নিজস্ব প্রতিবেদক

ঢাকা: পাল্লেকেলে টেস্টে রানের ফোয়ারা ছুটছেই। চতুর্থ দিনের খেলা শেষে উইকেট পড়েছে ১০টি। দুই দলের একটি করে ইনিংস এখনো শেষ হয়নি। কাল চতুর্থ দিনে একটি উইকেটও ফেলতে পারেননি বাংলাদেশ বোলাররা। শ্রীলঙ্কার যে তিনটি উইকেট পড়েছে দুটিই নিয়েছেন স্পিনাররা। তাহলে কোন কৌশলে একাদশে তিন পেসার রেখেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট?
পাল্লেকেলে টেস্টে বাংলাদেশের তিন পেসারের মধ্যে তাসকিন আহমেদের বোলিং বিশ্লেষণী যা একটু ভদ্রস্থ। ২৫ ওভার বোলিং করে ৩.৬৪ ইকোনমিতে ৬টি মেডেনই তাঁর সাফল্য। আবু জাহেদ-ইবাদত হোসেন দুজনই ওভারপ্রতি রান দিয়েছেন চারের ওপরে। লাইন-লেংথ ঠিক রেখে বল করতে পারেননি এ দুজনের কেউই।
এই টেস্টের প্রথম দিনে যেখানে উইকেটকে বলা হচ্ছিল পেসসহায়ক, অথচ তৃতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কান পেসার ওশাদা ফার্নান্দো জানিয়েছেন, উইকেটে পেসারদের জন্য কিছু নেই! তবু তাঁরা লাইন–লেংথ ঠিক রেখে বোলিং করার চেষ্টা করেছেন। ব্যাটিংস্বর্গ উইকেটে একজন বোলারের শেষ ভরসাই লাইন-লেংথ। মাথা খাটিয়ে এ কাজটাই করেছেন তিন শ্রীলঙ্কান পেসার। তৃতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল ইনিংস ঘোষণা করতে দেরি করেছেন এ কারণেই। প্রথম ইনিংসে বাংলাদেশ যে ৭ উইকেট হারিয়েছে, ৬টিই নিয়েছেন তিন পেসার ওশাদা ফার্নান্দো-সুরাঙ্গা লাকমাল-লাহিরু কুমার। ইনিংসের ৫৭.২৩ শতাংশ বোলিংই করেছেন তিন লঙ্কান পেসার।
শ্রীলঙ্কান পেসারদের চেষ্টা দেখে ম্যাচের চতুর্থ দিনে তাই পেসারদের কাছে আশা করেছিল বাংলাদেশও। কিন্তু দিনের খেলা শুরু হতে দেখা গেল ভিন্ন চিত্র। দিনের খেলার পঞ্চম ওভারেই আক্রমণে আসেন মেহেদী হাসান মিরাজ। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৫২ ওভার হাত ঘুরিয়েছেন এই অফস্পিনার। দলের আরেক স্পিনার তাইজুল ইসলাম করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ ওভার। কাল সারা দিনে কোনো উইকেটের দেখা পাননি তাসকিন-জায়েদ-ইবাদত। তিন পেসার মিলে রানও বিলিয়েছেন অকাতরে। ৫৫ ওভার বোলিং করে দিয়েছেন ২৩১ রান। ওভারপ্রতি রান দিয়েছেন ৪.২০ করে। অন্যদিকে শ্রীলঙ্কান তিন পেসার উইকেটের সহায়তা না পেলেও ওভারপ্রতি রান দিয়েছেন ২.৬৮ করে।
তিন পেসার একাদশে থাকলেও নির্ভর করতে হয়েছে স্পিনারদের ওপর। এটা ঠিক, টেস্টের শেষ দুই–তিন দিনে উইকেট ভাঙতে শুরু করে। ঘূর্ণি বোলাররা সেখানে কিছুটা সুবিধা পাবেন। এটি তো অজানা নয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। তবু তারা সবুজ উইকেট দেখে তিন পেসার নিয়েছে। কিন্তু আস্থার প্রতিদান কতটা দিতে পেরেছেন পেসারত্রয়ী? চতুর্থ দিনে এসে লঙ্কান পেসারদের মতো মস্তিষ্ক আর দক্ষতার মিশেলে ধারাবাহিক বোলিং করতে পেরেছেন কি না, সে প্রশ্ন থেকেই যাচ্ছে।
কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, এই উইকেটেও ২০ উইকেট নেওয়ার সামর্থ্য আছে তাঁর পেসারদের। সেই সামর্থ্যের শতভাগ আর দেখাতে পারলেন কোথায় তাসকিন–জায়েদরা?

ঢাকা: পাল্লেকেলে টেস্টে রানের ফোয়ারা ছুটছেই। চতুর্থ দিনের খেলা শেষে উইকেট পড়েছে ১০টি। দুই দলের একটি করে ইনিংস এখনো শেষ হয়নি। কাল চতুর্থ দিনে একটি উইকেটও ফেলতে পারেননি বাংলাদেশ বোলাররা। শ্রীলঙ্কার যে তিনটি উইকেট পড়েছে দুটিই নিয়েছেন স্পিনাররা। তাহলে কোন কৌশলে একাদশে তিন পেসার রেখেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট?
পাল্লেকেলে টেস্টে বাংলাদেশের তিন পেসারের মধ্যে তাসকিন আহমেদের বোলিং বিশ্লেষণী যা একটু ভদ্রস্থ। ২৫ ওভার বোলিং করে ৩.৬৪ ইকোনমিতে ৬টি মেডেনই তাঁর সাফল্য। আবু জাহেদ-ইবাদত হোসেন দুজনই ওভারপ্রতি রান দিয়েছেন চারের ওপরে। লাইন-লেংথ ঠিক রেখে বল করতে পারেননি এ দুজনের কেউই।
এই টেস্টের প্রথম দিনে যেখানে উইকেটকে বলা হচ্ছিল পেসসহায়ক, অথচ তৃতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কান পেসার ওশাদা ফার্নান্দো জানিয়েছেন, উইকেটে পেসারদের জন্য কিছু নেই! তবু তাঁরা লাইন–লেংথ ঠিক রেখে বোলিং করার চেষ্টা করেছেন। ব্যাটিংস্বর্গ উইকেটে একজন বোলারের শেষ ভরসাই লাইন-লেংথ। মাথা খাটিয়ে এ কাজটাই করেছেন তিন শ্রীলঙ্কান পেসার। তৃতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল ইনিংস ঘোষণা করতে দেরি করেছেন এ কারণেই। প্রথম ইনিংসে বাংলাদেশ যে ৭ উইকেট হারিয়েছে, ৬টিই নিয়েছেন তিন পেসার ওশাদা ফার্নান্দো-সুরাঙ্গা লাকমাল-লাহিরু কুমার। ইনিংসের ৫৭.২৩ শতাংশ বোলিংই করেছেন তিন লঙ্কান পেসার।
শ্রীলঙ্কান পেসারদের চেষ্টা দেখে ম্যাচের চতুর্থ দিনে তাই পেসারদের কাছে আশা করেছিল বাংলাদেশও। কিন্তু দিনের খেলা শুরু হতে দেখা গেল ভিন্ন চিত্র। দিনের খেলার পঞ্চম ওভারেই আক্রমণে আসেন মেহেদী হাসান মিরাজ। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৫২ ওভার হাত ঘুরিয়েছেন এই অফস্পিনার। দলের আরেক স্পিনার তাইজুল ইসলাম করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ ওভার। কাল সারা দিনে কোনো উইকেটের দেখা পাননি তাসকিন-জায়েদ-ইবাদত। তিন পেসার মিলে রানও বিলিয়েছেন অকাতরে। ৫৫ ওভার বোলিং করে দিয়েছেন ২৩১ রান। ওভারপ্রতি রান দিয়েছেন ৪.২০ করে। অন্যদিকে শ্রীলঙ্কান তিন পেসার উইকেটের সহায়তা না পেলেও ওভারপ্রতি রান দিয়েছেন ২.৬৮ করে।
তিন পেসার একাদশে থাকলেও নির্ভর করতে হয়েছে স্পিনারদের ওপর। এটা ঠিক, টেস্টের শেষ দুই–তিন দিনে উইকেট ভাঙতে শুরু করে। ঘূর্ণি বোলাররা সেখানে কিছুটা সুবিধা পাবেন। এটি তো অজানা নয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। তবু তারা সবুজ উইকেট দেখে তিন পেসার নিয়েছে। কিন্তু আস্থার প্রতিদান কতটা দিতে পেরেছেন পেসারত্রয়ী? চতুর্থ দিনে এসে লঙ্কান পেসারদের মতো মস্তিষ্ক আর দক্ষতার মিশেলে ধারাবাহিক বোলিং করতে পেরেছেন কি না, সে প্রশ্ন থেকেই যাচ্ছে।
কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, এই উইকেটেও ২০ উইকেট নেওয়ার সামর্থ্য আছে তাঁর পেসারদের। সেই সামর্থ্যের শতভাগ আর দেখাতে পারলেন কোথায় তাসকিন–জায়েদরা?

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ ঘণ্টা আগে