
বিরাট কোহলির ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পর থেকে ভারতীয় ক্রিকেটে বিতর্ক যেন থামছেই না। গতকাল সংবাদ সম্মেলন করে কোহলি জানিয়ে দেন তাঁকে কেউ টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়তে নিষেধ করেননি। কোহলির এমন দাবির পর আলোচনা ডাল পালা মেলেছে। বিরাট কোহলি ও ভারতীয় বোর্ডের এই কথার লড়াইয়ে সুনীল গাভাস্কারের সমর্থন অবশ্য বোর্ডের দিকে।
এদিকে ভারতীয় বোর্ডও গতকাল কোহলির সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানিয়েছে। নিজেদের দাবিতে অনড় তারা। বোর্ডের এক কর্তা জানান, তাঁরা সেপ্টেম্বরে কোহলিকে সংক্ষিপ্ত সংস্করণে অধিনায়কত্ব না ছাড়ার অনুরোধ জানিয়েছিলেন। বিরাটের ওয়ানডে অধিনায়কত্ব প্রসঙ্গে তাদের আগের কথায় আবারও বলেন, ‘কোহলি এটা বলতে পারেন না যে, আমরা তাঁর সঙ্গে আলোচনা করিনি। সেপ্টেম্বরে ওঁর সঙ্গে কথা বলি এবং টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়তে নিষেধ করি।’
গতকাল দুই পক্ষের একে অপরকে অভিযোগের পর ভারতীয় ক্রিকেটে জল আরও বেশি ঘোলা হচ্ছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌরভের পদত্যাগও দাবি করছেন কেউ কেউ। কিংবদন্তি সুনীল গাভাস্কার সমর্থন দিয়েছেন বিসিসিআইকে। গাভাস্কার কোহলির দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, ‘নির্বাচক প্রধান স্বয়ং কোহলিকে জানিয়েছেন ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা। তাহলে কোহলি আরও কী আশা করেছিলেন? কীভাবে জানানো হলে সন্তুষ্ট হতেন তিনি।’
কোহলি গতকালের সংবাদ সম্মেলনে বলেছিলেন অধিনায়কত্ব ছাড়তে বলার আগে তার সঙ্গে বোর্ড আলোচনা করেনি। গাভাস্কার কোহলির এই কথা উড়িয়ে দিয়ে বলেন, ‘আমি বুঝতে পারছি না এর মধ্যে বিতর্কের কী আছে। যদি দল নির্বাচনের দেড় ঘণ্টা আগে কোহলিকে নির্বাচক কমিটির চেয়ারম্যান নিজে জানায়, তাহলে নিশ্চিতভাবেই ওর সঙ্গে আলোচনা করা হয়েছিল।’

বিরাট কোহলির ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পর থেকে ভারতীয় ক্রিকেটে বিতর্ক যেন থামছেই না। গতকাল সংবাদ সম্মেলন করে কোহলি জানিয়ে দেন তাঁকে কেউ টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়তে নিষেধ করেননি। কোহলির এমন দাবির পর আলোচনা ডাল পালা মেলেছে। বিরাট কোহলি ও ভারতীয় বোর্ডের এই কথার লড়াইয়ে সুনীল গাভাস্কারের সমর্থন অবশ্য বোর্ডের দিকে।
এদিকে ভারতীয় বোর্ডও গতকাল কোহলির সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানিয়েছে। নিজেদের দাবিতে অনড় তারা। বোর্ডের এক কর্তা জানান, তাঁরা সেপ্টেম্বরে কোহলিকে সংক্ষিপ্ত সংস্করণে অধিনায়কত্ব না ছাড়ার অনুরোধ জানিয়েছিলেন। বিরাটের ওয়ানডে অধিনায়কত্ব প্রসঙ্গে তাদের আগের কথায় আবারও বলেন, ‘কোহলি এটা বলতে পারেন না যে, আমরা তাঁর সঙ্গে আলোচনা করিনি। সেপ্টেম্বরে ওঁর সঙ্গে কথা বলি এবং টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়তে নিষেধ করি।’
গতকাল দুই পক্ষের একে অপরকে অভিযোগের পর ভারতীয় ক্রিকেটে জল আরও বেশি ঘোলা হচ্ছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌরভের পদত্যাগও দাবি করছেন কেউ কেউ। কিংবদন্তি সুনীল গাভাস্কার সমর্থন দিয়েছেন বিসিসিআইকে। গাভাস্কার কোহলির দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, ‘নির্বাচক প্রধান স্বয়ং কোহলিকে জানিয়েছেন ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা। তাহলে কোহলি আরও কী আশা করেছিলেন? কীভাবে জানানো হলে সন্তুষ্ট হতেন তিনি।’
কোহলি গতকালের সংবাদ সম্মেলনে বলেছিলেন অধিনায়কত্ব ছাড়তে বলার আগে তার সঙ্গে বোর্ড আলোচনা করেনি। গাভাস্কার কোহলির এই কথা উড়িয়ে দিয়ে বলেন, ‘আমি বুঝতে পারছি না এর মধ্যে বিতর্কের কী আছে। যদি দল নির্বাচনের দেড় ঘণ্টা আগে কোহলিকে নির্বাচক কমিটির চেয়ারম্যান নিজে জানায়, তাহলে নিশ্চিতভাবেই ওর সঙ্গে আলোচনা করা হয়েছিল।’

২৮০১৬ আন্তর্জাতিক রান নিয়ে এতদিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই একটা টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪৩৫৭।
২৫ মিনিট আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৪২ মিনিট আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৫ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৬ ঘণ্টা আগে