ক্রীড়া ডেস্ক

ভারতকে ৬ উইকেটে হারিয়ে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতল অস্ট্রেলিয়া। সদ্য শেষ হওয়া সিরিজে ভারতের দুই সিনিয়র রোহিত শর্মা, বিরাট কোহলিকে নিয়ে সমালোচনা, ব্যঙ্গ-বিদ্রুপ হয়েছে অনেক বেশি। কারণ, যে প্রত্যাশা ছিল তাঁদের (রোহিত-কোহলি) ওপর, সেটার ছিটেফোঁটাও দেখা যায়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) পঞ্চম টেস্টে আজ তিন দিনেই হেরে গেছে ভারত। এই সিরিজে রোহিত ৩ ম্যাচে ৫ ইনিংসে করেন ৩১ রান। সর্বোচ্চ করেন ১০ রান। আউট হওয়ার ধরনও ছিল দৃষ্টিকটু। অন্যদিকে কোহলি পার্থে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করলেও সব মিলিয়ে ৯ ইনিংস খেলে করেন ১৯০ রান। যে আটবার আউট হয়েছেন, প্রত্যেক বারই অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়েছেন ভারতীয় এই ব্যাটার।
সিডনি টেস্টে কুপোকাত ভারত ছিটকে গেছে ২০২৩-২৫ চক্রের ফাইনাল থেকেও। যদিও একটা সময় ভারতের ফাইনালে ওঠার সম্ভাবনা ছিল অনেক বেশি। দলের এমন ভরাডুবির পর আজ সংবাদ সম্মেলনে আসেন প্রধান কোচ গৌতম গম্ভীর। রোহিত-কোহলির ভবিষ্যৎ নিয়ে জিজ্ঞেস করা হলে গম্ভীর উত্তর দিয়েছেন কৌশলে। ভারতের প্রধান কোচ বলেন, ‘দেখুন। কোনো ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে আমি বলতে পারব না। এটা তাদের (কোহলি-রোহিত) ব্যাপার। তবে একটা কথাই আমি বলতে পারি তাদের ভেতর ক্ষুধাটা আছে। খেলার প্রতি প্যাশন রয়েছে। তারা দৃঢ় মানসিকতার ব্যাপার।’
২০২৪ সালের ২৯ জুন বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত জেতে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। চ্যাম্পিয়ন হওয়ার পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন রোহিত ও কোহলি। খেলার মধ্যে বাকি থাকল টেস্ট ও ওয়ানডে। রোহিত-কোহলি প্রসঙ্গে গম্ভীর আরও বলেন, ‘আশা করি, তারা (রোহিত-কোহলি) ভারতীয় ক্রিকেটকে আরও এগিয়ে নেবে। আমরা তো জানি, যে পরিকল্পনাই তারা করুক, ভারতের সবচেয়ে ভালো দিকটার কথা চিন্তা করবে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম টেস্টের একাদশ থেকে রোহিত নিজেকে বাদ দিয়েছেন। নিয়মিত অধিনায়ক এভাবে বাদ দেওয়াতে অনেকেই টেস্টে তাঁর শেষ দেখে ফেলেন। যদিও রোহিত গতকাল বলেছেন, ‘অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলিনি। টে রান আসছে না বলেই আমি বসে গেছি।’ তাঁর (রোহিত) ব্যাপারে জিজ্ঞেস করা হলে আজ সংবাদ সম্মেলনে গম্ভীর বলেন, ‘অনেক কথাবার্তাই হয়েছে। তবে সারমর্ম হচ্ছে এই যে যাদের দলে আসা ও দল থেকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, দেশ ও দলের সেখানে প্রাধান্য দেওয়া উচিত। আমার বিশ্বাস আমিসহ অন্যান্য ক্রিকেটারদেরও ব্যক্তিস্বার্থের উর্ধ্বে দলকে স্থান দেওয়া উচিত।’

ভারতকে ৬ উইকেটে হারিয়ে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতল অস্ট্রেলিয়া। সদ্য শেষ হওয়া সিরিজে ভারতের দুই সিনিয়র রোহিত শর্মা, বিরাট কোহলিকে নিয়ে সমালোচনা, ব্যঙ্গ-বিদ্রুপ হয়েছে অনেক বেশি। কারণ, যে প্রত্যাশা ছিল তাঁদের (রোহিত-কোহলি) ওপর, সেটার ছিটেফোঁটাও দেখা যায়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) পঞ্চম টেস্টে আজ তিন দিনেই হেরে গেছে ভারত। এই সিরিজে রোহিত ৩ ম্যাচে ৫ ইনিংসে করেন ৩১ রান। সর্বোচ্চ করেন ১০ রান। আউট হওয়ার ধরনও ছিল দৃষ্টিকটু। অন্যদিকে কোহলি পার্থে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করলেও সব মিলিয়ে ৯ ইনিংস খেলে করেন ১৯০ রান। যে আটবার আউট হয়েছেন, প্রত্যেক বারই অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়েছেন ভারতীয় এই ব্যাটার।
সিডনি টেস্টে কুপোকাত ভারত ছিটকে গেছে ২০২৩-২৫ চক্রের ফাইনাল থেকেও। যদিও একটা সময় ভারতের ফাইনালে ওঠার সম্ভাবনা ছিল অনেক বেশি। দলের এমন ভরাডুবির পর আজ সংবাদ সম্মেলনে আসেন প্রধান কোচ গৌতম গম্ভীর। রোহিত-কোহলির ভবিষ্যৎ নিয়ে জিজ্ঞেস করা হলে গম্ভীর উত্তর দিয়েছেন কৌশলে। ভারতের প্রধান কোচ বলেন, ‘দেখুন। কোনো ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে আমি বলতে পারব না। এটা তাদের (কোহলি-রোহিত) ব্যাপার। তবে একটা কথাই আমি বলতে পারি তাদের ভেতর ক্ষুধাটা আছে। খেলার প্রতি প্যাশন রয়েছে। তারা দৃঢ় মানসিকতার ব্যাপার।’
২০২৪ সালের ২৯ জুন বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত জেতে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। চ্যাম্পিয়ন হওয়ার পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন রোহিত ও কোহলি। খেলার মধ্যে বাকি থাকল টেস্ট ও ওয়ানডে। রোহিত-কোহলি প্রসঙ্গে গম্ভীর আরও বলেন, ‘আশা করি, তারা (রোহিত-কোহলি) ভারতীয় ক্রিকেটকে আরও এগিয়ে নেবে। আমরা তো জানি, যে পরিকল্পনাই তারা করুক, ভারতের সবচেয়ে ভালো দিকটার কথা চিন্তা করবে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম টেস্টের একাদশ থেকে রোহিত নিজেকে বাদ দিয়েছেন। নিয়মিত অধিনায়ক এভাবে বাদ দেওয়াতে অনেকেই টেস্টে তাঁর শেষ দেখে ফেলেন। যদিও রোহিত গতকাল বলেছেন, ‘অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলিনি। টে রান আসছে না বলেই আমি বসে গেছি।’ তাঁর (রোহিত) ব্যাপারে জিজ্ঞেস করা হলে আজ সংবাদ সম্মেলনে গম্ভীর বলেন, ‘অনেক কথাবার্তাই হয়েছে। তবে সারমর্ম হচ্ছে এই যে যাদের দলে আসা ও দল থেকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, দেশ ও দলের সেখানে প্রাধান্য দেওয়া উচিত। আমার বিশ্বাস আমিসহ অন্যান্য ক্রিকেটারদেরও ব্যক্তিস্বার্থের উর্ধ্বে দলকে স্থান দেওয়া উচিত।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ ঘণ্টা আগে