ধারাবাহিকতা ধরে রেখে মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিনও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তবু দিন শেষে বাংলাদেশ দলের চিন্তার বড় কারণ প্রথম ইনিংসে দুর্দান্ত খেলা মাহমুদুল হাসান জয়ের চোট। জয়ের চোটের সঙ্গে রস টেলরের এখনো অপরাজিত থাকাও বাংলাদেশের দুশ্চিন্তার কারণ।
কিউইদের ভরসার প্রতীক হয়ে ১০১ বলে ৩৭ রানে অপরাজিত আছেন টেলর। নিউজিল্যান্ডের ভরসা মানে বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ। অভিজ্ঞ এই কিউই ব্যাটারের সামর্থ্য আছে এক হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার। টেলরের ক্যারিয়ারে এমন উদাহরণও কম নেই। অন্যদিকে দুর্দান্ত কোনো ইনিংসে তীরে এসে বাংলাদেশের তরি ডোবানোর অভিজ্ঞতাও কম নয়।
২০০৩ সালে মুলতান টেস্টের শেষ দিনে ক্যারিয়ার বাঁচানো ইনিংস খেলে বাংলাদেশকে দুঃসহ স্মৃতি উপহার দিয়েছিলেন ইনজামাম-উল-হক। ইনজামামের ১৩৮ রানের অনবদ্য ইনিংসেই হাতের মুঠো থেকে জয় বেরিয়ে গিয়েছিল বাংলাদেশের। মুলতান টেস্টের ১৮ বছর পরও সেই স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় বাংলাদেশের সাবেক-বর্তমান ক্রিকেটারদের।
টেলরকে নিয়ে বাংলাদেশের ভয়টা ইনজামামের মতো। নিউজিল্যান্ডের জন্য এই অভিজ্ঞ ব্যাটার ইনজামাম হতে পারবেন কি না সেটা পঞ্চম দিনেই বোঝা যাবে। তবে আজ চতুর্থ দিনে তাঁকে আউট করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সেটা কাজে লাগাতে না পারাতেই দুশ্চিন্তা বাড়ছে। ৩৭ রানের ইনিংসে বাংলাদেশের ফিল্ডারদের হাতে দুবার জীবন পেয়েছেন টেলর।
প্রথমটা ১৭ রানে। মেহেদি হাসান মিরাজের বলে ডিপ মিডউইকেটে টেলরের ক্যাচ ছাড়েন সাদমান ইসলাম। দ্বিতীয়বার রানআউট থেকে বেঁচে যান ২৯ রানের সময়। জুটিতে থাকা উইল ইয়ংয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে নন স্ট্রাইক প্রান্ত ছেড়ে অনেকটা বেরিয়ে এসেছিলেন টেলর। তবে থ্রোটা ঠিকঠাক না হওয়ায় সে যাত্রায়ও বেঁচে যান।

নিউজিল্যান্ডের বিপক্ষে আগের তিন দিনের ধারাবাহিকতা ধরে রেখে মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিনও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তবু দিন শেষে বাংলাদেশ দলের চিন্তার বড় কারণ প্রথম ইনিংসে দুর্দান্ত খেলা মাহমুদুল হাসান জয়ের চোট। জয়ের চোটের সঙ্গে রস টেলরের এখনো অপরাজিত থাকাও বাংলাদেশের দুশ্চিন্তার কারণ।
কিউইদের ভরসার প্রতীক হয়ে ১০১ বলে ৩৭ রানে অপরাজিত আছেন টেলর। নিউজিল্যান্ডের ভরসা মানে বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ। অভিজ্ঞ এই কিউই ব্যাটারের সামর্থ্য আছে এক হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার। টেলরের ক্যারিয়ারে এমন উদাহরণও কম নেই। অন্যদিকে দুর্দান্ত কোনো ইনিংসে তীরে এসে বাংলাদেশের তরি ডোবানোর অভিজ্ঞতাও কম নয়।
২০০৩ সালে মুলতান টেস্টের শেষ দিনে ক্যারিয়ার বাঁচানো ইনিংস খেলে বাংলাদেশকে দুঃসহ স্মৃতি উপহার দিয়েছিলেন ইনজামাম-উল-হক। ইনজামামের ১৩৮ রানের অনবদ্য ইনিংসেই হাতের মুঠো থেকে জয় বেরিয়ে গিয়েছিল বাংলাদেশের। মুলতান টেস্টের ১৮ বছর পরও সেই স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় বাংলাদেশের সাবেক-বর্তমান ক্রিকেটারদের।
টেলরকে নিয়ে বাংলাদেশের ভয়টা ইনজামামের মতো। নিউজিল্যান্ডের জন্য এই অভিজ্ঞ ব্যাটার ইনজামাম হতে পারবেন কি না সেটা পঞ্চম দিনেই বোঝা যাবে। তবে আজ চতুর্থ দিনে তাঁকে আউট করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সেটা কাজে লাগাতে না পারাতেই দুশ্চিন্তা বাড়ছে। ৩৭ রানের ইনিংসে বাংলাদেশের ফিল্ডারদের হাতে দুবার জীবন পেয়েছেন টেলর।
প্রথমটা ১৭ রানে। মেহেদি হাসান মিরাজের বলে ডিপ মিডউইকেটে টেলরের ক্যাচ ছাড়েন সাদমান ইসলাম। দ্বিতীয়বার রানআউট থেকে বেঁচে যান ২৯ রানের সময়। জুটিতে থাকা উইল ইয়ংয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে নন স্ট্রাইক প্রান্ত ছেড়ে অনেকটা বেরিয়ে এসেছিলেন টেলর। তবে থ্রোটা ঠিকঠাক না হওয়ায় সে যাত্রায়ও বেঁচে যান।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৫ ঘণ্টা আগে