
রেকর্ড গড়া তো বিরাট কোহলির কাছে ডালভাত। কলকাতার ইডেন গার্ডেনসে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের ৩৫ তম জন্মদিনে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন কোহলি। ওয়ানডেতে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে শচীন টেন্ডুলকারের রেকর্ডে ভাগ বসালেন কোহলি। রেকর্ড গড়া কোহলিকে এরপর অনেক তারকা ক্রিকেটাররা অভিনন্দন জানানো শুরু করেন। এখানেই যেন ব্যতিক্রমী এক চরিত্র হিসেবে নিজেকে উপস্থাপন করলেন কুশল মেন্ডিস।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সেই ম্যাচের আগে আজ সংবাদসম্মেলনে এসেছেন শ্রীলঙ্কান অধিনায়ক মেন্ডিস। একই দিনে ভারতের অন্য প্রান্তের শহর কলকাতায় ১২১ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন কোহলি। তাতে ওয়ানডেতে ৪৯ সেঞ্চুরি করে শীর্ষ সেঞ্চুরিয়ানের তালিকায় কোহলি ভাগ বসালেন শচীনের রেকর্ডে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও এসেছে কোহলির রেকর্ড গড়া সেঞ্চুরির কথা। মেন্ডিসের কাছে তা যেন অপ্রাসঙ্গিক মনে হয়েছে। কোহলিকে অভিনন্দন জানাবেন কি না এমন প্রশ্নের জবাবে লঙ্কান অধিনায়ক বলেন, ‘আমি কেন তাঁকে (কোহলি) অভিনন্দন জানাব?’
টানা ছয় ম্যাচ হেরে এবারের বিশ্বকাপ থেকে সবার আগে বিদায় ঘণ্টা বেজে গেছে বাংলাদেশের। ২ পয়েন্ট ও-১.৪৪৬ নেট রানরেট নিয়ে সাকিব আল হাসানের দল এখন রয়েছে পয়েন্ট তালিকার ৯ নম্বরে। ব্যাটিং-বোলিং কোনোটিতেই আশানুরূপ পারফরম্যান্স করতে পারছে না বাংলাদেশ। আর ৭ নম্বরে থাকা শ্রীলঙ্কার এখন ৪ পয়েন্ট ও নেট রানরেট-১.১৬২। অন্যদিকে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে এবারের বিশ্বকাপের পয়েন্ট তালিকায় শীর্ষ সাত দল। আর আয়োজক হিসেবে সরাসরি খেলবে পাকিস্তান। বাংলাদেশের মতো শ্রীলঙ্কারও আগামী চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে রয়েছে অনেক যদি কিন্তু। এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে মেন্ডিস বলেন ‘বাংলাদেশের বিপক্ষে এর আগে আমরা অনেক ম্যাচ খেলেছি। সতীর্থরা আগামীকাল দারুণ খেলবে। এ ব্যাপারে আমরা বেশ আত্মবিশ্বাসী।’

রেকর্ড গড়া তো বিরাট কোহলির কাছে ডালভাত। কলকাতার ইডেন গার্ডেনসে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের ৩৫ তম জন্মদিনে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন কোহলি। ওয়ানডেতে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে শচীন টেন্ডুলকারের রেকর্ডে ভাগ বসালেন কোহলি। রেকর্ড গড়া কোহলিকে এরপর অনেক তারকা ক্রিকেটাররা অভিনন্দন জানানো শুরু করেন। এখানেই যেন ব্যতিক্রমী এক চরিত্র হিসেবে নিজেকে উপস্থাপন করলেন কুশল মেন্ডিস।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সেই ম্যাচের আগে আজ সংবাদসম্মেলনে এসেছেন শ্রীলঙ্কান অধিনায়ক মেন্ডিস। একই দিনে ভারতের অন্য প্রান্তের শহর কলকাতায় ১২১ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন কোহলি। তাতে ওয়ানডেতে ৪৯ সেঞ্চুরি করে শীর্ষ সেঞ্চুরিয়ানের তালিকায় কোহলি ভাগ বসালেন শচীনের রেকর্ডে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও এসেছে কোহলির রেকর্ড গড়া সেঞ্চুরির কথা। মেন্ডিসের কাছে তা যেন অপ্রাসঙ্গিক মনে হয়েছে। কোহলিকে অভিনন্দন জানাবেন কি না এমন প্রশ্নের জবাবে লঙ্কান অধিনায়ক বলেন, ‘আমি কেন তাঁকে (কোহলি) অভিনন্দন জানাব?’
টানা ছয় ম্যাচ হেরে এবারের বিশ্বকাপ থেকে সবার আগে বিদায় ঘণ্টা বেজে গেছে বাংলাদেশের। ২ পয়েন্ট ও-১.৪৪৬ নেট রানরেট নিয়ে সাকিব আল হাসানের দল এখন রয়েছে পয়েন্ট তালিকার ৯ নম্বরে। ব্যাটিং-বোলিং কোনোটিতেই আশানুরূপ পারফরম্যান্স করতে পারছে না বাংলাদেশ। আর ৭ নম্বরে থাকা শ্রীলঙ্কার এখন ৪ পয়েন্ট ও নেট রানরেট-১.১৬২। অন্যদিকে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে এবারের বিশ্বকাপের পয়েন্ট তালিকায় শীর্ষ সাত দল। আর আয়োজক হিসেবে সরাসরি খেলবে পাকিস্তান। বাংলাদেশের মতো শ্রীলঙ্কারও আগামী চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে রয়েছে অনেক যদি কিন্তু। এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে মেন্ডিস বলেন ‘বাংলাদেশের বিপক্ষে এর আগে আমরা অনেক ম্যাচ খেলেছি। সতীর্থরা আগামীকাল দারুণ খেলবে। এ ব্যাপারে আমরা বেশ আত্মবিশ্বাসী।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৫ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৫ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৬ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৭ ঘণ্টা আগে