ক্রীড়া ডেস্ক
আইপিএল মানেই চার-ছক্কার বন্যা, অঢেল টাকা-পয়সার ছড়াছড়ি। অল্প সময়ে অধিক টাকা উপার্জন করা যায় বলে বিশ্বের অধিকাংশ ক্রিকেটারই খেলতে মুখিয়ে থাকেন। ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের নতুন অধিনায়ক হ্যারি ব্রুক এখানেই একটু আলাদা।
২০২৫ আইপিএল সামনে রেখে গত বছরের নভেম্বরে জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলাম থেকে দিল্লি ক্যাপিটালস কিনেছিল ব্রুককে। ইংল্যান্ডের তারকা ক্রিকেটারকে কিনতে দিল্লি খরচ করেছিল ৫ লাখ ৯০ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় সেটা ৯ কোটি ২৫ লাখ টাকা। কিন্তু টুর্নামেন্ট শুরুর কিছু দিন আগে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেন ব্রুক।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া জস বাটলারের শূন্যস্থান পূরণ করেছেন ব্রুক। অধিনায়ক হওয়ার পর
লিডসে গতকাল সাংবাদিকদের ব্রুক বলেছেন আইপিএলের সেই পুরোনো কাহিনি। ২৬ বছর বয়সী ইংল্যান্ডের এই ক্রিকেটার বলেন, ‘অবশ্যই এটা তেমন কিছু নয়। ইংল্যান্ডের হয়েই শুধু খেলতে চাই। যেভাবে গত কয়েক বছর দেশের প্রতিনিধিত্ব করেছি, সেটা এখনো করতে চাই।’
আইপিএলসহ বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে ক্রিকেটাররা যেখানে মুখিয়ে থাকেন, ব্রুক সবকিছু ছাপিয়ে ইংল্যান্ডের জার্সিকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। ইংল্যান্ডের এই মারকুটে ব্যাটার বলেন, ‘ইংল্যান্ডই আমার কাছে প্রথম অগ্রাধিকার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে অল্প সময়ের জন্য পিছিয়ে রাখছি। দিন শেষে অন্য যেকোনো কিছুর চেয়ে ইংল্যান্ডের হয়ে খেলতে বেশি উপভোগ করি। জাতীয় দলের স্বার্থে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে কিছু টাকা হারানো লাগলেও সেটা মেনে নেব।’
২২ মার্চ কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হয়েছে আইপিএল। রাওয়ালপিন্ডিতে আগামীকাল শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আইপিএল শেষ হবে ২৫ মে। আর পিএসএলের ফাইনাল ১৮ মে। অন্যদিকে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সাদা বলের ক্রিকেটের সিরিজ শুরু হচ্ছে ২৯ মে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দল দুটি।
সীমিত ওভারের ক্রিকেটে সদ্য অধিনায়কত্ব পাওয়া ব্রুকের দায়িত্ব এখন আরও বেশি। লিডসে গতকাল সেটাই মনে করিয়ে দিলেন ইংল্যান্ডের এই ক্রিকেটার। ব্রুক বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট একেবারেই ছাড়িনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটের সূচির দিকে তাকালে দেখা যাবে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে আমার কাছে তেমন একটা সময় নেই। সময় বের করার সুযোগও পাচ্ছি না।’
এবারের আগে গত বছরও আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ব্রুক। টানা দুইবার নাম প্রত্যাহার করে নেওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল থেকে তাঁকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে। ইংল্যান্ডকে এর আগেও নেতৃত্ব দিয়েছিলেন ব্রুক। ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তাঁর নেতৃত্বে সুপার লিগের প্লে-অফ সেমিফাইনালে খেলেছিল ইংল্যান্ড। আর বাটলার চোটে পড়ায় গত বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো অধিনায়ক হয়েছিলেন ব্রুক। ইংল্যান্ড সেই ওয়ানডে সিরিজ হেরেছিল ৩-২ ব্যবধানে।
আইপিএল মানেই চার-ছক্কার বন্যা, অঢেল টাকা-পয়সার ছড়াছড়ি। অল্প সময়ে অধিক টাকা উপার্জন করা যায় বলে বিশ্বের অধিকাংশ ক্রিকেটারই খেলতে মুখিয়ে থাকেন। ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের নতুন অধিনায়ক হ্যারি ব্রুক এখানেই একটু আলাদা।
২০২৫ আইপিএল সামনে রেখে গত বছরের নভেম্বরে জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলাম থেকে দিল্লি ক্যাপিটালস কিনেছিল ব্রুককে। ইংল্যান্ডের তারকা ক্রিকেটারকে কিনতে দিল্লি খরচ করেছিল ৫ লাখ ৯০ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় সেটা ৯ কোটি ২৫ লাখ টাকা। কিন্তু টুর্নামেন্ট শুরুর কিছু দিন আগে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেন ব্রুক।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া জস বাটলারের শূন্যস্থান পূরণ করেছেন ব্রুক। অধিনায়ক হওয়ার পর
লিডসে গতকাল সাংবাদিকদের ব্রুক বলেছেন আইপিএলের সেই পুরোনো কাহিনি। ২৬ বছর বয়সী ইংল্যান্ডের এই ক্রিকেটার বলেন, ‘অবশ্যই এটা তেমন কিছু নয়। ইংল্যান্ডের হয়েই শুধু খেলতে চাই। যেভাবে গত কয়েক বছর দেশের প্রতিনিধিত্ব করেছি, সেটা এখনো করতে চাই।’
আইপিএলসহ বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে ক্রিকেটাররা যেখানে মুখিয়ে থাকেন, ব্রুক সবকিছু ছাপিয়ে ইংল্যান্ডের জার্সিকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। ইংল্যান্ডের এই মারকুটে ব্যাটার বলেন, ‘ইংল্যান্ডই আমার কাছে প্রথম অগ্রাধিকার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে অল্প সময়ের জন্য পিছিয়ে রাখছি। দিন শেষে অন্য যেকোনো কিছুর চেয়ে ইংল্যান্ডের হয়ে খেলতে বেশি উপভোগ করি। জাতীয় দলের স্বার্থে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে কিছু টাকা হারানো লাগলেও সেটা মেনে নেব।’
২২ মার্চ কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হয়েছে আইপিএল। রাওয়ালপিন্ডিতে আগামীকাল শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আইপিএল শেষ হবে ২৫ মে। আর পিএসএলের ফাইনাল ১৮ মে। অন্যদিকে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সাদা বলের ক্রিকেটের সিরিজ শুরু হচ্ছে ২৯ মে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দল দুটি।
সীমিত ওভারের ক্রিকেটে সদ্য অধিনায়কত্ব পাওয়া ব্রুকের দায়িত্ব এখন আরও বেশি। লিডসে গতকাল সেটাই মনে করিয়ে দিলেন ইংল্যান্ডের এই ক্রিকেটার। ব্রুক বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট একেবারেই ছাড়িনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটের সূচির দিকে তাকালে দেখা যাবে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে আমার কাছে তেমন একটা সময় নেই। সময় বের করার সুযোগও পাচ্ছি না।’
এবারের আগে গত বছরও আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ব্রুক। টানা দুইবার নাম প্রত্যাহার করে নেওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল থেকে তাঁকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে। ইংল্যান্ডকে এর আগেও নেতৃত্ব দিয়েছিলেন ব্রুক। ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তাঁর নেতৃত্বে সুপার লিগের প্লে-অফ সেমিফাইনালে খেলেছিল ইংল্যান্ড। আর বাটলার চোটে পড়ায় গত বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো অধিনায়ক হয়েছিলেন ব্রুক। ইংল্যান্ড সেই ওয়ানডে সিরিজ হেরেছিল ৩-২ ব্যবধানে।
তৃতীয় দিন শেষে সিলেট টেস্ট বেশ জমেই উঠেছে। প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে ২৭৩ রান করে ৮২ রানের লিড নিয়ে নিয়েছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ৪ উইকেটে ১৯৪ তুলে এরই মধ্যে ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। হাতে এখনো ৬ উইকেট। একটা চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার সম্ভাবনা জাগিয়ে রেখেছে
৫ ঘণ্টা আগেঅতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
৭ ঘণ্টা আগেটেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন
৭ ঘণ্টা আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
৮ ঘণ্টা আগে