
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণার আগেই ভেন্যু পরিবর্তের অনুরোধ আইসিসিকে করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির এই অনুরোধ আইসিসি রাখেনি ঠিকই। তবে পাকিস্তানের অন্য এক দাবি মেনে নিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা।
গতকাল বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। সূচি অনুযায়ী ২০ ও ২৩ অক্টোবর বেঙ্গালুরু ও চেন্নাইয়ে হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া ও পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ। খসড়া সূচিতেও এই দুই ম্যাচের ভেন্যু, তারিখ একই ছিল। এই দুটো ম্যাচের ভেন্যু অদলবদলের অনুরোধ পাকিস্তান করলেও আইসিসি সাড়া দেয়নি। অন্যদিকে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ পাকিস্তান খেলতে চায় নন-এশিয়ান কোনো দলের বিপক্ষে। পাকিস্তানের এই দাবি মেনে নিয়েছে আইসিসি। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ পাকিস্তান খেলবে নন-এশিয়ান দলের বিপক্ষে। ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে আর ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে পাকিস্তান। দুটো ম্যাচই হবে হায়দরাবাদে।
গত বিশ্বকাপের মতোই এবারও হবে ১০ দলের বিশ্বকাপ। ৫ অক্টোবর আহমেদাবাদে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৩ বিশ্বকাপ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চলা এই টুর্নামেন্টে প্রতিটি দল খেলবে ৯টি করে ম্যাচ। ৬ ও ১২ অক্টোবর বাছাইপর্ব উতরে আসা দুই দলের বিপক্ষেই বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ খেলবে পাকিস্তান। ম্যাচ দুটিই হবে হায়দরাবাদে। গ্রুপ পর্বের ৪৫ ম্যাচ শেষে মুম্বাই ও কলকাতায় হবে সেমিফাইনালের দুই ম্যাচ। সেমিফাইনালের দুই দল ফাইনাল খেলবে ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণার আগেই ভেন্যু পরিবর্তের অনুরোধ আইসিসিকে করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির এই অনুরোধ আইসিসি রাখেনি ঠিকই। তবে পাকিস্তানের অন্য এক দাবি মেনে নিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা।
গতকাল বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। সূচি অনুযায়ী ২০ ও ২৩ অক্টোবর বেঙ্গালুরু ও চেন্নাইয়ে হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া ও পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ। খসড়া সূচিতেও এই দুই ম্যাচের ভেন্যু, তারিখ একই ছিল। এই দুটো ম্যাচের ভেন্যু অদলবদলের অনুরোধ পাকিস্তান করলেও আইসিসি সাড়া দেয়নি। অন্যদিকে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ পাকিস্তান খেলতে চায় নন-এশিয়ান কোনো দলের বিপক্ষে। পাকিস্তানের এই দাবি মেনে নিয়েছে আইসিসি। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ পাকিস্তান খেলবে নন-এশিয়ান দলের বিপক্ষে। ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে আর ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে পাকিস্তান। দুটো ম্যাচই হবে হায়দরাবাদে।
গত বিশ্বকাপের মতোই এবারও হবে ১০ দলের বিশ্বকাপ। ৫ অক্টোবর আহমেদাবাদে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৩ বিশ্বকাপ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চলা এই টুর্নামেন্টে প্রতিটি দল খেলবে ৯টি করে ম্যাচ। ৬ ও ১২ অক্টোবর বাছাইপর্ব উতরে আসা দুই দলের বিপক্ষেই বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ খেলবে পাকিস্তান। ম্যাচ দুটিই হবে হায়দরাবাদে। গ্রুপ পর্বের ৪৫ ম্যাচ শেষে মুম্বাই ও কলকাতায় হবে সেমিফাইনালের দুই ম্যাচ। সেমিফাইনালের দুই দল ফাইনাল খেলবে ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে নানা রকম জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানারকম কথাবার্তা।
৪ মিনিট আগে
মোহাম্মদ নবি তাঁর বাড়িতে টিভি সেটের সামনে বসে আছেন কি না জানা নেই। যদি সত্যিই টিভি সেটের সামনে থাকেন, তাহলে এই মুহূর্তে তাঁর চেয়ে বেশি খুশি আর কেউ হবেন না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তাঁর ছেলে করেছেন সেঞ্চুরি।
৪২ মিনিট আগে
জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
২ ঘণ্টা আগে