ক্রীড়া ডেস্ক

তারকা ক্রিকেটারকে নিয়ে আগেভাগেই কোনো উপসংহারে আসা যায় না। সাকিব আল হাসান যে তাদেরই একজন। অফফর্ম বা অন্য কোনো কারণে যখনই তাঁকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে, সবকিছুর জবাব তিনি দেন মাঠের পারফরম্যান্সে।
আন্তর্জাতিক ক্রিকেটে পথচলাটা সাকিবের একরকম থেমে গেলেও প্রতিযোগিতামূলক ক্রিকেটে তিনি পরিচিত মুখ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গ্লোবাল সুপার লিগ (জিএসএল) দিয়ে ৪৮ দিন পর ফিরেই কাঁপালেন তিনি। জিএসএলে অভিষেক ম্যাচে দুবাই ক্যাপিটালসের জার্সিতে ৩৭ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৮ রান করে অপরাজিত থাকেন তিনি। ৪ ওভার বোলিং করে ১৪ রান খরচ করে নিয়েছেন ৪ উইকেট। যেখানে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে এসে কোনো রান না দিয়েই ২ উইকেট পেয়েছেন। এই ওভারে তাদের দুই টপ অর্ডার ব্যাটার উইল ইয়ং, ডিন ফক্সক্রফটকে এলবিডব্লিউ করেন সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এরপর জশ ক্লার্কসন, উইলিয়াম ক্লার্ককে করেন বোল্ড।
ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত সাকিবকে নিয়ে সামাজিক মাধ্যমে বয়ে যায় প্রশংসার বন্যা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস নিজের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে সাকিবের একটি ছবি পোস্ট করেন। নাফিস লিখেছেন, ‘কিছু বলার নাই...’। সাকিবের প্রশংসা করে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে রুবেল হোসেন লিখেছেন, ‘শচীন টেন্ডুলকার বলেছিলেন একজন সাকিব ১০ হাজার বছর পরপর জন্ম নেয়। বাংলাদেশ ক্রিকেট আপনাকে অনেক মিস করছে ভাই।’
সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে গত রাতে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসকে ২২ রানে হারিয়েছে দুবাই ক্যাপিটালস। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের পরিসংখ্যানের ছবি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন নাসির হোসেন। নাসির লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট আপনাকে মিস করবে।’ সাকিব যে রাতে অলরাউন্ড পারফরম্যান্সে দুবাইকে জিতিয়েছেন, একই রাতে হেরেছে বাংলাদেশ। পাল্লেকেলেতে গত রাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা।
২৪ ঘণ্টা না জেতেই সাকিবের দল মাঠে নামবে জিএসএলে। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শুরু হবে দুবাই ক্যাপিটালস-হোবার্ট হারিকেন্স ম্যাচ। এদিকে আজ ভোরে জিএসএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৮ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে রংপুর রাইডার্স। এবার রংপুর নেমেছে শিরোপা ধরে রাখার অভিযানে।

তারকা ক্রিকেটারকে নিয়ে আগেভাগেই কোনো উপসংহারে আসা যায় না। সাকিব আল হাসান যে তাদেরই একজন। অফফর্ম বা অন্য কোনো কারণে যখনই তাঁকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে, সবকিছুর জবাব তিনি দেন মাঠের পারফরম্যান্সে।
আন্তর্জাতিক ক্রিকেটে পথচলাটা সাকিবের একরকম থেমে গেলেও প্রতিযোগিতামূলক ক্রিকেটে তিনি পরিচিত মুখ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গ্লোবাল সুপার লিগ (জিএসএল) দিয়ে ৪৮ দিন পর ফিরেই কাঁপালেন তিনি। জিএসএলে অভিষেক ম্যাচে দুবাই ক্যাপিটালসের জার্সিতে ৩৭ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৮ রান করে অপরাজিত থাকেন তিনি। ৪ ওভার বোলিং করে ১৪ রান খরচ করে নিয়েছেন ৪ উইকেট। যেখানে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে এসে কোনো রান না দিয়েই ২ উইকেট পেয়েছেন। এই ওভারে তাদের দুই টপ অর্ডার ব্যাটার উইল ইয়ং, ডিন ফক্সক্রফটকে এলবিডব্লিউ করেন সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এরপর জশ ক্লার্কসন, উইলিয়াম ক্লার্ককে করেন বোল্ড।
ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত সাকিবকে নিয়ে সামাজিক মাধ্যমে বয়ে যায় প্রশংসার বন্যা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস নিজের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে সাকিবের একটি ছবি পোস্ট করেন। নাফিস লিখেছেন, ‘কিছু বলার নাই...’। সাকিবের প্রশংসা করে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে রুবেল হোসেন লিখেছেন, ‘শচীন টেন্ডুলকার বলেছিলেন একজন সাকিব ১০ হাজার বছর পরপর জন্ম নেয়। বাংলাদেশ ক্রিকেট আপনাকে অনেক মিস করছে ভাই।’
সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে গত রাতে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসকে ২২ রানে হারিয়েছে দুবাই ক্যাপিটালস। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের পরিসংখ্যানের ছবি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন নাসির হোসেন। নাসির লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট আপনাকে মিস করবে।’ সাকিব যে রাতে অলরাউন্ড পারফরম্যান্সে দুবাইকে জিতিয়েছেন, একই রাতে হেরেছে বাংলাদেশ। পাল্লেকেলেতে গত রাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা।
২৪ ঘণ্টা না জেতেই সাকিবের দল মাঠে নামবে জিএসএলে। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শুরু হবে দুবাই ক্যাপিটালস-হোবার্ট হারিকেন্স ম্যাচ। এদিকে আজ ভোরে জিএসএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৮ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে রংপুর রাইডার্স। এবার রংপুর নেমেছে শিরোপা ধরে রাখার অভিযানে।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১০ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ ঘণ্টা আগে