Ajker Patrika

পাকিস্তানিরা গেলেও সমস্যা দেখছেন না পাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাকিস্তানিরা গেলেও সমস্যা দেখছেন না পাপন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্ব শেষেই নিজ দেশে ফিরবেন পাকিস্তানের ক্রিকেটাররা। আগামী মাসে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এ জন্যই পাকিস্তানের খেলোয়াড়েরা চলে যাবেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বিপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের মধ্যে চুক্তিও এমনই হয়েছে, পিএসএল শুরু হওয়ার ১৫ দিন আগে ছেড়ে দিতে হবে খেলোয়াড়দের। পরে পিসিবির সঙ্গে আলোচনা করে আরও কয়েক দিন বাড়িয়ে নেয় ফ্র্যাঞ্চাইজি মালিকরা। 

তবে পাকিস্তানের খেলোয়াড়েরা চলে গেলেও বিপিএলের আমেজ-উত্তেজনা ও খেলায় প্রভাব পড়বে না মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপন।

আজ সিলেটে সংবাদ সম্মেলনে পাপন বলেছেন, ‘আফগানিস্তান টি-টোয়েন্টি সংস্করণে র‍্যাংঙ্কিংয়ে আমাদের চেয়ে এগিয়ে আছে। আফগানিস্তান থেকে ক্রিকেটার এসেছে, পাকিস্তান থেকে এসেছে। নামীদামি খেলোয়াড়েরাই এসেছে (বিপিএলে)। মোহাম্মদ রিজওয়ান, হারিস রউফ ও নাসিম শাহরা এসেছে। আরও অনেকে এসেছে। এদেরকে আনতে পেরেছে, (চলে গেলে) এখন কী হবে? অন্য খেলোয়াড়েরা আসবে যদি ফ্র্যাঞ্চাইজিরা চায়। এখন অন্যান্য দেশের খেলোয়াড়েরা খালি আছে। পাকিস্তানের খেলোয়াড়েরা চলে যাবে এটা নিয়ে হুলুস্থুল চলছে। তাতে কী? ফ্র্যাঞ্চাইজিরা চাইলে অন্যান্য দেশের খেলোয়াড়দের আনতে পারবে।’ 

এই বিপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজি শক্তিশালী দল সাজিয়েছে। পাপনও তাই মনে করেন। তিনি বলেছেন, ‘এবারের বিপিএলের বৈশিষ্ট্য হচ্ছে—পাঁচটা অত্যন্ত শক্তিশালী দল। এর মধ্যে চারটা খুব ভালো খেলছে। চারটা শক্তিশালী, আরেকটা এত মনে হয়নি, কিন্তু খেলা দেখে মনে হচ্ছে অন্যতম সেরা। যদি কাগজে-কলমে দেখেন, যে সমস্ত দলগুলো চোখে পড়ার মতো, মনে হয়েছে খুবই শক্ত। অবশ্যই কুমিল্লা কোনো সন্দেহ ছাড়াই নম্বর ওয়ান। অন্যদিকে সিলেট এখন অবধি টপে আছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত