নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শুরু থেকে একটা ব্যাপার আলাদা করে সবার নজর কাড়ছে। স্কোয়াডের বাইরেও বেশ কিছু ক্রিকেটার একসঙ্গে অনুশীলন করছেন। ব্যাপারটা আগে ঘটলেও এতটা ঢাকঢোল পিটিয়ে যে হয়নি বলাই যায়।
শুধু অনুশীলনে থাকার জন্য থাকা নয়, জাতীয় দলের কোচিং স্টাফরা বেশ গুরুত্ব দিয়ে স্কোয়াডের বাইরে থাকা ক্রিকেটারদের সঙ্গে কাজ করছেন। ওয়ানডে সিরিজের আগে গত কদিনের অনুশীলন ক্যাম্পেও একই দৃশ্য দেখা গেছে। স্কোয়াডের বাইরে থাকা সৌম্য সরকার, মেহেদী হাসানরা দলের সঙ্গে অনুশীলন করেছেন।
ঈদের আগে আজ বাংলাদেশ দলের শেষ দিনের অনুশীলন শেষে সহকারী কোচ নিক পোথাস জানিয়েছেন, বিকল্প তৈরি রাখতেই ক্যাম্পে বাড়তি ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে। তিনি বলেছেন, ‘এটা হচ্ছে ক্রিকেটারদের সুযোগ দেওয়ার একটা উপায়। তারা যেন এটা না ভাবে যে, তারা গ্রুপের বাইরে। এখান থেকে আমাদের বিকল্পও তৈরি হচ্ছে। কেউ যদি চোটে পড়ে, আমাদের যেন এমন পরিস্থিতিতে পড়তে না হয়, কাউকে না দেখেই ডাকতে হচ্ছে। এ জন্য আমরা তাদের সেরা সুযোগ-সুবিধা দিয়ে অনুশীলনের সুযোগ করে দিচ্ছি, যদি কোনো পরিস্থিতিতে তাদের দরকার হয়। আমরা যতটা সম্ভব তাদের যুক্ত করার চেষ্টা করছি। আমাদের প্রধান কোচের পরিকল্পনা খুবই পরিষ্কার।’
বাড়তি ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে সৌম্য সরকারের অন্তর্ভুক্তি বিস্ময় জাগিয়েছে। বেশ লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে সৌম্য। ঘরোয়া ক্রিকেটেও সেরা অবস্থায় নেই। ক্যাম্পে তাঁকে কেমন দেখেছেন, সেই প্রশ্নে পোথাস বলেছেন, ‘আমি নিশ্চিত না। কারণ আমি তার সেরাটা অনেক বছর আগে টিভিতে দেখেছি। এটা পর্যবেক্ষণের পর্যায়। আমরা তাকে যতটা সম্ভব উন্মুক্ত রাখার চেষ্টা করছি। কারণ, আমরা জানি তার সেরাটা খুবই ভালো। কিন্তু এই মুহূর্তে আমি তাকে মাত্র দু-তিনবার নেটে দেখেছি, যেটা মন্তব্য করার জন্য যথেষ্ট নয়।’

এবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শুরু থেকে একটা ব্যাপার আলাদা করে সবার নজর কাড়ছে। স্কোয়াডের বাইরেও বেশ কিছু ক্রিকেটার একসঙ্গে অনুশীলন করছেন। ব্যাপারটা আগে ঘটলেও এতটা ঢাকঢোল পিটিয়ে যে হয়নি বলাই যায়।
শুধু অনুশীলনে থাকার জন্য থাকা নয়, জাতীয় দলের কোচিং স্টাফরা বেশ গুরুত্ব দিয়ে স্কোয়াডের বাইরে থাকা ক্রিকেটারদের সঙ্গে কাজ করছেন। ওয়ানডে সিরিজের আগে গত কদিনের অনুশীলন ক্যাম্পেও একই দৃশ্য দেখা গেছে। স্কোয়াডের বাইরে থাকা সৌম্য সরকার, মেহেদী হাসানরা দলের সঙ্গে অনুশীলন করেছেন।
ঈদের আগে আজ বাংলাদেশ দলের শেষ দিনের অনুশীলন শেষে সহকারী কোচ নিক পোথাস জানিয়েছেন, বিকল্প তৈরি রাখতেই ক্যাম্পে বাড়তি ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে। তিনি বলেছেন, ‘এটা হচ্ছে ক্রিকেটারদের সুযোগ দেওয়ার একটা উপায়। তারা যেন এটা না ভাবে যে, তারা গ্রুপের বাইরে। এখান থেকে আমাদের বিকল্পও তৈরি হচ্ছে। কেউ যদি চোটে পড়ে, আমাদের যেন এমন পরিস্থিতিতে পড়তে না হয়, কাউকে না দেখেই ডাকতে হচ্ছে। এ জন্য আমরা তাদের সেরা সুযোগ-সুবিধা দিয়ে অনুশীলনের সুযোগ করে দিচ্ছি, যদি কোনো পরিস্থিতিতে তাদের দরকার হয়। আমরা যতটা সম্ভব তাদের যুক্ত করার চেষ্টা করছি। আমাদের প্রধান কোচের পরিকল্পনা খুবই পরিষ্কার।’
বাড়তি ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে সৌম্য সরকারের অন্তর্ভুক্তি বিস্ময় জাগিয়েছে। বেশ লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে সৌম্য। ঘরোয়া ক্রিকেটেও সেরা অবস্থায় নেই। ক্যাম্পে তাঁকে কেমন দেখেছেন, সেই প্রশ্নে পোথাস বলেছেন, ‘আমি নিশ্চিত না। কারণ আমি তার সেরাটা অনেক বছর আগে টিভিতে দেখেছি। এটা পর্যবেক্ষণের পর্যায়। আমরা তাকে যতটা সম্ভব উন্মুক্ত রাখার চেষ্টা করছি। কারণ, আমরা জানি তার সেরাটা খুবই ভালো। কিন্তু এই মুহূর্তে আমি তাকে মাত্র দু-তিনবার নেটে দেখেছি, যেটা মন্তব্য করার জন্য যথেষ্ট নয়।’

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৭ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৭ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৮ ঘণ্টা আগে