Ajker Patrika

অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড গড়ার দিন ধবলধোলাই এড়াল উইন্ডিজ 

অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড গড়ার দিন ধবলধোলাই এড়াল উইন্ডিজ 

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ তো আগেই খুইয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পার্থে আজ তৃতীয় টি-টোয়েন্টি উইন্ডিজদের কাছে ছিল ধবলধোলাই এড়ানোর লক্ষ্য। রেকর্ডের বন্যা বইয়ে দিতে এই ম্যাচটিকেই বেছে নিল ওয়েস্ট ইন্ডিজ। ৩৭ রানে জিতে ধবলধোলাই এড়াল উইন্ডিজ। 

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আজ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। প্রথমে ব্যাটিং করতে নামা ওয়েস্ট ইন্ডিজের যেমন রানও হচ্ছিল, একই সঙ্গে উইকেটও পড়তে থাকে। এক পর্যায়ে উইন্ডিজের স্কোর হয়ে যায় ৮.৫ ওভারে ৫ উইকেটে ৭৯ রান। এরপর সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে তান্ডব শুরু করেন রাসেল। ১৯ তম ওভার বোলিংয়ে আসা জাম্পার ওভার থেকে এক চার ও চার ছক্কায় ২৮ রান তুলে নেন রাসেল। যেখানে ওভারের পঞ্চম বলে এক্সট্রা কাভার দিয়ে ছক্কা মেরে ২৫ বলে ফিফটি পূর্ণ করেন রাসেল। ক্যারিবীয় অলরাউন্ডারের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটা তৃতীয় ফিফটি। ষষ্ঠ উইকেটে শারফেন রাদারফোর্ড-রাসেল গড়েন ৬৭ বলে ১৩৯ রানের জুটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ষষ্ঠ উইকেটে এটা সর্বোচ্চ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ২২০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। অজিদের বিপক্ষে টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের তা দলীয় সর্বোচ্চ। 

২২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ এগোতে থাকেন রানরেটের সঙ্গে পাল্লা দিয়ে। প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে অজিরা করে ৬১ রান। এরপর সপ্তম ওভারের প্রথম বলে আকিল হোসেনকে লং অন দিয়ে ছক্কা মেরে ফিফটি তুলে নেন ওয়ার্নার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২৬ তম ফিফটি ওয়ার্নার পেয়েছেন ২৫ বলে। সেই সপ্তম ওভারের তৃতীয় বলে মার্শকে ফিরিয়ে জুটি ভাঙেন আকিল হোসেন। ওয়ার্নার-মার্শের উদ্বোধনী জুটি ছিল ৩৯ বলে ৬৮ রানের। 

অস্ট্রেলিয়ার স্কোর ৬.৩ ওভারে ১ উইকেটে ৬৮ রান হওয়ার পর ব্যাটিংয়ে নামেন অ্যারন হার্ডি। দ্বিতীয় উইকেটে হার্ডিকে নিয়ে ৩৬ বলে ৪৬ রানের জুটি গড়তে অবদান রাখেন ওয়ার্নার। ১৩ তম ওভারের তৃতীয় বলে হার্ডিকে বোল্ড করে দ্বিতীয় উইকেটের জুটি ভাঙেন রোমারিও শেফার্ড। ঝোড়ো ব্যাটিংয়ের পরিবর্তে ১৬ বলে ১৬ রান করেন হার্ডি। এরপর ১৪ তম ওভারের প্রথম বলে ওয়ার্নারকে ফেরান রস্টন চেজ। ৪৯ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৮১ রান করেন ওয়ার্নার। একই ওভারের শেষ বলে অজি উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিশকে ফেরান চেজ। অস্ট্রেলিয়ার স্কোর তাতে হয়ে যায় ১৪ ওভারে ৪ উইকেটে ১১৭ রান। 

ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করতে অস্ট্রেলিয়ার শেষ ৬ ওভারে দরকার ১০৪ রান, হাতে ৬ উইকেট। ওভারপ্রতি ১৭ রানেরও বেশি তুলতে হবে অস্ট্রেলিয়াকে। সেটাও হয়তো অস্ট্রেলিয়াকে আশা কিছুটা হলেও আশা যোগাচ্ছিল। যেখানে আগের ম্যাচে ঝোড়ো সেঞ্চুরি করেন ম্যাক্সওয়েল। তবে পার্থে আজ ১৪ বলে ১২ রান করেন তিনি। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রানে আটকে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত