
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাটিং পাওয়া লঙ্কানরা চড়াও হয়ে খেলছে পাকিস্তানের বোলারদের ওপর। তাতে পাকিস্তানের পিচ্ছিল হাতের অবদান রয়েছে।
প্রথমে ব্যাটিং করা শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি ভেঙে গেছে ৫ রানেই। দ্বিতীয় ওভারের প্রথম বলে হাসান আলিকে পয়েন্ট দিয়ে কাট করতে যান কুশল পেরেরা। লাফিয়ে ওঠা বল ক্যাচ ধরেছেন পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। এরপর ব্যাটিংয়ে আসেন কুশল মেন্ডিস। শ্রীলঙ্কার স্কোর হতে পারত ২ উইকেটে ২৩ রান। পঞ্চম ওভারের চতুর্থ বলে শাহিন শাহ আফ্রিদিকে স্ট্রেইট ড্রাইভ করতে যান কুশল মেন্ডিস। কট এন্ড বোল্ডের সুযোগ থাকলেও হাতে ঠিকমতো জমাতে পারেননি শাহীন। সুযোগ পেয়ে ঠিক তার পরের বলেই থার্ড ম্যানের ওপর দিয়ে ছক্কা মারেন মেন্ডিস।
এই শাহিনকেই আরও একবার সুযোগ দেন মেন্ডিস। সপ্তম ওভারের পঞ্চম বলে সোজা ব্যাকওয়ার্ড পয়েন্টে শট করেন মেন্ডিস। তবে বুক বরাবর আসা বল তালুবন্দী করতে পারেননি ইমাম উল হক। শুরুর এই জোড়া ক্যাচ মিসের ধাক্কা সামলে উঠতে থাকে লঙ্কানরা। অষ্টম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে ছক্কা ও চার মারেন পাথুম নিশাঙ্কা। প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে লঙ্কানরা করে ৫৮ রান।
পাওয়ারপ্লের পর নিশাঙ্কা এরপর চড়াও হয়েছেন হারিস রউফের ওপর। ১২ তম ওভারের শেষ দুই বলে টানা দুটি চার মারেন নিশাঙ্কা। প্রথম পাওয়ারপ্লের জোড়া সুযোগ হারানোর পর পাকিস্তান এরপর হাতছাড়া করে আরও একটি সুযোগ। ১৬ তম ওভারের প্রথম বলে শাদাব খানের বল পয়েন্টে ঠেলে দেন মেন্ডিস। দ্বিধাদ্বন্দ্ব সত্ত্বেও দৌড় দেন মেন্ডিস-নিশাঙ্কা দুজনই। শর্ট থার্ড ম্যান থেকে করা ডিরেক্ট থ্রো স্ট্রাইক প্রান্তে লাগাতে পারেননি পাকিস্তানের ফিল্ডার। তাতে রান আউট থেকে বেঁচে যান নিশাঙ্কা। এরপর এই ওভারের চতুর্থ বলেই মিড উইকেট দিয়ে বিশাল ছক্কা মারেন মেন্ডিস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৭ রান করেছে শ্রীলঙ্কা। মেন্ডিস ৫০ রান ও নিশাঙ্কা ৫১ রানে ব্যাটিং করছেন।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাটিং পাওয়া লঙ্কানরা চড়াও হয়ে খেলছে পাকিস্তানের বোলারদের ওপর। তাতে পাকিস্তানের পিচ্ছিল হাতের অবদান রয়েছে।
প্রথমে ব্যাটিং করা শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি ভেঙে গেছে ৫ রানেই। দ্বিতীয় ওভারের প্রথম বলে হাসান আলিকে পয়েন্ট দিয়ে কাট করতে যান কুশল পেরেরা। লাফিয়ে ওঠা বল ক্যাচ ধরেছেন পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। এরপর ব্যাটিংয়ে আসেন কুশল মেন্ডিস। শ্রীলঙ্কার স্কোর হতে পারত ২ উইকেটে ২৩ রান। পঞ্চম ওভারের চতুর্থ বলে শাহিন শাহ আফ্রিদিকে স্ট্রেইট ড্রাইভ করতে যান কুশল মেন্ডিস। কট এন্ড বোল্ডের সুযোগ থাকলেও হাতে ঠিকমতো জমাতে পারেননি শাহীন। সুযোগ পেয়ে ঠিক তার পরের বলেই থার্ড ম্যানের ওপর দিয়ে ছক্কা মারেন মেন্ডিস।
এই শাহিনকেই আরও একবার সুযোগ দেন মেন্ডিস। সপ্তম ওভারের পঞ্চম বলে সোজা ব্যাকওয়ার্ড পয়েন্টে শট করেন মেন্ডিস। তবে বুক বরাবর আসা বল তালুবন্দী করতে পারেননি ইমাম উল হক। শুরুর এই জোড়া ক্যাচ মিসের ধাক্কা সামলে উঠতে থাকে লঙ্কানরা। অষ্টম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে ছক্কা ও চার মারেন পাথুম নিশাঙ্কা। প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে লঙ্কানরা করে ৫৮ রান।
পাওয়ারপ্লের পর নিশাঙ্কা এরপর চড়াও হয়েছেন হারিস রউফের ওপর। ১২ তম ওভারের শেষ দুই বলে টানা দুটি চার মারেন নিশাঙ্কা। প্রথম পাওয়ারপ্লের জোড়া সুযোগ হারানোর পর পাকিস্তান এরপর হাতছাড়া করে আরও একটি সুযোগ। ১৬ তম ওভারের প্রথম বলে শাদাব খানের বল পয়েন্টে ঠেলে দেন মেন্ডিস। দ্বিধাদ্বন্দ্ব সত্ত্বেও দৌড় দেন মেন্ডিস-নিশাঙ্কা দুজনই। শর্ট থার্ড ম্যান থেকে করা ডিরেক্ট থ্রো স্ট্রাইক প্রান্তে লাগাতে পারেননি পাকিস্তানের ফিল্ডার। তাতে রান আউট থেকে বেঁচে যান নিশাঙ্কা। এরপর এই ওভারের চতুর্থ বলেই মিড উইকেট দিয়ে বিশাল ছক্কা মারেন মেন্ডিস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৭ রান করেছে শ্রীলঙ্কা। মেন্ডিস ৫০ রান ও নিশাঙ্কা ৫১ রানে ব্যাটিং করছেন।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৩ ঘণ্টা আগে