
বাংলাদেশের মেয়েদের বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে রোমাঞ্চকর টাইয়ের পর থেকে আলোচনায় ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর। রান তাড়া করতে নেমে ১৪ রানে এলবিডব্লু হন তিনি। তবে আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে মাঠেই ক্ষোভ ঝাড়েন। এমনকি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে উদ্দেশ করে কটূক্তি করেন কৌর। যা মোটেও খেলোয়াড়সুলভ নয়।
ভারতীয় ব্যাটারের এমন অশোভন আচরণে ক্ষুব্ধ ক্রিকেট বিশ্ব। তাঁর নিজ দেশের সাবেক ক্রিকেটাররাও আহত হয়েছেন এ ব্যাপারে। এমনকি তাঁরা হারমানপ্রীতের সমালোচনা করতেও ছাড়েননি। অবশ্য এমন আচরণের শাস্তিও পেয়েছেন ভারতীয় অধিনায়ক। আইসিসির ভিন্ন দুই নিয়মভঙ্গে ৪টি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি। লেভেল ২ ভঙ্গের অভিযোগে ৫০ শতাংশ এবং লেভেল ১ ভঙ্গের দায়ে ২৫ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে তাঁর। গতকাল দুই ম্যাচের নিষেধাজ্ঞাও পান হারমানপ্রীত।
তবে এ শাস্তি কম হয়েছে মনে করেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি। হারমানপ্রীতের আচরণে হতাশ হয়েছেন তিনি। পাকিস্তানের সামা টিভির ‘গেট সেট ম্যাচ’ অনুষ্ঠানে দেশটির সাবেক অধিনায়ক জানান, হারমানপ্রীতের ম্যাচ ফির ৭৫ শতাংশ কেটে নেওয়া শাস্তি হিসেবে কম হয়েছে। তিনি বলেন, ‘যা শুনেছি, তাতে ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয় এবং ১-২ ম্যাচ নিষিদ্ধ করা হয়।’
হারমানপ্রীতকে উদ্দেশ করে আফ্রিদি সেই অনুষ্ঠানে আরও বলেন, ‘এটা কেবল ভারতে নয়। আমরা এমন ঘটনা অতীতেও দেখেছি। যদিও নারী ক্রিকেটে সচরাচর এমন কিছু দেখা যায় না। এটা খুব বাড়াবাড়ি হয়ে গেছে। আইসিসির অধীনে এটা একটা বড় ইভেন্ট ছিল। এই শাস্তির মাধ্যমে, আপনি ভবিষ্যতের জন্য একটি উদাহরণই স্থাপন করলেন। আপনি ক্রিকেটে আক্রমণাত্মক হতে পারেন। ক্রিকেটে নিয়ন্ত্রিত আগ্রাসী মনোভাব ভালো, তবে এটা খুব বেশি হয়ে গেছে।’

বাংলাদেশের মেয়েদের বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে রোমাঞ্চকর টাইয়ের পর থেকে আলোচনায় ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর। রান তাড়া করতে নেমে ১৪ রানে এলবিডব্লু হন তিনি। তবে আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে মাঠেই ক্ষোভ ঝাড়েন। এমনকি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে উদ্দেশ করে কটূক্তি করেন কৌর। যা মোটেও খেলোয়াড়সুলভ নয়।
ভারতীয় ব্যাটারের এমন অশোভন আচরণে ক্ষুব্ধ ক্রিকেট বিশ্ব। তাঁর নিজ দেশের সাবেক ক্রিকেটাররাও আহত হয়েছেন এ ব্যাপারে। এমনকি তাঁরা হারমানপ্রীতের সমালোচনা করতেও ছাড়েননি। অবশ্য এমন আচরণের শাস্তিও পেয়েছেন ভারতীয় অধিনায়ক। আইসিসির ভিন্ন দুই নিয়মভঙ্গে ৪টি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি। লেভেল ২ ভঙ্গের অভিযোগে ৫০ শতাংশ এবং লেভেল ১ ভঙ্গের দায়ে ২৫ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে তাঁর। গতকাল দুই ম্যাচের নিষেধাজ্ঞাও পান হারমানপ্রীত।
তবে এ শাস্তি কম হয়েছে মনে করেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি। হারমানপ্রীতের আচরণে হতাশ হয়েছেন তিনি। পাকিস্তানের সামা টিভির ‘গেট সেট ম্যাচ’ অনুষ্ঠানে দেশটির সাবেক অধিনায়ক জানান, হারমানপ্রীতের ম্যাচ ফির ৭৫ শতাংশ কেটে নেওয়া শাস্তি হিসেবে কম হয়েছে। তিনি বলেন, ‘যা শুনেছি, তাতে ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয় এবং ১-২ ম্যাচ নিষিদ্ধ করা হয়।’
হারমানপ্রীতকে উদ্দেশ করে আফ্রিদি সেই অনুষ্ঠানে আরও বলেন, ‘এটা কেবল ভারতে নয়। আমরা এমন ঘটনা অতীতেও দেখেছি। যদিও নারী ক্রিকেটে সচরাচর এমন কিছু দেখা যায় না। এটা খুব বাড়াবাড়ি হয়ে গেছে। আইসিসির অধীনে এটা একটা বড় ইভেন্ট ছিল। এই শাস্তির মাধ্যমে, আপনি ভবিষ্যতের জন্য একটি উদাহরণই স্থাপন করলেন। আপনি ক্রিকেটে আক্রমণাত্মক হতে পারেন। ক্রিকেটে নিয়ন্ত্রিত আগ্রাসী মনোভাব ভালো, তবে এটা খুব বেশি হয়ে গেছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
১৩ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে