
উইকেট নেওয়ার পর শূন্যে উড়ে মুষ্টিবদ্ধ হাত ছুড়ে উদ্যাপন—তাইজুল ইসলামের কাছে তা বেশ সাধারণ ব্যাপার। মাঠের পারফরম্যান্স কতটা উপভোগ করেন, তা তাঁর এমন উদ্যাপন দেখলেই বোঝা যায়। মাঠের বাইরেও তাইজুল ঠিক ততটাই প্রাণবন্ত।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। বাংলাদেশের দেওয়া ৩৩২ রানের লক্ষ্যে আজ চতুর্থ দিনে ১১৩ রান তুলতে হারিয়ে বসে ৭ উইকেট। নিউজিল্যান্ডের ১৭ উইকেটের মধ্যে ৮ উইকেট তুলে নিয়েছেন তাইজুল। দুই ইনিংসেই নিয়েছেন চারটি করে উইকেট। দুই ইনিংসেই কিউই ব্যাটার কেইন উইলিয়ামসনের উইকেট পেয়েছেন তাইজুল। চতুর্থ দিন শেষে আজ সংবাদ সম্মেলনে এসে একটু মজা করেছেন তাইজুল। বাংলাদেশের বাঁহাতি স্পিনার বলেন, ‘আলহামদুলিল্লাহ, ভালো লাগে। তবে বুড়ো বানিয়ে দিয়েন না আবার।’
কিংসটাউনে ২০১৪-এর সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় তাইজুলের। ৯ বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪৩ টেস্ট খেলে নিয়েছেন ১৮৫ উইকেট। তাঁর টেস্ট ক্যারিয়ারের শুরু থেকে বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে ৫৬ টেস্ট। সংবাদ সম্মেলনে তাইজুল বলেন, ‘একজন খেলোয়াড় যখন ৮-১০-১২ বছর খেলে, অবশ্যই অভিজ্ঞতা থাকে। ক্রিকেটে এই অভিজ্ঞতা অনেক কাজে লাগে। অধিনায়ক-কোচের ওপর নির্ভর করে আমাকে কতটা প্রাধান্য দিচ্ছে। প্রাধান্য দিলে অবশ্যই চেষ্টা করব সাহায্য করার। সব সময় আমার দরজা খোলা। যেকোনো দরকার হলে আমি করব। অনেকে অনেক সময় বলে কী করা যায়।’
তাইজুলের প্রশংসা ঝরেছে এজাজ প্যাটেলের কণ্ঠেও। চতুর্থ দিন শেষে আজ সংবাদ সম্মেলনে প্যাটেল বলেন, ‘হ্যাঁ, তাইজুল সত্যিই দারুণ বোলিং করেছে। সে (তাইজুল) অনেক ক্রিকেট খেলেছে। আসলেই সে অনেক দক্ষ বোলার। তাকে কৃতিত্ব দিতেই হবে। সে দীর্ঘদিন ধরে সঠিক জায়গায় বোলিং করে যাচ্ছে।’

উইকেট নেওয়ার পর শূন্যে উড়ে মুষ্টিবদ্ধ হাত ছুড়ে উদ্যাপন—তাইজুল ইসলামের কাছে তা বেশ সাধারণ ব্যাপার। মাঠের পারফরম্যান্স কতটা উপভোগ করেন, তা তাঁর এমন উদ্যাপন দেখলেই বোঝা যায়। মাঠের বাইরেও তাইজুল ঠিক ততটাই প্রাণবন্ত।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। বাংলাদেশের দেওয়া ৩৩২ রানের লক্ষ্যে আজ চতুর্থ দিনে ১১৩ রান তুলতে হারিয়ে বসে ৭ উইকেট। নিউজিল্যান্ডের ১৭ উইকেটের মধ্যে ৮ উইকেট তুলে নিয়েছেন তাইজুল। দুই ইনিংসেই নিয়েছেন চারটি করে উইকেট। দুই ইনিংসেই কিউই ব্যাটার কেইন উইলিয়ামসনের উইকেট পেয়েছেন তাইজুল। চতুর্থ দিন শেষে আজ সংবাদ সম্মেলনে এসে একটু মজা করেছেন তাইজুল। বাংলাদেশের বাঁহাতি স্পিনার বলেন, ‘আলহামদুলিল্লাহ, ভালো লাগে। তবে বুড়ো বানিয়ে দিয়েন না আবার।’
কিংসটাউনে ২০১৪-এর সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় তাইজুলের। ৯ বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪৩ টেস্ট খেলে নিয়েছেন ১৮৫ উইকেট। তাঁর টেস্ট ক্যারিয়ারের শুরু থেকে বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে ৫৬ টেস্ট। সংবাদ সম্মেলনে তাইজুল বলেন, ‘একজন খেলোয়াড় যখন ৮-১০-১২ বছর খেলে, অবশ্যই অভিজ্ঞতা থাকে। ক্রিকেটে এই অভিজ্ঞতা অনেক কাজে লাগে। অধিনায়ক-কোচের ওপর নির্ভর করে আমাকে কতটা প্রাধান্য দিচ্ছে। প্রাধান্য দিলে অবশ্যই চেষ্টা করব সাহায্য করার। সব সময় আমার দরজা খোলা। যেকোনো দরকার হলে আমি করব। অনেকে অনেক সময় বলে কী করা যায়।’
তাইজুলের প্রশংসা ঝরেছে এজাজ প্যাটেলের কণ্ঠেও। চতুর্থ দিন শেষে আজ সংবাদ সম্মেলনে প্যাটেল বলেন, ‘হ্যাঁ, তাইজুল সত্যিই দারুণ বোলিং করেছে। সে (তাইজুল) অনেক ক্রিকেট খেলেছে। আসলেই সে অনেক দক্ষ বোলার। তাকে কৃতিত্ব দিতেই হবে। সে দীর্ঘদিন ধরে সঠিক জায়গায় বোলিং করে যাচ্ছে।’

২৮০১৬ আন্তর্জাতিক রান নিয়ে এতদিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই একটা টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪৩৫৭।
২৮ মিনিট আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৪৪ মিনিট আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৫ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৬ ঘণ্টা আগে