ক্রীড়া ডেস্ক

রোহিত শর্মা না থাকায় সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা। পুরো সিরিজে ভারতকে এক হাতেই যেন টানছেন এই পেসার। পঞ্চম ও শেষ টেস্টে বোলিংয়ের পাশাপাশি নেতৃত্বের গুরুদায়িত্ব—বুমরার কাজ খুব একটা সহজ নয়। কিন্তু মাঝপথেই সব এলোমেলো অবস্থা। আজ টেস্টের দ্বিতীয় দিন চোট পেয়ে মাঠ থেকে হাসপাতালে যেতে হয়েছে তাঁকে। দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারবেন কি না বুমরা, এ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
দিনের খেলা শেষে আরেক পেসার প্রসিধ কৃষ্ণাও স্বস্তির খবর দিতে পারেননি। জানিয়েছেন, বুমরা পিঠের পেশিতে চোট পেয়েছেন। সেই চোটের অবস্থা কতটা গুরুতর তা জানতেই স্ক্যান করানো হয়েছে। প্রসিধ বলেছেন, ‘বুমরা পিঠের পেশিতে চোট পেয়েছে। চিকিৎসকেরা আপাতত তাকে পর্যবেক্ষণে রেখেছেন। দেখা যাক কী হয়।’ যদিও বুমরা দ্বিতীয় ইনিংসে বল করতে পারবেন কি না, সে ব্যাপারে কোনো কিছু স্পষ্ট করেননি প্রসিধ।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৩২ তম ওভারের শেষ বলটা বুমরা করেছেন অ্যালেক্স ক্যারিকে। ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতির বল মিড অনে ঠেলে দিয়ে কোনো রান নেননি ক্যারি। তারপরই অস্বস্তি অনুভব করেন বুমরা। বুমরাকে স্ক্যান করতে কাছাকাছি এক হাসপাতালে যেতে হয়েছে। সেখানেই ধরা পড়ে তাঁর পিঠের পেশির চোট।
তবে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, বুমরার চোট গুরুতর নয়। তবে তাঁকে নিয়ে ঝুঁকি নেবে কি না, এসব ব্যাপারও ভাবছে টিম ম্যানেজমেন্ট। কারণ আগামী ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় টুর্নামেন্ট রয়েছে তাদের সামনেও। সব মিলিয়ে বলা যায়, সিডনি টেস্টের মাঝপথে বড় বিপদেই পড়েছে ভারত।

রোহিত শর্মা না থাকায় সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা। পুরো সিরিজে ভারতকে এক হাতেই যেন টানছেন এই পেসার। পঞ্চম ও শেষ টেস্টে বোলিংয়ের পাশাপাশি নেতৃত্বের গুরুদায়িত্ব—বুমরার কাজ খুব একটা সহজ নয়। কিন্তু মাঝপথেই সব এলোমেলো অবস্থা। আজ টেস্টের দ্বিতীয় দিন চোট পেয়ে মাঠ থেকে হাসপাতালে যেতে হয়েছে তাঁকে। দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারবেন কি না বুমরা, এ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
দিনের খেলা শেষে আরেক পেসার প্রসিধ কৃষ্ণাও স্বস্তির খবর দিতে পারেননি। জানিয়েছেন, বুমরা পিঠের পেশিতে চোট পেয়েছেন। সেই চোটের অবস্থা কতটা গুরুতর তা জানতেই স্ক্যান করানো হয়েছে। প্রসিধ বলেছেন, ‘বুমরা পিঠের পেশিতে চোট পেয়েছে। চিকিৎসকেরা আপাতত তাকে পর্যবেক্ষণে রেখেছেন। দেখা যাক কী হয়।’ যদিও বুমরা দ্বিতীয় ইনিংসে বল করতে পারবেন কি না, সে ব্যাপারে কোনো কিছু স্পষ্ট করেননি প্রসিধ।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৩২ তম ওভারের শেষ বলটা বুমরা করেছেন অ্যালেক্স ক্যারিকে। ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতির বল মিড অনে ঠেলে দিয়ে কোনো রান নেননি ক্যারি। তারপরই অস্বস্তি অনুভব করেন বুমরা। বুমরাকে স্ক্যান করতে কাছাকাছি এক হাসপাতালে যেতে হয়েছে। সেখানেই ধরা পড়ে তাঁর পিঠের পেশির চোট।
তবে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, বুমরার চোট গুরুতর নয়। তবে তাঁকে নিয়ে ঝুঁকি নেবে কি না, এসব ব্যাপারও ভাবছে টিম ম্যানেজমেন্ট। কারণ আগামী ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় টুর্নামেন্ট রয়েছে তাদের সামনেও। সব মিলিয়ে বলা যায়, সিডনি টেস্টের মাঝপথে বড় বিপদেই পড়েছে ভারত।

চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সাথে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
১৬ মিনিট আগে
রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
৪২ মিনিট আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১৩ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১৩ ঘণ্টা আগে