
পাকিস্তান দলের কঠিন সময়ে দায়িত্ব নিয়েছিলেন মোহাম্মদ হাফিজ। বিপদের সময় দলের পাশে দাঁড়ানো সেই হাফিজ হঠাৎ করেই টিম ডিরেক্টরের পদ হারিয়েছেন। গতকাল সাবেক অধিনায়কের অবদানকে ছোট্ট এক ধন্যবাদ দিয়ে সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এতে টিম ডিরেক্টর হিসেবে পিসিবির সঙ্গে হাফিজের পথ চলা তিন মাসেই শেষ হয়। সরিয়ে দেওয়ার সময় জানানো হয় সর্বশেষ নিউজিল্যান্ড সফরেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়েছে পিসিবির। তবে পদ হারানো হাফিজ আজ ভিন্ন কিছু জানিয়েছেন। সামাজিক মাধ্যমে জানিয়েছেন, পিসিবির সঙ্গে তাঁর পথ চলাটা আরও দীর্ঘ হওয়ার কথা ছিল।
হতাশ হাফিজ লিখেছেন, ‘সব সময় প্রাধান্য দিয়ে সম্মান ও গর্বের সঙ্গে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছি। দলে ইতিবাচক পরিবর্তন আনার উদ্দেশ্যেই অনেক আগ্রহের সঙ্গে পিসিবির পরিচালকের দায়িত্ব নিয়েছিলাম। কিন্তু আমার দুর্ভাগ্য নতুন নেতৃত্ব আসায় প্রস্তাবিত ৪ বছরের মেয়াদ ২ মাসে নিয়ে আসা হয়েছে। পাকিস্তান ক্রিকেটকে ভবিষ্যতের জন্য শুভকামনা।’
তাঁর সময়ে কেন দলের পারফরম্যান্স খারাপ হয়েছে সে সব কারণও শিগগিরই প্রকাশ করবেন বলে জানিয়েছেন হাফিজ। এর জন্য নিজের সামাজিক মাধ্যমে সবাইকে চোখ রাখতে বলেছেন তিনি, ‘সব সময় দায়িত্ব নেই এবং আমার নির্দিষ্ট সময় দলের পারফরম্যান্সের জন্য নিজেকে দায়বদ্ধ রাখি। সেদিক থেকে ক্রিকেট সংশ্লিষ্ট এবং ক্রিকেটের সঙ্গে সম্পর্ক নেই এমন অপেশাদার যেসব ঘটনার কারণে দলের বাজে পারফরম্যান্স হয়েছে তা প্রকাশ করব। সঙ্গেই থাকুন।’
এ মাসেই তিন বছরে জন্য পিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মহসিন নাকভি। পাকিস্তান ক্রিকেটকে নতুনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছেন তিনি। সেই পরিকল্পনায় ৪৩ বছর বয়সী হাফিজ নেই বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো।

পাকিস্তান দলের কঠিন সময়ে দায়িত্ব নিয়েছিলেন মোহাম্মদ হাফিজ। বিপদের সময় দলের পাশে দাঁড়ানো সেই হাফিজ হঠাৎ করেই টিম ডিরেক্টরের পদ হারিয়েছেন। গতকাল সাবেক অধিনায়কের অবদানকে ছোট্ট এক ধন্যবাদ দিয়ে সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এতে টিম ডিরেক্টর হিসেবে পিসিবির সঙ্গে হাফিজের পথ চলা তিন মাসেই শেষ হয়। সরিয়ে দেওয়ার সময় জানানো হয় সর্বশেষ নিউজিল্যান্ড সফরেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়েছে পিসিবির। তবে পদ হারানো হাফিজ আজ ভিন্ন কিছু জানিয়েছেন। সামাজিক মাধ্যমে জানিয়েছেন, পিসিবির সঙ্গে তাঁর পথ চলাটা আরও দীর্ঘ হওয়ার কথা ছিল।
হতাশ হাফিজ লিখেছেন, ‘সব সময় প্রাধান্য দিয়ে সম্মান ও গর্বের সঙ্গে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছি। দলে ইতিবাচক পরিবর্তন আনার উদ্দেশ্যেই অনেক আগ্রহের সঙ্গে পিসিবির পরিচালকের দায়িত্ব নিয়েছিলাম। কিন্তু আমার দুর্ভাগ্য নতুন নেতৃত্ব আসায় প্রস্তাবিত ৪ বছরের মেয়াদ ২ মাসে নিয়ে আসা হয়েছে। পাকিস্তান ক্রিকেটকে ভবিষ্যতের জন্য শুভকামনা।’
তাঁর সময়ে কেন দলের পারফরম্যান্স খারাপ হয়েছে সে সব কারণও শিগগিরই প্রকাশ করবেন বলে জানিয়েছেন হাফিজ। এর জন্য নিজের সামাজিক মাধ্যমে সবাইকে চোখ রাখতে বলেছেন তিনি, ‘সব সময় দায়িত্ব নেই এবং আমার নির্দিষ্ট সময় দলের পারফরম্যান্সের জন্য নিজেকে দায়বদ্ধ রাখি। সেদিক থেকে ক্রিকেট সংশ্লিষ্ট এবং ক্রিকেটের সঙ্গে সম্পর্ক নেই এমন অপেশাদার যেসব ঘটনার কারণে দলের বাজে পারফরম্যান্স হয়েছে তা প্রকাশ করব। সঙ্গেই থাকুন।’
এ মাসেই তিন বছরে জন্য পিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মহসিন নাকভি। পাকিস্তান ক্রিকেটকে নতুনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছেন তিনি। সেই পরিকল্পনায় ৪৩ বছর বয়সী হাফিজ নেই বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ ঘণ্টা আগে