Ajker Patrika

‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-ভারতে খেললে ১০-১২ হাজার রান হতো সাকিবের’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ মার্চ ২০২৩, ১২: ২৯
‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-ভারতে খেললে ১০-১২ হাজার রান হতো সাকিবের’

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৯৩ রানের ইনিংসের সৌজন্যে ওয়ানডেতে ৭ হাজারি ক্লাবে নাম লেখান সাকিব আল হাসান। এর আগে ইংল্যান্ড সিরিজে ওয়ানডেতে ৩০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন বিশ্বসেরা অলরাউন্ডার।

সনাথ জয়সুরিয়া ও শহিদ আফ্রিদির পর ওয়ানডেতে তৃতীয় ক্রিকেটার হিসেবে ৭০০০ রান ও ৩০০ উইকেট শিকারি হয়েছেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের এমন অসাধারণ কীর্তির জন্য তাঁকে বিশেষ সম্মাননা স্মারক দিয়েছে বিসিবি। বাংলাদেশ দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে সেই স্মারক তুলে দিয়েছেন সাকিবের হাতে।

এ সময় হাথুরু বলেন, ‘সাকিব, বেশির ভাগ সময় বাংলাদেশে খেলে, এখানে রান করা সহজ বিষয় না। এর আগে (বাংলাদেশের চেয়ে) ভালো বোলিং আক্রমণ ছিল এমন দলের বিপক্ষে খেলেছে, যা এখন হয় না ৷ অন্তত গত পাঁচ-ছয় বছর ধরে নয়, তবে হতে পারে। তুমি যখন (ক্যারিয়ারে) শুরু করেছিলে, তখন এটা সহজ ছিল না।’

হাথুরু মনে করেন, ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় খেললে এই রান ১০-১২ হাজার হতে পারত। বাংলাদেশ কোচ বলেন, ‘এখানে অনেক রান করা সহজ নয়। যদি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারতে খেলতে, তাহলে তোমার প্রতিভা অনুযায়ী ১০ হাজার, ১২ হাজার রান হতো। এটা অনেক বড় অর্জন।’

বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকেও। আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৬০ বলে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। ১০০ রানের সৌজন্যে মুশফিক ওয়ানডেতে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ৭০০০ রানের ক্লাবেও নাম লিখিয়েছেন। এর জন্য তিনি খেলেছেন ২৩০ ইনিংস। ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স তাঁকে স্মারক তুলে দেন।

তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে তামিম ইকবালের ১৫০০০ রান হয় আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। ওয়ানডে অধিনায়কের হাতে সম্মাননা স্মারক তুলে দেন হাথুরুসিংহে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত