
টানা তৃতীয় জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। আজ সকালে তৃতীয় জয় পাওয়ার ম্যাচে নামিবিয়াকে ৯ উইকেটে বিধ্বস্ত করেছেন মিচেল মার্শ-অ্যাডাম জাম্পারা। এক ম্যাচ বাকি থাকলেও এ হারে নামিবিয়ার বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে।
নামিবিয়ার মতো এবার চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডেরও বিদায় ঘণ্টা বাজানোর কৌশল করছে অস্ট্রেলিয়া। জস বাটলারদের বিদায় করার বিষয়টি নিজেই জানিয়েছেন জশ হ্যাজলউড। গ্রুপ ম্যাচে প্রতিপক্ষকে হারালেও সামনে যেন তাদের মুখোমুখি হতে না হয় সেটা নিশ্চিত করতেই কৌশলের পথ বেছে নেওয়ার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার।
ইংল্যান্ডকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়ার বিষয়ে হ্যাজলউড বলেছেন, ‘ইংল্যান্ড যদি টিকে যায় টুর্নামেন্টে হয়তো আবার তাদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। শীর্ষ কয়েক দলের মধ্যে তারা অন্যতম। টি-টোয়েন্টিতে তাদের সঙ্গে দুর্দান্ত কিছু লড়াইও হয়েছে। তাই তাদের টুর্নামেন্ট থেকে বিদায় করে দিতে পারলে আমাদের বৃহত্তম স্বার্থের সঙ্গে সম্ভবত অন্যদেরও লাভ হবে। এটা করতে পারলে দারুণ হবে।’
ইংল্যান্ডের বিশ্বকাপ যাত্রা থামাতে হলে শেষ ম্যাচের প্রতিপক্ষ স্কটল্যান্ডের বিপক্ষে কম ব্যবধানে জিততে হবে অস্ট্রেলিয়াকে। শেষে যেন স্কটল্যান্ড-ইংল্যান্ডের পয়েন্ট সমান ৫ হলেও রানরেটে এগিয়ে থাকে স্কটিশরা। কারণ বর্তমানে ১ পয়েন্ট পাওয়া ইংল্যান্ডের দুটি ম্যাচ বাকি রয়েছে। শেষ দুটি জিতলে তাদের পয়েন্ট হবে স্কটল্যান্ডের সমান ৫। স্কটল্যান্ডের শেষ ম্যাচ যেহেতু নিজেদের বিপক্ষেই তাই নিশ্চিতভাবে ম্যাচ হেরে অঘটনের শিকার হতে চাইবেন না হ্যাজলউডরা।
সেটা নিশ্চিতও করেছেন হ্যাজলউড। তিনি জানিয়েছেন, স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায় তারা। তবে প্রতিপক্ষকে কম ব্যবধানে হারানোর লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেছেন, ‘আমরা প্রতিপক্ষের (স্কটল্যান্ড) বিপক্ষে জয়ের আত্মবিশ্বাসেই নামব। তবে তাদের (ইংল্যান্ডের পরের রাউন্ডে যাওয়া) দিক থেকে অনেক সুযোগ রয়েছে। তাই আমি মনে করি বিষয়টা (ইংল্যান্ডের বিদায়) নিশ্চিত করতে আমরা স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটা ক্লোজ ব্যবধানে শেষ করতে পারি।’

টানা তৃতীয় জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। আজ সকালে তৃতীয় জয় পাওয়ার ম্যাচে নামিবিয়াকে ৯ উইকেটে বিধ্বস্ত করেছেন মিচেল মার্শ-অ্যাডাম জাম্পারা। এক ম্যাচ বাকি থাকলেও এ হারে নামিবিয়ার বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে।
নামিবিয়ার মতো এবার চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডেরও বিদায় ঘণ্টা বাজানোর কৌশল করছে অস্ট্রেলিয়া। জস বাটলারদের বিদায় করার বিষয়টি নিজেই জানিয়েছেন জশ হ্যাজলউড। গ্রুপ ম্যাচে প্রতিপক্ষকে হারালেও সামনে যেন তাদের মুখোমুখি হতে না হয় সেটা নিশ্চিত করতেই কৌশলের পথ বেছে নেওয়ার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার।
ইংল্যান্ডকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়ার বিষয়ে হ্যাজলউড বলেছেন, ‘ইংল্যান্ড যদি টিকে যায় টুর্নামেন্টে হয়তো আবার তাদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। শীর্ষ কয়েক দলের মধ্যে তারা অন্যতম। টি-টোয়েন্টিতে তাদের সঙ্গে দুর্দান্ত কিছু লড়াইও হয়েছে। তাই তাদের টুর্নামেন্ট থেকে বিদায় করে দিতে পারলে আমাদের বৃহত্তম স্বার্থের সঙ্গে সম্ভবত অন্যদেরও লাভ হবে। এটা করতে পারলে দারুণ হবে।’
ইংল্যান্ডের বিশ্বকাপ যাত্রা থামাতে হলে শেষ ম্যাচের প্রতিপক্ষ স্কটল্যান্ডের বিপক্ষে কম ব্যবধানে জিততে হবে অস্ট্রেলিয়াকে। শেষে যেন স্কটল্যান্ড-ইংল্যান্ডের পয়েন্ট সমান ৫ হলেও রানরেটে এগিয়ে থাকে স্কটিশরা। কারণ বর্তমানে ১ পয়েন্ট পাওয়া ইংল্যান্ডের দুটি ম্যাচ বাকি রয়েছে। শেষ দুটি জিতলে তাদের পয়েন্ট হবে স্কটল্যান্ডের সমান ৫। স্কটল্যান্ডের শেষ ম্যাচ যেহেতু নিজেদের বিপক্ষেই তাই নিশ্চিতভাবে ম্যাচ হেরে অঘটনের শিকার হতে চাইবেন না হ্যাজলউডরা।
সেটা নিশ্চিতও করেছেন হ্যাজলউড। তিনি জানিয়েছেন, স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায় তারা। তবে প্রতিপক্ষকে কম ব্যবধানে হারানোর লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেছেন, ‘আমরা প্রতিপক্ষের (স্কটল্যান্ড) বিপক্ষে জয়ের আত্মবিশ্বাসেই নামব। তবে তাদের (ইংল্যান্ডের পরের রাউন্ডে যাওয়া) দিক থেকে অনেক সুযোগ রয়েছে। তাই আমি মনে করি বিষয়টা (ইংল্যান্ডের বিদায়) নিশ্চিত করতে আমরা স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটা ক্লোজ ব্যবধানে শেষ করতে পারি।’

স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
২৬ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কি ভারতে হবে নাকি শ্রীলঙ্কায়, তা নিয়ে এখনো জটিলতা কাটেনি। এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিস্ফোরক এক বক্তব্য দিয়েছেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
৪ ঘণ্টা আগে