নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব—দুই স্টেডিয়ামেই প্রতিপক্ষকে কাঁপন ধরিয়েছে বাংলাদেশ। সিলেটে নিউজিল্যান্ড ‘এ’ দলকে বাংলাদেশ ‘এ’ দল হারিয়েছে ৭ উইকেটে। আর কলম্বোর এসএসসিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০০ রানও করতে পারেনি লঙ্কার যুবারা।
ছয় ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ব্যাটিং ধসে বাংলাদেশ হেরেছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের কাছে। তারপর থেকেই দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ—সিরিজের এই তিন ওয়ানডেতে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ জিতেছে দাপটের সঙ্গে। আজ কলম্বোর এসএসসিতে পঞ্চম ওয়ানডেতেও জয়ের দারুণ সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। ১৯৭ রানের লক্ষ্যে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ৩ উইকেটে ২৮ রান করেছে তামিমের দল। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ।
কলম্বোতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক বিমথ দিনসারা। দলীয় ৩৫ রানে ভেঙে যায় শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি। সপ্তম ওভারের পঞ্চম বলে লঙ্কান ওপেনার বিরান চামুদিথাকে ফিরিয়ে জুটি ভাঙেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার রিজান হোসেন।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা শ্রীলঙ্কার একটা পর্যায়ে স্কোর হয়ে যায় ২৪.৪ ওভারে ৫ উইকেটে ১১৩ রান। ষষ্ঠ উইকেটে দিনসারা ও লঙ্কান উইকেটরক্ষক আদাম হিলমি গড়েন ৩৮ রানের জুটি। এটাই শ্রীলঙ্কার ইনিংসে সর্বোচ্চ স্কোর। ৩৩তম ওভারের তৃতীয় বলে দিনসারাকে ফিরিয়ে জুটি ভাঙেন সাদ ইসলাম। ৪৫ রান যোগ করতে তারা হারিয়েছে হাতে থাকা শেষ ৪ উইকেট। ৪৩তম ওভারের তৃতীয় বলে হিলমিকে এলবিডব্লিউ করে লঙ্কানদের ইনিংসের ইতি টানেন ফারহান শাহরিয়ার। তাতে শ্রীলঙ্কা ৪২.৩ ওভারে ১৯৬ রানে গুটিয়ে যায়।
একপ্রান্ত আগলে খেলতে থাকা হিলমির ৫৯ বলে ৫১ রানই শ্রীলঙ্কার ইনিংস সর্বোচ্চ। ৭ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি। বাংলাদেশের সামিউন বশির ১০ ওভারে ৩৫ রানে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন সাদ, ফারহান ও রিজান। দেবাশিষ দেবা পেয়েছেন ১ উইকেট।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব—দুই স্টেডিয়ামেই প্রতিপক্ষকে কাঁপন ধরিয়েছে বাংলাদেশ। সিলেটে নিউজিল্যান্ড ‘এ’ দলকে বাংলাদেশ ‘এ’ দল হারিয়েছে ৭ উইকেটে। আর কলম্বোর এসএসসিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০০ রানও করতে পারেনি লঙ্কার যুবারা।
ছয় ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ব্যাটিং ধসে বাংলাদেশ হেরেছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের কাছে। তারপর থেকেই দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ—সিরিজের এই তিন ওয়ানডেতে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ জিতেছে দাপটের সঙ্গে। আজ কলম্বোর এসএসসিতে পঞ্চম ওয়ানডেতেও জয়ের দারুণ সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। ১৯৭ রানের লক্ষ্যে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ৩ উইকেটে ২৮ রান করেছে তামিমের দল। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ।
কলম্বোতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক বিমথ দিনসারা। দলীয় ৩৫ রানে ভেঙে যায় শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি। সপ্তম ওভারের পঞ্চম বলে লঙ্কান ওপেনার বিরান চামুদিথাকে ফিরিয়ে জুটি ভাঙেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার রিজান হোসেন।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা শ্রীলঙ্কার একটা পর্যায়ে স্কোর হয়ে যায় ২৪.৪ ওভারে ৫ উইকেটে ১১৩ রান। ষষ্ঠ উইকেটে দিনসারা ও লঙ্কান উইকেটরক্ষক আদাম হিলমি গড়েন ৩৮ রানের জুটি। এটাই শ্রীলঙ্কার ইনিংসে সর্বোচ্চ স্কোর। ৩৩তম ওভারের তৃতীয় বলে দিনসারাকে ফিরিয়ে জুটি ভাঙেন সাদ ইসলাম। ৪৫ রান যোগ করতে তারা হারিয়েছে হাতে থাকা শেষ ৪ উইকেট। ৪৩তম ওভারের তৃতীয় বলে হিলমিকে এলবিডব্লিউ করে লঙ্কানদের ইনিংসের ইতি টানেন ফারহান শাহরিয়ার। তাতে শ্রীলঙ্কা ৪২.৩ ওভারে ১৯৬ রানে গুটিয়ে যায়।
একপ্রান্ত আগলে খেলতে থাকা হিলমির ৫৯ বলে ৫১ রানই শ্রীলঙ্কার ইনিংস সর্বোচ্চ। ৭ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি। বাংলাদেশের সামিউন বশির ১০ ওভারে ৩৫ রানে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন সাদ, ফারহান ও রিজান। দেবাশিষ দেবা পেয়েছেন ১ উইকেট।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৫ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৫ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৬ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৮ ঘণ্টা আগে