
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান চোটে দলের বাইরে থাকায় ভারতের বিপক্ষে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব সামলেছেন নাজমুল হোসেন শান্ত। ৫১ বল আগেই ভারতের কাছে ৭ উইকেটের হারে দায়টা ব্যাটারদেরই দিলেন শান্ত। একটা ভালো জয়ে টানা হারের বৃত্ত থেকে বেড়িয়ে আসা সম্ভব বলে মনে করেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক।
বিশ্বকাপে এসে নাজমুল হোসেন শান্ত নিজেকে হারিয়ে খুঁজছেন। পথ হারিয়েছেন বাংলাদেশের ব্যাটাররাও। ব্যাটারদের ব্যর্থতায় ভারতের কাছে বড় পরাজয়ে বিশ্বকাপে টানা তিন ম্যাচে হারল সেমিফাইনালের স্বপ্ন নিয়ে খেলতে আশা বাংলাদেশ।
উদ্বোধনী জুটিতে ৯৩ রান আসার পরও বাংলাদেশ ভারতকে কোনোরকমে টেনেটুনে দিয়েছিল ২৫৭ রানের লক্ষ্য। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের ব্যাটিং স্বর্গে বিরাট কোহলির ৪৮ তম ওয়ানডে সেঞ্চুরিতে সহজেই সেই লক্ষ্য ছুঁয়েছে ভারত।
আগের তিন ম্যাচে ওপেনাররা বড় রান করতে না পারলেও আজ পুনেতে ফিফটি পেয়েছেন দুই ওপেনার তানজিদ হাসান ও লিটন কুমার দাস। বাংলাদেশ বড় রান পায়নি মিডলঅর্ডারের ব্যাটিং ধসে। শান্ত তিন ম্যাচ ধরে রান পাচ্ছেন না। তৌহিদ হৃদয়ও হারিয়েছেন রান করার ক্ষমতা।
ব্যাটিং স্বর্গে বড় রান করতে না পারার দায় ব্যাটারদের দিয়ে শান্ত বলেছেন, ‘আমি যেটা উপলব্ধি করতে পারছি সেটা হলো আমরা ভালো ব্যাটিং করিনি। আশা করি সামনে আমরা সামনে ভালো খেলব। তানজিদ ভালো ব্যাটিং করেছে, পেসাররাও ভালো খেলেছে। আমরাই ভালো ফিনিশিং দিতে পারিনি। যদি তানজিদ ও লিটন যদি আরও লম্বা সময় ব্যাটিং করত তাহলে আমরা আরও বড় রান করতে পারতাম। আশা করি ব্যাটাররা পরের ম্যাচে আরও দায়িত্ব নিয়ে খেলবে।’
নিয়মিত অধিনায়ক সাকিবের চোট নিয়ে খবর জানিয়েছেন শান্ত, ‘সাকিব দ্রুত সুস্থ হয়ে উঠছেন। আশা করি পরের ম্যাচের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন।’

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান চোটে দলের বাইরে থাকায় ভারতের বিপক্ষে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব সামলেছেন নাজমুল হোসেন শান্ত। ৫১ বল আগেই ভারতের কাছে ৭ উইকেটের হারে দায়টা ব্যাটারদেরই দিলেন শান্ত। একটা ভালো জয়ে টানা হারের বৃত্ত থেকে বেড়িয়ে আসা সম্ভব বলে মনে করেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক।
বিশ্বকাপে এসে নাজমুল হোসেন শান্ত নিজেকে হারিয়ে খুঁজছেন। পথ হারিয়েছেন বাংলাদেশের ব্যাটাররাও। ব্যাটারদের ব্যর্থতায় ভারতের কাছে বড় পরাজয়ে বিশ্বকাপে টানা তিন ম্যাচে হারল সেমিফাইনালের স্বপ্ন নিয়ে খেলতে আশা বাংলাদেশ।
উদ্বোধনী জুটিতে ৯৩ রান আসার পরও বাংলাদেশ ভারতকে কোনোরকমে টেনেটুনে দিয়েছিল ২৫৭ রানের লক্ষ্য। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের ব্যাটিং স্বর্গে বিরাট কোহলির ৪৮ তম ওয়ানডে সেঞ্চুরিতে সহজেই সেই লক্ষ্য ছুঁয়েছে ভারত।
আগের তিন ম্যাচে ওপেনাররা বড় রান করতে না পারলেও আজ পুনেতে ফিফটি পেয়েছেন দুই ওপেনার তানজিদ হাসান ও লিটন কুমার দাস। বাংলাদেশ বড় রান পায়নি মিডলঅর্ডারের ব্যাটিং ধসে। শান্ত তিন ম্যাচ ধরে রান পাচ্ছেন না। তৌহিদ হৃদয়ও হারিয়েছেন রান করার ক্ষমতা।
ব্যাটিং স্বর্গে বড় রান করতে না পারার দায় ব্যাটারদের দিয়ে শান্ত বলেছেন, ‘আমি যেটা উপলব্ধি করতে পারছি সেটা হলো আমরা ভালো ব্যাটিং করিনি। আশা করি সামনে আমরা সামনে ভালো খেলব। তানজিদ ভালো ব্যাটিং করেছে, পেসাররাও ভালো খেলেছে। আমরাই ভালো ফিনিশিং দিতে পারিনি। যদি তানজিদ ও লিটন যদি আরও লম্বা সময় ব্যাটিং করত তাহলে আমরা আরও বড় রান করতে পারতাম। আশা করি ব্যাটাররা পরের ম্যাচে আরও দায়িত্ব নিয়ে খেলবে।’
নিয়মিত অধিনায়ক সাকিবের চোট নিয়ে খবর জানিয়েছেন শান্ত, ‘সাকিব দ্রুত সুস্থ হয়ে উঠছেন। আশা করি পরের ম্যাচের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৩ ঘণ্টা আগে