Ajker Patrika

হঠাৎ কেন বিপিএল ছাড়ার হুমকি দিল ঢাকা ক্যাপিটালস

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১২: ৩৮
৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে মোহাম্মদ মিঠুনের দল। ছবি: ঢাকা ক্যাপিটালসের ফেসবুক পেজ
৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে মোহাম্মদ মিঠুনের দল। ছবি: ঢাকা ক্যাপিটালসের ফেসবুক পেজ

স্বচ্ছতার বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিভিন্ন ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করার দায়িত্ব আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইন্টিগ্রিটি ইউনিট। বিষয়টি নিয়ে নিয়ম কানুন মানা হচ্ছে না বলে দাবি ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী আতিক ফাহাদের। তাই বিপিএল ছাড়ার প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন তিনি।

ঢাকার হয়ে চলতি বিপিএল খেলছেন রহমানুল্লাহ গুরবাজ ও সাইফ হাসান। অতর্কিতভাবে এই দুজনকে জিজ্ঞাসাবাদ করেছে ইন্টিগ্রিটি ইউনিট। কোনো প্রকার অনুমতি না নিয়ে আফগান ব্যাটারের হোটেল রুমে হানা দিয়েছিল তারা। সাইফকে তো প্রশ্নের মুখে ফেলা হয়েছে ব্যাট-প্যাড পরে মাঠে নামার আগে। এছাড়া জব্দ করা হয়েছে ফাহাদের ফোন। সব মিলিয়ে বেশ বিরক্ত তিনি। এসব চলতে থাকলে ঢাকা টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাহী।

সংবাদমাধ্যমকে ফাহাদ বলেন, ‘সকাল সাতটা কিংবা আটটার দিকে গুরবাজ ঘুমাতে গেছে। তখন হুট করে তাঁর রুমে কয়েকজন ঢুকে পড়ে। বিষয়টি আগে টিম ম্যানেজার বা খেলোয়াড় কাউকেই জানানো হয়নি। শুধু দরজায় নক করেই ঢুকেই পড়েছে। এরপর গুরবাজ এসে বলল কী হচ্ছে এটা? সে তো ১০-১৫ মিনিট সংশয়ে ছিল যে আসলে কী হচ্ছে। কাঁচা ঘুমের কারণে সে বুঝতে পারছিল না। পরে জানতে পারি তারা অ্যান্টি করাপশনের লোকজন ছিল। তারা গুরবাজের ফোন দেখেছে এবং বিভিন্ন প্রশ্ন করেছে।’

পরিস্থিতি ভালো না থাকায় সেটার প্রভাব মাঠে পড়ছে বলে দাবি ফাহাদের, ‘ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়রা যদি মানসিকভাবে স্থিতিশীল না থাকে সেখানে আমরা কি ভালো ফল আশা করতে পারি? প্রতি বছর আমরা ২-৩ কোটি টাকা লোকসান দিয়ে বিপিএল চালিয়ে যাচ্ছি। তার ওপর যদি আমাদের এভাবে মানসিকভাবে নির্যাতন করা হয় তাহলে আমরা কীভাবে ম্যাচে থাকব বা ফ্র্যাঞ্চাইজি লিগ কীভাবে চালিয়ে যাব সে বিষয়ে আমার কোনো ধারণা নেই।’

ঢাকার প্রধান নির্বাহী আরও বলেন, ‘এই পরিস্থিতি চলতে থাকলে আমরা কখনো বিপিএল চালিয়ে যাওয়ার সাহস পাব না। আমি এখানে খরচ করব, ক্ষতি হবে, বিভিন্ন কোম্পানির সিআর ফান্ড এনে ঢুকাব আর যাওয়ার সময় অসম্মান নিয়ে যাব এটা তো হতে পারে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা

রাইস কুকার ব্যবহারের ভুল ও সতর্কতা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত