ক্রীড়া ডেস্ক

ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে বন্ধ হওয়া আইপিএল পুনরায় শুরু হয়েছে। তবে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ফের মাঠে গড়ালেও ট্রাভিস হেডের ফিরতে দেরি হচ্ছে। কারণ, অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন।
আইপিএলে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় মুখোমুখি হবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদ। লক্ষ্মৌর অটল বিহারি বাজপেয়ী স্টেডিয়ামে হবে এই ম্যাচটি। তবে করোনায় আক্রান্ত হেড এই ম্যাচে খেলতে পারবেন না বলে সানরাইজার্স হায়দরাবাদ কোচ ড্যানিয়েল ভেট্টরি নিশ্চিত করেছেন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গতকাল ভেট্টরি বলেছেন, ‘হেড আগামীকাল (আজ) সকালে আসবে। আসলে সে করোনায় আক্রান্ত। তাই আগে আসতে পারেনি।’
সানরাইজার্স হায়দরাবাদের টুর্নামেন্টে আজকের ম্যাচসহ বাকি ৩ ম্যাচ। ২৩ ও ২৫ মে লিগ পর্বের শেষ দুই ম্যাচে হায়দরাবাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। হেডকে দ্রুতই আইপিএলের বাকি অংশে পাওয়া যাবে বলে আশা করছেন ভেট্টরি। হায়দরাবাদ কোচ বলেন, ‘তার (হেড) কী অবস্থা, আসার পরই আমরা জানতে পারব। পুরোপুরি সেরে উঠলেই দলে যোগ দেওয়ার অনুমতি পাবে।পরের ম্যাচে তাকে পাওয়া যাবে বলে আশা করছি।’
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের কারণে ৯ মে আইপিএল স্থগিত হয়ে গিয়েছিল। যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে ঠিক তার পরের দিন ১০ মে। আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় অস্ট্রেলিয়ায় ফিরতে হয়েছিল হেডকে। বিমানে ভারত থেকে অস্ট্রেলিয়ায় যাওয়া-আসার পথে সাধারণত সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকংয়ে দেওয়া হয় যাত্রাবিরতি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সিঙ্গাপুর ও হংকংয়ে করোনার যে নতুন দুটি ধরন শনাক্ত হয়েছে, সেখান থেকেই অস্ট্রেলিয়ার ক্রিকেটার আক্রান্ত হতে পারেন। যদিও হেড কবে, কীভাবে করোনায় আক্রান্ত হয়েছেন, এই ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি ভেট্টরি।
সানরাইজার্স হায়দরাবাদের মতো হেডের কাছেও এবারের আইপিএল ভুলে যাওয়ার মতোই। লিগ পর্ব থেকে আগেভাগেই বিদায়ঘণ্টা বেজে গিয়েছে দলটির। হেড ১১ ম্যাচে ১০ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন। ২৮.১০ গড় ও ১০৩.০৭ স্ট্রাইকরেটে করেছেন ২৮১ রান। দুটি ফিফটি করেন।

ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে বন্ধ হওয়া আইপিএল পুনরায় শুরু হয়েছে। তবে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ফের মাঠে গড়ালেও ট্রাভিস হেডের ফিরতে দেরি হচ্ছে। কারণ, অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন।
আইপিএলে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় মুখোমুখি হবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদ। লক্ষ্মৌর অটল বিহারি বাজপেয়ী স্টেডিয়ামে হবে এই ম্যাচটি। তবে করোনায় আক্রান্ত হেড এই ম্যাচে খেলতে পারবেন না বলে সানরাইজার্স হায়দরাবাদ কোচ ড্যানিয়েল ভেট্টরি নিশ্চিত করেছেন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গতকাল ভেট্টরি বলেছেন, ‘হেড আগামীকাল (আজ) সকালে আসবে। আসলে সে করোনায় আক্রান্ত। তাই আগে আসতে পারেনি।’
সানরাইজার্স হায়দরাবাদের টুর্নামেন্টে আজকের ম্যাচসহ বাকি ৩ ম্যাচ। ২৩ ও ২৫ মে লিগ পর্বের শেষ দুই ম্যাচে হায়দরাবাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। হেডকে দ্রুতই আইপিএলের বাকি অংশে পাওয়া যাবে বলে আশা করছেন ভেট্টরি। হায়দরাবাদ কোচ বলেন, ‘তার (হেড) কী অবস্থা, আসার পরই আমরা জানতে পারব। পুরোপুরি সেরে উঠলেই দলে যোগ দেওয়ার অনুমতি পাবে।পরের ম্যাচে তাকে পাওয়া যাবে বলে আশা করছি।’
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের কারণে ৯ মে আইপিএল স্থগিত হয়ে গিয়েছিল। যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে ঠিক তার পরের দিন ১০ মে। আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় অস্ট্রেলিয়ায় ফিরতে হয়েছিল হেডকে। বিমানে ভারত থেকে অস্ট্রেলিয়ায় যাওয়া-আসার পথে সাধারণত সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকংয়ে দেওয়া হয় যাত্রাবিরতি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সিঙ্গাপুর ও হংকংয়ে করোনার যে নতুন দুটি ধরন শনাক্ত হয়েছে, সেখান থেকেই অস্ট্রেলিয়ার ক্রিকেটার আক্রান্ত হতে পারেন। যদিও হেড কবে, কীভাবে করোনায় আক্রান্ত হয়েছেন, এই ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি ভেট্টরি।
সানরাইজার্স হায়দরাবাদের মতো হেডের কাছেও এবারের আইপিএল ভুলে যাওয়ার মতোই। লিগ পর্ব থেকে আগেভাগেই বিদায়ঘণ্টা বেজে গিয়েছে দলটির। হেড ১১ ম্যাচে ১০ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন। ২৮.১০ গড় ও ১০৩.০৭ স্ট্রাইকরেটে করেছেন ২৮১ রান। দুটি ফিফটি করেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
৪৪ মিনিট আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১ ঘণ্টা আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
২ ঘণ্টা আগে