নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজের আগে বড় দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা ক্রিকেট। দারুণ ছন্দে থাকা আসিথা ফার্নান্দোকে বাংলাদেশ সফরে পাচ্ছে না তারা। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে তোপ দাগানো এ পেসার হ্যামস্ট্রিং চোটে বেশ কিছুদিনের জন্য ছিটকে গেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজের জন্য বিবেচনায় ছিলেন আসিথা। কিন্তু আফগান সিরিজের পর শ্রীলঙ্কার ৫০ ওভারের ঘরোয়া লিগ—ন্যাশনাল সুপার লিগে গলের বিপক্ষে চোটে পড়েন ডাম্বুলার হয়ে খেলা এই ক্রিকেটার।
আসিথার জায়গায় সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আরেক পেসার লাহিরু কুমারার। লাহিরু সর্বশেষ ওয়ানডে খেলেছেন ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে, আর টেস্ট খেলেছেন গত বছরের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে।
ভালো ছন্দে না থাকায় শ্রীলঙ্কা দলে বেশ কিছু দিন জায়গা হয়নি লাহিরুর। তবে ন্যাশনাল সুপার লিগে ক্যান্ডির হয়ে দারুণ অবদান রাখছেন তিনি। ইতিমধ্যে ৪ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট।
টি-টোয়েন্টি সিরিজ শেষ করে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল যাবে চট্টগ্রামে। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের উদ্বোধনী ম্যাচ হবে আগামী ১৩ মার্চ। বাকি দুটি ম্যাচ হবে ১৫ ও ১৮ মার্চ। প্রথম দুটি ম্যাচ হবে দিবারাত্রির। শেষ ওয়ানডে শুরু হবে সকাল ১০টায়।
টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল আবার সিলেটে ফিরবে। প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ২২ মার্চ। দ্বিতীয় টেস্ট আবার চট্টগ্রামে শুরু হবে ৩০ মার্চ।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজের আগে বড় দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা ক্রিকেট। দারুণ ছন্দে থাকা আসিথা ফার্নান্দোকে বাংলাদেশ সফরে পাচ্ছে না তারা। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে তোপ দাগানো এ পেসার হ্যামস্ট্রিং চোটে বেশ কিছুদিনের জন্য ছিটকে গেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজের জন্য বিবেচনায় ছিলেন আসিথা। কিন্তু আফগান সিরিজের পর শ্রীলঙ্কার ৫০ ওভারের ঘরোয়া লিগ—ন্যাশনাল সুপার লিগে গলের বিপক্ষে চোটে পড়েন ডাম্বুলার হয়ে খেলা এই ক্রিকেটার।
আসিথার জায়গায় সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আরেক পেসার লাহিরু কুমারার। লাহিরু সর্বশেষ ওয়ানডে খেলেছেন ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে, আর টেস্ট খেলেছেন গত বছরের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে।
ভালো ছন্দে না থাকায় শ্রীলঙ্কা দলে বেশ কিছু দিন জায়গা হয়নি লাহিরুর। তবে ন্যাশনাল সুপার লিগে ক্যান্ডির হয়ে দারুণ অবদান রাখছেন তিনি। ইতিমধ্যে ৪ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট।
টি-টোয়েন্টি সিরিজ শেষ করে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল যাবে চট্টগ্রামে। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের উদ্বোধনী ম্যাচ হবে আগামী ১৩ মার্চ। বাকি দুটি ম্যাচ হবে ১৫ ও ১৮ মার্চ। প্রথম দুটি ম্যাচ হবে দিবারাত্রির। শেষ ওয়ানডে শুরু হবে সকাল ১০টায়।
টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল আবার সিলেটে ফিরবে। প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ২২ মার্চ। দ্বিতীয় টেস্ট আবার চট্টগ্রামে শুরু হবে ৩০ মার্চ।

ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
১৭ মিনিট আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
৩১ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
৩২ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
১ ঘণ্টা আগে