
রেকর্ড গড়া তো বিরাট কোহলির কাছে ডালভাত। কলকাতার ইডেন গার্ডেনসে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের ৩৫ তম জন্মদিনে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন কোহলি। ওয়ানডেতে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে শচীন টেন্ডুলকারের রেকর্ডে ভাগ বসালেন কোহলি। রেকর্ড গড়া কোহলিকে এরপর অনেক তারকা ক্রিকেটাররা অভিনন্দন জানানো শুরু করেন। এখানেই যেন ব্যতিক্রমী এক চরিত্র হিসেবে নিজেকে উপস্থাপন করলেন কুশল মেন্ডিস।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সেই ম্যাচের আগে আজ সংবাদসম্মেলনে এসেছেন শ্রীলঙ্কান অধিনায়ক মেন্ডিস। একই দিনে ভারতের অন্য প্রান্তের শহর কলকাতায় ১২১ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন কোহলি। তাতে ওয়ানডেতে ৪৯ সেঞ্চুরি করে শীর্ষ সেঞ্চুরিয়ানের তালিকায় কোহলি ভাগ বসালেন শচীনের রেকর্ডে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও এসেছে কোহলির রেকর্ড গড়া সেঞ্চুরির কথা। মেন্ডিসের কাছে তা যেন অপ্রাসঙ্গিক মনে হয়েছে। কোহলিকে অভিনন্দন জানাবেন কি না এমন প্রশ্নের জবাবে লঙ্কান অধিনায়ক বলেন, ‘আমি কেন তাঁকে (কোহলি) অভিনন্দন জানাব?’
টানা ছয় ম্যাচ হেরে এবারের বিশ্বকাপ থেকে সবার আগে বিদায় ঘণ্টা বেজে গেছে বাংলাদেশের। ২ পয়েন্ট ও-১.৪৪৬ নেট রানরেট নিয়ে সাকিব আল হাসানের দল এখন রয়েছে পয়েন্ট তালিকার ৯ নম্বরে। ব্যাটিং-বোলিং কোনোটিতেই আশানুরূপ পারফরম্যান্স করতে পারছে না বাংলাদেশ। আর ৭ নম্বরে থাকা শ্রীলঙ্কার এখন ৪ পয়েন্ট ও নেট রানরেট-১.১৬২। অন্যদিকে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে এবারের বিশ্বকাপের পয়েন্ট তালিকায় শীর্ষ সাত দল। আর আয়োজক হিসেবে সরাসরি খেলবে পাকিস্তান। বাংলাদেশের মতো শ্রীলঙ্কারও আগামী চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে রয়েছে অনেক যদি কিন্তু। এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে মেন্ডিস বলেন ‘বাংলাদেশের বিপক্ষে এর আগে আমরা অনেক ম্যাচ খেলেছি। সতীর্থরা আগামীকাল দারুণ খেলবে। এ ব্যাপারে আমরা বেশ আত্মবিশ্বাসী।’

রেকর্ড গড়া তো বিরাট কোহলির কাছে ডালভাত। কলকাতার ইডেন গার্ডেনসে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের ৩৫ তম জন্মদিনে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন কোহলি। ওয়ানডেতে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে শচীন টেন্ডুলকারের রেকর্ডে ভাগ বসালেন কোহলি। রেকর্ড গড়া কোহলিকে এরপর অনেক তারকা ক্রিকেটাররা অভিনন্দন জানানো শুরু করেন। এখানেই যেন ব্যতিক্রমী এক চরিত্র হিসেবে নিজেকে উপস্থাপন করলেন কুশল মেন্ডিস।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সেই ম্যাচের আগে আজ সংবাদসম্মেলনে এসেছেন শ্রীলঙ্কান অধিনায়ক মেন্ডিস। একই দিনে ভারতের অন্য প্রান্তের শহর কলকাতায় ১২১ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন কোহলি। তাতে ওয়ানডেতে ৪৯ সেঞ্চুরি করে শীর্ষ সেঞ্চুরিয়ানের তালিকায় কোহলি ভাগ বসালেন শচীনের রেকর্ডে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও এসেছে কোহলির রেকর্ড গড়া সেঞ্চুরির কথা। মেন্ডিসের কাছে তা যেন অপ্রাসঙ্গিক মনে হয়েছে। কোহলিকে অভিনন্দন জানাবেন কি না এমন প্রশ্নের জবাবে লঙ্কান অধিনায়ক বলেন, ‘আমি কেন তাঁকে (কোহলি) অভিনন্দন জানাব?’
টানা ছয় ম্যাচ হেরে এবারের বিশ্বকাপ থেকে সবার আগে বিদায় ঘণ্টা বেজে গেছে বাংলাদেশের। ২ পয়েন্ট ও-১.৪৪৬ নেট রানরেট নিয়ে সাকিব আল হাসানের দল এখন রয়েছে পয়েন্ট তালিকার ৯ নম্বরে। ব্যাটিং-বোলিং কোনোটিতেই আশানুরূপ পারফরম্যান্স করতে পারছে না বাংলাদেশ। আর ৭ নম্বরে থাকা শ্রীলঙ্কার এখন ৪ পয়েন্ট ও নেট রানরেট-১.১৬২। অন্যদিকে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে এবারের বিশ্বকাপের পয়েন্ট তালিকায় শীর্ষ সাত দল। আর আয়োজক হিসেবে সরাসরি খেলবে পাকিস্তান। বাংলাদেশের মতো শ্রীলঙ্কারও আগামী চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে রয়েছে অনেক যদি কিন্তু। এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে মেন্ডিস বলেন ‘বাংলাদেশের বিপক্ষে এর আগে আমরা অনেক ম্যাচ খেলেছি। সতীর্থরা আগামীকাল দারুণ খেলবে। এ ব্যাপারে আমরা বেশ আত্মবিশ্বাসী।’

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
২২ মিনিট আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে