ক্রীড়া ডেস্ক

ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে বন্ধ হওয়া আইপিএল পুনরায় শুরু হয়েছে। তবে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ফের মাঠে গড়ালেও ট্রাভিস হেডের ফিরতে দেরি হচ্ছে। কারণ, অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন।
আইপিএলে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় মুখোমুখি হবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদ। লক্ষ্মৌর অটল বিহারি বাজপেয়ী স্টেডিয়ামে হবে এই ম্যাচটি। তবে করোনায় আক্রান্ত হেড এই ম্যাচে খেলতে পারবেন না বলে সানরাইজার্স হায়দরাবাদ কোচ ড্যানিয়েল ভেট্টরি নিশ্চিত করেছেন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গতকাল ভেট্টরি বলেছেন, ‘হেড আগামীকাল (আজ) সকালে আসবে। আসলে সে করোনায় আক্রান্ত। তাই আগে আসতে পারেনি।’
সানরাইজার্স হায়দরাবাদের টুর্নামেন্টে আজকের ম্যাচসহ বাকি ৩ ম্যাচ। ২৩ ও ২৫ মে লিগ পর্বের শেষ দুই ম্যাচে হায়দরাবাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। হেডকে দ্রুতই আইপিএলের বাকি অংশে পাওয়া যাবে বলে আশা করছেন ভেট্টরি। হায়দরাবাদ কোচ বলেন, ‘তার (হেড) কী অবস্থা, আসার পরই আমরা জানতে পারব। পুরোপুরি সেরে উঠলেই দলে যোগ দেওয়ার অনুমতি পাবে।পরের ম্যাচে তাকে পাওয়া যাবে বলে আশা করছি।’
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের কারণে ৯ মে আইপিএল স্থগিত হয়ে গিয়েছিল। যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে ঠিক তার পরের দিন ১০ মে। আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় অস্ট্রেলিয়ায় ফিরতে হয়েছিল হেডকে। বিমানে ভারত থেকে অস্ট্রেলিয়ায় যাওয়া-আসার পথে সাধারণত সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকংয়ে দেওয়া হয় যাত্রাবিরতি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সিঙ্গাপুর ও হংকংয়ে করোনার যে নতুন দুটি ধরন শনাক্ত হয়েছে, সেখান থেকেই অস্ট্রেলিয়ার ক্রিকেটার আক্রান্ত হতে পারেন। যদিও হেড কবে, কীভাবে করোনায় আক্রান্ত হয়েছেন, এই ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি ভেট্টরি।
সানরাইজার্স হায়দরাবাদের মতো হেডের কাছেও এবারের আইপিএল ভুলে যাওয়ার মতোই। লিগ পর্ব থেকে আগেভাগেই বিদায়ঘণ্টা বেজে গিয়েছে দলটির। হেড ১১ ম্যাচে ১০ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন। ২৮.১০ গড় ও ১০৩.০৭ স্ট্রাইকরেটে করেছেন ২৮১ রান। দুটি ফিফটি করেন।

ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে বন্ধ হওয়া আইপিএল পুনরায় শুরু হয়েছে। তবে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ফের মাঠে গড়ালেও ট্রাভিস হেডের ফিরতে দেরি হচ্ছে। কারণ, অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন।
আইপিএলে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় মুখোমুখি হবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদ। লক্ষ্মৌর অটল বিহারি বাজপেয়ী স্টেডিয়ামে হবে এই ম্যাচটি। তবে করোনায় আক্রান্ত হেড এই ম্যাচে খেলতে পারবেন না বলে সানরাইজার্স হায়দরাবাদ কোচ ড্যানিয়েল ভেট্টরি নিশ্চিত করেছেন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গতকাল ভেট্টরি বলেছেন, ‘হেড আগামীকাল (আজ) সকালে আসবে। আসলে সে করোনায় আক্রান্ত। তাই আগে আসতে পারেনি।’
সানরাইজার্স হায়দরাবাদের টুর্নামেন্টে আজকের ম্যাচসহ বাকি ৩ ম্যাচ। ২৩ ও ২৫ মে লিগ পর্বের শেষ দুই ম্যাচে হায়দরাবাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। হেডকে দ্রুতই আইপিএলের বাকি অংশে পাওয়া যাবে বলে আশা করছেন ভেট্টরি। হায়দরাবাদ কোচ বলেন, ‘তার (হেড) কী অবস্থা, আসার পরই আমরা জানতে পারব। পুরোপুরি সেরে উঠলেই দলে যোগ দেওয়ার অনুমতি পাবে।পরের ম্যাচে তাকে পাওয়া যাবে বলে আশা করছি।’
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের কারণে ৯ মে আইপিএল স্থগিত হয়ে গিয়েছিল। যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে ঠিক তার পরের দিন ১০ মে। আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় অস্ট্রেলিয়ায় ফিরতে হয়েছিল হেডকে। বিমানে ভারত থেকে অস্ট্রেলিয়ায় যাওয়া-আসার পথে সাধারণত সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকংয়ে দেওয়া হয় যাত্রাবিরতি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সিঙ্গাপুর ও হংকংয়ে করোনার যে নতুন দুটি ধরন শনাক্ত হয়েছে, সেখান থেকেই অস্ট্রেলিয়ার ক্রিকেটার আক্রান্ত হতে পারেন। যদিও হেড কবে, কীভাবে করোনায় আক্রান্ত হয়েছেন, এই ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি ভেট্টরি।
সানরাইজার্স হায়দরাবাদের মতো হেডের কাছেও এবারের আইপিএল ভুলে যাওয়ার মতোই। লিগ পর্ব থেকে আগেভাগেই বিদায়ঘণ্টা বেজে গিয়েছে দলটির। হেড ১১ ম্যাচে ১০ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন। ২৮.১০ গড় ও ১০৩.০৭ স্ট্রাইকরেটে করেছেন ২৮১ রান। দুটি ফিফটি করেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল লো স্কোরিং ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এদিন মাত্র ৫ রান করেই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ মিঠুনের দলের বিপক্ষে ব্যাটিং দেখে এই বাঁ হাতিকে বিবেচনা করার সুযোগ থাকছে না। কারণ বিপিএলের সিলেট পর্ব শেষে রান সংগ্রাহকদের ত
৩৮ মিনিট আগে
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অ্যালিসা হিলির অর্জনের খাতাটা বেশ ভারী। মেয়েদের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার মনে করা হয় তাঁকে। এবার বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে বাইশ গজ থেকে বিদায়ের ঘোষণা দিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। হিলি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
জয় দিয়েই ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। এরপর টানা ৩ হারের পর পেয়েছিল দ্বিতীয় জয়ের দেখা। আবারও হ্যাটট্রিক হারের তিক্ত অভিজ্ঞতা হলো ফ্র্যাঞ্চাইজিটির। সবশেষ গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৭ উইকেটে হেরেছে ঢাকা। নিজেদের এমন পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন দলটির তারকা ব্যাট
৩ ঘণ্টা আগে
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
৩ ঘণ্টা আগে