
বাংলাদেশ-ভারত ম্যাচের রেকর্ডময় সেই ম্যাচের স্মৃতি এখনো টাটকা। এই তো ১২ অক্টোবর হায়দরাবাদে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের বেধড়ক পিটিয়েছিল ভারত। ৮ দিনের ব্যবধানে সেই রেকর্ডটাও গতকাল প্রায় ভেঙেই দিয়েছিল জিম্বাবুয়ে।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে জিম্বাবুয়ে এখন আফ্রিকার উপ–আঞ্চলিক বাছাইপর্বে খেলছে। নাইরোবিতে গত রাতে সেশেলসের বিপক্ষে জিম্বাবুয়ে করেছে ২৮৬ রান। যা ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে তৃতীয় সর্বোচ্চ। এই তালিকায় সবার ওপরে থাকা নেপালের স্কোর ৩১৪। হাংঝুতে গত বছরের ২৭ সেপ্টেম্বর মঙ্গোলিয়ার বিপক্ষে ৩ উইকেটে ৩১৪ রান করেছিল নেপাল। দুইয়ে অবস্থান করছে বাংলাদেশ-ভারত ম্যাচ। হায়দরাবাদে ১২ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ভারত করে ৬ উইকেটে ২৯৭ রান।
টস জিতে গতকাল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সেশেলস অধিনায়ক টিম হরপিনিচ। প্রথমে ব্যাটিংয়ের এই সুযোগ জিম্বাবুয়ে কাজে লাগিয়েছে দুই হাত ভরে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে করে ২৮৬ রান। তবে সিকান্দার রাজার নেতৃত্বাধীন জিম্বাবুয়ে দলে কোনো সেঞ্চুরি নেই। ৩৫ বলে ৮ চার ও ৭ ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৯১ রান করেন ওপেনার ব্রেনেট। দ্বিতীয় সর্বোচ্চ ৮৬ রান করেন আরেক ওপেনার তাদিওয়ানাশে মারুমানি। ৩৭ বলের ইনিংসে ১০ চার ও ৫ ছক্কা মেরেছেন তিনি। অধিনায়ক রাজা ১৩ বলে ৫ চার ও ২ ছক্কায় ৩৬ রান করে অপরাজিত থাকেন।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ-আইসিসির পরপর দুই ইভেন্টে খেলতে পারেনি জিম্বাবুয়ে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে উপ–আঞ্চলিক বাছাইপর্ব খেলতে নেমে জিম্বাবুয়ে ম্যাচ জিতেছে বৃষ্টি আইনে ৭৬ রানে। কারণ সেশেলস ৫ ওভারে ২ উইকেটে ১৮ রান করার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। এই উপ–আঞ্চলিক টুর্নামেন্ট থেকে দুই দল পরের রাউন্ডে যাবে। সেখানে তাদের আরও এক বাছাইপর্ব খেলতে হবে। সেই পর্ব থেকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে দুই দল।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ৫ স্কোর
স্কোর দল প্রতিপক্ষ ভেন্যু সাল
৩১৪/৩ নেপাল মঙ্গোলিয়া হাংজু ২০২৩
২৯৭/৬ ভারত বাংলাদেশ হায়দারাবাদ ২০২৪
২৮৬/৫ জিম্বাবুয়ে সেশেলস নাইরোবি ২০২৪
২৭৮/৩ আফগানিস্তান আয়ারল্যান্ড দেরাদুন ২০১৯
২৭৮/৪ চেক প্রজাতন্ত্র তুরস্ক আইলফভ কাউন্টি ২০১৯

বাংলাদেশ-ভারত ম্যাচের রেকর্ডময় সেই ম্যাচের স্মৃতি এখনো টাটকা। এই তো ১২ অক্টোবর হায়দরাবাদে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের বেধড়ক পিটিয়েছিল ভারত। ৮ দিনের ব্যবধানে সেই রেকর্ডটাও গতকাল প্রায় ভেঙেই দিয়েছিল জিম্বাবুয়ে।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে জিম্বাবুয়ে এখন আফ্রিকার উপ–আঞ্চলিক বাছাইপর্বে খেলছে। নাইরোবিতে গত রাতে সেশেলসের বিপক্ষে জিম্বাবুয়ে করেছে ২৮৬ রান। যা ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে তৃতীয় সর্বোচ্চ। এই তালিকায় সবার ওপরে থাকা নেপালের স্কোর ৩১৪। হাংঝুতে গত বছরের ২৭ সেপ্টেম্বর মঙ্গোলিয়ার বিপক্ষে ৩ উইকেটে ৩১৪ রান করেছিল নেপাল। দুইয়ে অবস্থান করছে বাংলাদেশ-ভারত ম্যাচ। হায়দরাবাদে ১২ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ভারত করে ৬ উইকেটে ২৯৭ রান।
টস জিতে গতকাল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সেশেলস অধিনায়ক টিম হরপিনিচ। প্রথমে ব্যাটিংয়ের এই সুযোগ জিম্বাবুয়ে কাজে লাগিয়েছে দুই হাত ভরে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে করে ২৮৬ রান। তবে সিকান্দার রাজার নেতৃত্বাধীন জিম্বাবুয়ে দলে কোনো সেঞ্চুরি নেই। ৩৫ বলে ৮ চার ও ৭ ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৯১ রান করেন ওপেনার ব্রেনেট। দ্বিতীয় সর্বোচ্চ ৮৬ রান করেন আরেক ওপেনার তাদিওয়ানাশে মারুমানি। ৩৭ বলের ইনিংসে ১০ চার ও ৫ ছক্কা মেরেছেন তিনি। অধিনায়ক রাজা ১৩ বলে ৫ চার ও ২ ছক্কায় ৩৬ রান করে অপরাজিত থাকেন।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ-আইসিসির পরপর দুই ইভেন্টে খেলতে পারেনি জিম্বাবুয়ে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে উপ–আঞ্চলিক বাছাইপর্ব খেলতে নেমে জিম্বাবুয়ে ম্যাচ জিতেছে বৃষ্টি আইনে ৭৬ রানে। কারণ সেশেলস ৫ ওভারে ২ উইকেটে ১৮ রান করার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। এই উপ–আঞ্চলিক টুর্নামেন্ট থেকে দুই দল পরের রাউন্ডে যাবে। সেখানে তাদের আরও এক বাছাইপর্ব খেলতে হবে। সেই পর্ব থেকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে দুই দল।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ৫ স্কোর
স্কোর দল প্রতিপক্ষ ভেন্যু সাল
৩১৪/৩ নেপাল মঙ্গোলিয়া হাংজু ২০২৩
২৯৭/৬ ভারত বাংলাদেশ হায়দারাবাদ ২০২৪
২৮৬/৫ জিম্বাবুয়ে সেশেলস নাইরোবি ২০২৪
২৭৮/৩ আফগানিস্তান আয়ারল্যান্ড দেরাদুন ২০১৯
২৭৮/৪ চেক প্রজাতন্ত্র তুরস্ক আইলফভ কাউন্টি ২০১৯

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১৫ মিনিট আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৪ ঘণ্টা আগে