আহমেদ রিয়াদ, চট্টগ্রাম থেকে

আন্তর্জাতিক ক্যারিয়ার তাঁর খুব একটা উজ্জ্বল হয়নি এখনো। ১০ টেস্টেই থেমে আছে রাকিম কর্নওয়ালের আন্তর্জাতিক ক্যারিয়ার। ক্যারিয়ার যেমনই হোক, তাঁর উপস্থিতি বিশেষ নজর কাড়বেই। কর্নওয়াল এবার বিপিএলে এসেছিলেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলতে। তাঁর টুর্নামেন্ট শেষ মাঝপথেই। কুঁচকির চোটে পড়ে তাঁর বিপিএল শেষ।
বিপিএল খেলতে যেদিন ঢাকায় এলেন, একটা বিশেষ ব্যাট (মুগুর বলাই ভালো) নিয়ে তাঁর শ্যাডো করার ভিডিও পোস্ট করে সিলেট ফেসবুকে বার্তা দিল, ‘তৈরি থাকুন ভয়ংকর এক তুফানের জন্য!’ তুফান আর তোলা হয়নি কর্নওয়ালের। ২০২৫ বিপিএলে খেলেছেন মাত্র তিনটি ম্যাচ। ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেনি। নামের পাশে যোগ করতে পেরেছেন ২২ রান। তুলনামূলক বোলিংয়ে কিছুটা সফল, ৩ ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। ১০ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। যদিও বিপিএল খেলতে আসার আগে কর্নওয়াল ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া লিগ সুপার ফিফটিতে ভালোই ছন্দে ছিলেন। বিপিএলে সেটির প্রতিফলন খুব একটা দেখা যায়নি।
গত দুই সপ্তাহে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতায় মনে হয়েছে, খেলার বাইরে বেশির ভাগ সময় হোটেল রুমে কাটাতে পছন্দ করেন স্বল্পভাষী কর্নওয়াল। অনুশীলনে তাঁর অংশগ্রহণও ছিল সীমিত। অনুশীলন করার চেয়ে সতীর্থদের অনুশীলন দেখতেই যেন তাঁর আনন্দ! কর্নওয়ালের শারীরিক গঠন নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। সেটার কারণও আছে। আধুনিক ক্রিকেটে যেখানে প্রায় সব ক্রিকেটার ফিটনেস নিয়ে অনেক কাজ করেন, সেখানে কর্নওয়াল একেবারেই ভিন্ন স্রোতের খেলোয়াড়। তাঁর অভিধানে যেন জিম, ফিটনেস, রানিং—এ শব্দগুলো একেবারেই অনুপস্থিত। স্কিল, টেকনিক আর বুদ্ধিই যেন তাঁর মূল শক্তি।

আন্তর্জাতিক ক্যারিয়ার তাঁর খুব একটা উজ্জ্বল হয়নি এখনো। ১০ টেস্টেই থেমে আছে রাকিম কর্নওয়ালের আন্তর্জাতিক ক্যারিয়ার। ক্যারিয়ার যেমনই হোক, তাঁর উপস্থিতি বিশেষ নজর কাড়বেই। কর্নওয়াল এবার বিপিএলে এসেছিলেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলতে। তাঁর টুর্নামেন্ট শেষ মাঝপথেই। কুঁচকির চোটে পড়ে তাঁর বিপিএল শেষ।
বিপিএল খেলতে যেদিন ঢাকায় এলেন, একটা বিশেষ ব্যাট (মুগুর বলাই ভালো) নিয়ে তাঁর শ্যাডো করার ভিডিও পোস্ট করে সিলেট ফেসবুকে বার্তা দিল, ‘তৈরি থাকুন ভয়ংকর এক তুফানের জন্য!’ তুফান আর তোলা হয়নি কর্নওয়ালের। ২০২৫ বিপিএলে খেলেছেন মাত্র তিনটি ম্যাচ। ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেনি। নামের পাশে যোগ করতে পেরেছেন ২২ রান। তুলনামূলক বোলিংয়ে কিছুটা সফল, ৩ ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। ১০ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। যদিও বিপিএল খেলতে আসার আগে কর্নওয়াল ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া লিগ সুপার ফিফটিতে ভালোই ছন্দে ছিলেন। বিপিএলে সেটির প্রতিফলন খুব একটা দেখা যায়নি।
গত দুই সপ্তাহে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতায় মনে হয়েছে, খেলার বাইরে বেশির ভাগ সময় হোটেল রুমে কাটাতে পছন্দ করেন স্বল্পভাষী কর্নওয়াল। অনুশীলনে তাঁর অংশগ্রহণও ছিল সীমিত। অনুশীলন করার চেয়ে সতীর্থদের অনুশীলন দেখতেই যেন তাঁর আনন্দ! কর্নওয়ালের শারীরিক গঠন নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। সেটার কারণও আছে। আধুনিক ক্রিকেটে যেখানে প্রায় সব ক্রিকেটার ফিটনেস নিয়ে অনেক কাজ করেন, সেখানে কর্নওয়াল একেবারেই ভিন্ন স্রোতের খেলোয়াড়। তাঁর অভিধানে যেন জিম, ফিটনেস, রানিং—এ শব্দগুলো একেবারেই অনুপস্থিত। স্কিল, টেকনিক আর বুদ্ধিই যেন তাঁর মূল শক্তি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
১১ মিনিট আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
৪৩ মিনিট আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
২ ঘণ্টা আগে
আরও একবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। শিরোপা জেতায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়টি যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে তখন সেটা হয়ে দাঁড়ায় বিশেষ কিছুই; তেমনটাই মনে করিয়ে দিলেন বার্সার কোচ হান্সি
২ ঘণ্টা আগে