আজকের পত্রিকা ডেস্ক

ফরচুন বরিশালের জয়রথ ছুটছে তো ছুটছেই। কোনো দলই এবার থামাতে পারছে না তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের নিয়ে গড়া বরিশালকে। ছন্দে থাকা বরিশালের সঙ্গে এবার রংপুর রাইডার্সের শীর্ষস্থানে থাকার লড়াই জমে উঠেছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ খুলনা টাইগার্সকে তামিমের দল হারিয়েছে ৫ উইকেটে।
রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল দুটি দলেরই এবারের বিপিএলে পয়েন্ট ১৬। তবে নেট রানরেটের কারণে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর, দুইয়ে বরিশাল। রংপুর ও বরিশালের নেট রানরেট + ১.০৭০ ও + ১.০৩৩। দুটি দলই খেলেছে ১০টি করে ম্যাচ। পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা দল মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। যে দল প্রথম কোয়ালিফায়ারে জিতবে, তারা সরাসরি ফাইনালে উঠবে। হেরে যাওয়া দলেরও সুযোগ থাকবে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলার।
১৮৮ রানের লক্ষ্যে নেমে দলীয় ১১ রানে ভেঙে যায় বরিশালের উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে তাওহীদ হৃদয়কে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আবু হায়দার রনি। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামা ডেভিড মালানের সঙ্গে জমে ওঠে তামিমের জুটি। দ্বিতীয় উইকেটে ৫৬ বলে ৯১ রানের জুটি গড়েন তামিম ও মালান। ১১ তম ওভারের পঞ্চম বলে তামিমকে ফিরিয়ে জুটি ভাঙেন সালমান ইরশাদ।
তামিম ফেরার পর রানের চাকা ধীর হতে থাকে বরিশালের। নিয়মিত বিরতিতে উইকেটও পড়তে থাকে তাদের। ১৬.৩ ওভারে ৫ উইকেটে ১৫২ রানে পরিণত হয় বরিশাল। এরপর আর তাদের পেছনে ফিরে তাকাতে হয়নি। ষষ্ঠ উইকেটে ১৬ বলে ৩৬ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন মোহাম্মদ নবী ও ফাহিম আশরাফ। ফাহিম ৬ বলে ১ চার ও ২ ছক্কায় ১৮ রান করে অপরাজিত থাকেন।
বরিশালের ইনিংস সর্বোচ্চ ৬৩ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মালান। ৩৭ বলের ইনিংসে ৮ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি। খুলনার রনি নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব ও সালমান। বরিশালের মাহমুদউল্লাহ রিয়াদ হয়েছেন রান আউট।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম। প্রথমে ব্যাটিং পেয়ে খুলনা টাইগার্স নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৭ রান করেছে। ইনিংস সর্বোচ্চ ৫১ রান করেছেন নাঈম শেখ। ২৭ বলের ইনিংসে ৫ চার ও ৩ ছক্কা মেরেছেন। ফাহিম নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন জেমস ফুলার, মোহাম্মদ নবী ও ইবাদত হোসেন চৌধুরী। তবে ইবাদত ও ফাহিম রানের বন্যা বইয়ে দিয়েছেন। দুজনেই ৪ ওভার করে বোলিং করেছেন। ফাহিম ও ইবাদত দিয়েছেন ৪৯ রান ও ৪৫ রান।
প্রথম ৮ ম্যাচের ৮ টিতে জিতে এবারের বিপিএলে সবার আগে প্লে-অফ নিশ্চিত করে রংপুর রাইডার্স। তবে ছন্দে থাকা রংপুর এরপর দুর্বার রাজশাহীর কাছে দুটি ম্যাচই হেরেছে। পয়েন্ট টেবিলের তিন ও চারে থাকা চিটাগং কিংস, দুর্বার রাজশাহী দুটি দলেরই পয়েন্ট ১০। পাঁচ, ছয় ও সাতে থাকা খুলনা টাইগার্স, ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্সের পয়েন্ট ৮,৬ ও ৪। মিরপুরে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হচ্ছে রাজশাহী-সিলেট ম্যাচ।

ফরচুন বরিশালের জয়রথ ছুটছে তো ছুটছেই। কোনো দলই এবার থামাতে পারছে না তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের নিয়ে গড়া বরিশালকে। ছন্দে থাকা বরিশালের সঙ্গে এবার রংপুর রাইডার্সের শীর্ষস্থানে থাকার লড়াই জমে উঠেছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ খুলনা টাইগার্সকে তামিমের দল হারিয়েছে ৫ উইকেটে।
রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল দুটি দলেরই এবারের বিপিএলে পয়েন্ট ১৬। তবে নেট রানরেটের কারণে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর, দুইয়ে বরিশাল। রংপুর ও বরিশালের নেট রানরেট + ১.০৭০ ও + ১.০৩৩। দুটি দলই খেলেছে ১০টি করে ম্যাচ। পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা দল মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। যে দল প্রথম কোয়ালিফায়ারে জিতবে, তারা সরাসরি ফাইনালে উঠবে। হেরে যাওয়া দলেরও সুযোগ থাকবে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলার।
১৮৮ রানের লক্ষ্যে নেমে দলীয় ১১ রানে ভেঙে যায় বরিশালের উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে তাওহীদ হৃদয়কে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আবু হায়দার রনি। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামা ডেভিড মালানের সঙ্গে জমে ওঠে তামিমের জুটি। দ্বিতীয় উইকেটে ৫৬ বলে ৯১ রানের জুটি গড়েন তামিম ও মালান। ১১ তম ওভারের পঞ্চম বলে তামিমকে ফিরিয়ে জুটি ভাঙেন সালমান ইরশাদ।
তামিম ফেরার পর রানের চাকা ধীর হতে থাকে বরিশালের। নিয়মিত বিরতিতে উইকেটও পড়তে থাকে তাদের। ১৬.৩ ওভারে ৫ উইকেটে ১৫২ রানে পরিণত হয় বরিশাল। এরপর আর তাদের পেছনে ফিরে তাকাতে হয়নি। ষষ্ঠ উইকেটে ১৬ বলে ৩৬ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন মোহাম্মদ নবী ও ফাহিম আশরাফ। ফাহিম ৬ বলে ১ চার ও ২ ছক্কায় ১৮ রান করে অপরাজিত থাকেন।
বরিশালের ইনিংস সর্বোচ্চ ৬৩ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মালান। ৩৭ বলের ইনিংসে ৮ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি। খুলনার রনি নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব ও সালমান। বরিশালের মাহমুদউল্লাহ রিয়াদ হয়েছেন রান আউট।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম। প্রথমে ব্যাটিং পেয়ে খুলনা টাইগার্স নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৭ রান করেছে। ইনিংস সর্বোচ্চ ৫১ রান করেছেন নাঈম শেখ। ২৭ বলের ইনিংসে ৫ চার ও ৩ ছক্কা মেরেছেন। ফাহিম নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন জেমস ফুলার, মোহাম্মদ নবী ও ইবাদত হোসেন চৌধুরী। তবে ইবাদত ও ফাহিম রানের বন্যা বইয়ে দিয়েছেন। দুজনেই ৪ ওভার করে বোলিং করেছেন। ফাহিম ও ইবাদত দিয়েছেন ৪৯ রান ও ৪৫ রান।
প্রথম ৮ ম্যাচের ৮ টিতে জিতে এবারের বিপিএলে সবার আগে প্লে-অফ নিশ্চিত করে রংপুর রাইডার্স। তবে ছন্দে থাকা রংপুর এরপর দুর্বার রাজশাহীর কাছে দুটি ম্যাচই হেরেছে। পয়েন্ট টেবিলের তিন ও চারে থাকা চিটাগং কিংস, দুর্বার রাজশাহী দুটি দলেরই পয়েন্ট ১০। পাঁচ, ছয় ও সাতে থাকা খুলনা টাইগার্স, ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্সের পয়েন্ট ৮,৬ ও ৪। মিরপুরে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হচ্ছে রাজশাহী-সিলেট ম্যাচ।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৪ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৪ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৪ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৭ ঘণ্টা আগে