নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৯৩ রানের ইনিংসের সৌজন্যে ওয়ানডেতে ৭ হাজারি ক্লাবে নাম লেখান সাকিব আল হাসান। এর আগে ইংল্যান্ড সিরিজে ওয়ানডেতে ৩০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন বিশ্বসেরা অলরাউন্ডার।
সনাথ জয়সুরিয়া ও শহিদ আফ্রিদির পর ওয়ানডেতে তৃতীয় ক্রিকেটার হিসেবে ৭০০০ রান ও ৩০০ উইকেট শিকারি হয়েছেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের এমন অসাধারণ কীর্তির জন্য তাঁকে বিশেষ সম্মাননা স্মারক দিয়েছে বিসিবি। বাংলাদেশ দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে সেই স্মারক তুলে দিয়েছেন সাকিবের হাতে।
এ সময় হাথুরু বলেন, ‘সাকিব, বেশির ভাগ সময় বাংলাদেশে খেলে, এখানে রান করা সহজ বিষয় না। এর আগে (বাংলাদেশের চেয়ে) ভালো বোলিং আক্রমণ ছিল এমন দলের বিপক্ষে খেলেছে, যা এখন হয় না ৷ অন্তত গত পাঁচ-ছয় বছর ধরে নয়, তবে হতে পারে। তুমি যখন (ক্যারিয়ারে) শুরু করেছিলে, তখন এটা সহজ ছিল না।’
হাথুরু মনে করেন, ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় খেললে এই রান ১০-১২ হাজার হতে পারত। বাংলাদেশ কোচ বলেন, ‘এখানে অনেক রান করা সহজ নয়। যদি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারতে খেলতে, তাহলে তোমার প্রতিভা অনুযায়ী ১০ হাজার, ১২ হাজার রান হতো। এটা অনেক বড় অর্জন।’
বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকেও। আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৬০ বলে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। ১০০ রানের সৌজন্যে মুশফিক ওয়ানডেতে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ৭০০০ রানের ক্লাবেও নাম লিখিয়েছেন। এর জন্য তিনি খেলেছেন ২৩০ ইনিংস। ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স তাঁকে স্মারক তুলে দেন।
তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে তামিম ইকবালের ১৫০০০ রান হয় আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। ওয়ানডে অধিনায়কের হাতে সম্মাননা স্মারক তুলে দেন হাথুরুসিংহে।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৯৩ রানের ইনিংসের সৌজন্যে ওয়ানডেতে ৭ হাজারি ক্লাবে নাম লেখান সাকিব আল হাসান। এর আগে ইংল্যান্ড সিরিজে ওয়ানডেতে ৩০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন বিশ্বসেরা অলরাউন্ডার।
সনাথ জয়সুরিয়া ও শহিদ আফ্রিদির পর ওয়ানডেতে তৃতীয় ক্রিকেটার হিসেবে ৭০০০ রান ও ৩০০ উইকেট শিকারি হয়েছেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের এমন অসাধারণ কীর্তির জন্য তাঁকে বিশেষ সম্মাননা স্মারক দিয়েছে বিসিবি। বাংলাদেশ দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে সেই স্মারক তুলে দিয়েছেন সাকিবের হাতে।
এ সময় হাথুরু বলেন, ‘সাকিব, বেশির ভাগ সময় বাংলাদেশে খেলে, এখানে রান করা সহজ বিষয় না। এর আগে (বাংলাদেশের চেয়ে) ভালো বোলিং আক্রমণ ছিল এমন দলের বিপক্ষে খেলেছে, যা এখন হয় না ৷ অন্তত গত পাঁচ-ছয় বছর ধরে নয়, তবে হতে পারে। তুমি যখন (ক্যারিয়ারে) শুরু করেছিলে, তখন এটা সহজ ছিল না।’
হাথুরু মনে করেন, ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় খেললে এই রান ১০-১২ হাজার হতে পারত। বাংলাদেশ কোচ বলেন, ‘এখানে অনেক রান করা সহজ নয়। যদি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারতে খেলতে, তাহলে তোমার প্রতিভা অনুযায়ী ১০ হাজার, ১২ হাজার রান হতো। এটা অনেক বড় অর্জন।’
বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকেও। আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৬০ বলে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। ১০০ রানের সৌজন্যে মুশফিক ওয়ানডেতে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ৭০০০ রানের ক্লাবেও নাম লিখিয়েছেন। এর জন্য তিনি খেলেছেন ২৩০ ইনিংস। ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স তাঁকে স্মারক তুলে দেন।
তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে তামিম ইকবালের ১৫০০০ রান হয় আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। ওয়ানডে অধিনায়কের হাতে সম্মাননা স্মারক তুলে দেন হাথুরুসিংহে।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে