নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৯৩ রানের ইনিংসের সৌজন্যে ওয়ানডেতে ৭ হাজারি ক্লাবে নাম লেখান সাকিব আল হাসান। এর আগে ইংল্যান্ড সিরিজে ওয়ানডেতে ৩০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন বিশ্বসেরা অলরাউন্ডার।
সনাথ জয়সুরিয়া ও শহিদ আফ্রিদির পর ওয়ানডেতে তৃতীয় ক্রিকেটার হিসেবে ৭০০০ রান ও ৩০০ উইকেট শিকারি হয়েছেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের এমন অসাধারণ কীর্তির জন্য তাঁকে বিশেষ সম্মাননা স্মারক দিয়েছে বিসিবি। বাংলাদেশ দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে সেই স্মারক তুলে দিয়েছেন সাকিবের হাতে।
এ সময় হাথুরু বলেন, ‘সাকিব, বেশির ভাগ সময় বাংলাদেশে খেলে, এখানে রান করা সহজ বিষয় না। এর আগে (বাংলাদেশের চেয়ে) ভালো বোলিং আক্রমণ ছিল এমন দলের বিপক্ষে খেলেছে, যা এখন হয় না ৷ অন্তত গত পাঁচ-ছয় বছর ধরে নয়, তবে হতে পারে। তুমি যখন (ক্যারিয়ারে) শুরু করেছিলে, তখন এটা সহজ ছিল না।’
হাথুরু মনে করেন, ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় খেললে এই রান ১০-১২ হাজার হতে পারত। বাংলাদেশ কোচ বলেন, ‘এখানে অনেক রান করা সহজ নয়। যদি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারতে খেলতে, তাহলে তোমার প্রতিভা অনুযায়ী ১০ হাজার, ১২ হাজার রান হতো। এটা অনেক বড় অর্জন।’
বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকেও। আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৬০ বলে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। ১০০ রানের সৌজন্যে মুশফিক ওয়ানডেতে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ৭০০০ রানের ক্লাবেও নাম লিখিয়েছেন। এর জন্য তিনি খেলেছেন ২৩০ ইনিংস। ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স তাঁকে স্মারক তুলে দেন।
তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে তামিম ইকবালের ১৫০০০ রান হয় আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। ওয়ানডে অধিনায়কের হাতে সম্মাননা স্মারক তুলে দেন হাথুরুসিংহে।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৯৩ রানের ইনিংসের সৌজন্যে ওয়ানডেতে ৭ হাজারি ক্লাবে নাম লেখান সাকিব আল হাসান। এর আগে ইংল্যান্ড সিরিজে ওয়ানডেতে ৩০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন বিশ্বসেরা অলরাউন্ডার।
সনাথ জয়সুরিয়া ও শহিদ আফ্রিদির পর ওয়ানডেতে তৃতীয় ক্রিকেটার হিসেবে ৭০০০ রান ও ৩০০ উইকেট শিকারি হয়েছেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের এমন অসাধারণ কীর্তির জন্য তাঁকে বিশেষ সম্মাননা স্মারক দিয়েছে বিসিবি। বাংলাদেশ দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে সেই স্মারক তুলে দিয়েছেন সাকিবের হাতে।
এ সময় হাথুরু বলেন, ‘সাকিব, বেশির ভাগ সময় বাংলাদেশে খেলে, এখানে রান করা সহজ বিষয় না। এর আগে (বাংলাদেশের চেয়ে) ভালো বোলিং আক্রমণ ছিল এমন দলের বিপক্ষে খেলেছে, যা এখন হয় না ৷ অন্তত গত পাঁচ-ছয় বছর ধরে নয়, তবে হতে পারে। তুমি যখন (ক্যারিয়ারে) শুরু করেছিলে, তখন এটা সহজ ছিল না।’
হাথুরু মনে করেন, ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় খেললে এই রান ১০-১২ হাজার হতে পারত। বাংলাদেশ কোচ বলেন, ‘এখানে অনেক রান করা সহজ নয়। যদি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারতে খেলতে, তাহলে তোমার প্রতিভা অনুযায়ী ১০ হাজার, ১২ হাজার রান হতো। এটা অনেক বড় অর্জন।’
বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকেও। আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৬০ বলে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। ১০০ রানের সৌজন্যে মুশফিক ওয়ানডেতে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ৭০০০ রানের ক্লাবেও নাম লিখিয়েছেন। এর জন্য তিনি খেলেছেন ২৩০ ইনিংস। ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স তাঁকে স্মারক তুলে দেন।
তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে তামিম ইকবালের ১৫০০০ রান হয় আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। ওয়ানডে অধিনায়কের হাতে সম্মাননা স্মারক তুলে দেন হাথুরুসিংহে।

জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর নামের পাশে যুক্ত হতে পারত আরও একটি গোল। ১০০০ গোলের যে মিশনে তিনি নেমেছেন, তাতে এগিয়ে যেতে পারতেন আরও এক ধাপ। আল শাবাবের রক্ষণভাগে তিনি পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গোলটা তিনি করতে পারেননি।
২ ঘণ্টা আগে
ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। ইন্দোরে আজ বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে। আজ শেষ হবে বিপিএলের লিগ পর্ব। মিরপুরে বাংলাদেশ সময় বেলা ১টায় শুরু হবে রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস ম্যাচ।
৩ ঘণ্টা আগে