ক্রীড়া ডেস্ক

ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে বন্ধ হওয়া আইপিএল পুনরায় শুরু হয়েছে। তবে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ফের মাঠে গড়ালেও ট্রাভিস হেডের ফিরতে দেরি হচ্ছে। কারণ, অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন।
আইপিএলে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় মুখোমুখি হবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদ। লক্ষ্মৌর অটল বিহারি বাজপেয়ী স্টেডিয়ামে হবে এই ম্যাচটি। তবে করোনায় আক্রান্ত হেড এই ম্যাচে খেলতে পারবেন না বলে সানরাইজার্স হায়দরাবাদ কোচ ড্যানিয়েল ভেট্টরি নিশ্চিত করেছেন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গতকাল ভেট্টরি বলেছেন, ‘হেড আগামীকাল (আজ) সকালে আসবে। আসলে সে করোনায় আক্রান্ত। তাই আগে আসতে পারেনি।’
সানরাইজার্স হায়দরাবাদের টুর্নামেন্টে আজকের ম্যাচসহ বাকি ৩ ম্যাচ। ২৩ ও ২৫ মে লিগ পর্বের শেষ দুই ম্যাচে হায়দরাবাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। হেডকে দ্রুতই আইপিএলের বাকি অংশে পাওয়া যাবে বলে আশা করছেন ভেট্টরি। হায়দরাবাদ কোচ বলেন, ‘তার (হেড) কী অবস্থা, আসার পরই আমরা জানতে পারব। পুরোপুরি সেরে উঠলেই দলে যোগ দেওয়ার অনুমতি পাবে।পরের ম্যাচে তাকে পাওয়া যাবে বলে আশা করছি।’
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের কারণে ৯ মে আইপিএল স্থগিত হয়ে গিয়েছিল। যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে ঠিক তার পরের দিন ১০ মে। আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় অস্ট্রেলিয়ায় ফিরতে হয়েছিল হেডকে। বিমানে ভারত থেকে অস্ট্রেলিয়ায় যাওয়া-আসার পথে সাধারণত সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকংয়ে দেওয়া হয় যাত্রাবিরতি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সিঙ্গাপুর ও হংকংয়ে করোনার যে নতুন দুটি ধরন শনাক্ত হয়েছে, সেখান থেকেই অস্ট্রেলিয়ার ক্রিকেটার আক্রান্ত হতে পারেন। যদিও হেড কবে, কীভাবে করোনায় আক্রান্ত হয়েছেন, এই ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি ভেট্টরি।
সানরাইজার্স হায়দরাবাদের মতো হেডের কাছেও এবারের আইপিএল ভুলে যাওয়ার মতোই। লিগ পর্ব থেকে আগেভাগেই বিদায়ঘণ্টা বেজে গিয়েছে দলটির। হেড ১১ ম্যাচে ১০ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন। ২৮.১০ গড় ও ১০৩.০৭ স্ট্রাইকরেটে করেছেন ২৮১ রান। দুটি ফিফটি করেন।

ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে বন্ধ হওয়া আইপিএল পুনরায় শুরু হয়েছে। তবে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ফের মাঠে গড়ালেও ট্রাভিস হেডের ফিরতে দেরি হচ্ছে। কারণ, অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন।
আইপিএলে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় মুখোমুখি হবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদ। লক্ষ্মৌর অটল বিহারি বাজপেয়ী স্টেডিয়ামে হবে এই ম্যাচটি। তবে করোনায় আক্রান্ত হেড এই ম্যাচে খেলতে পারবেন না বলে সানরাইজার্স হায়দরাবাদ কোচ ড্যানিয়েল ভেট্টরি নিশ্চিত করেছেন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গতকাল ভেট্টরি বলেছেন, ‘হেড আগামীকাল (আজ) সকালে আসবে। আসলে সে করোনায় আক্রান্ত। তাই আগে আসতে পারেনি।’
সানরাইজার্স হায়দরাবাদের টুর্নামেন্টে আজকের ম্যাচসহ বাকি ৩ ম্যাচ। ২৩ ও ২৫ মে লিগ পর্বের শেষ দুই ম্যাচে হায়দরাবাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। হেডকে দ্রুতই আইপিএলের বাকি অংশে পাওয়া যাবে বলে আশা করছেন ভেট্টরি। হায়দরাবাদ কোচ বলেন, ‘তার (হেড) কী অবস্থা, আসার পরই আমরা জানতে পারব। পুরোপুরি সেরে উঠলেই দলে যোগ দেওয়ার অনুমতি পাবে।পরের ম্যাচে তাকে পাওয়া যাবে বলে আশা করছি।’
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের কারণে ৯ মে আইপিএল স্থগিত হয়ে গিয়েছিল। যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে ঠিক তার পরের দিন ১০ মে। আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় অস্ট্রেলিয়ায় ফিরতে হয়েছিল হেডকে। বিমানে ভারত থেকে অস্ট্রেলিয়ায় যাওয়া-আসার পথে সাধারণত সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকংয়ে দেওয়া হয় যাত্রাবিরতি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সিঙ্গাপুর ও হংকংয়ে করোনার যে নতুন দুটি ধরন শনাক্ত হয়েছে, সেখান থেকেই অস্ট্রেলিয়ার ক্রিকেটার আক্রান্ত হতে পারেন। যদিও হেড কবে, কীভাবে করোনায় আক্রান্ত হয়েছেন, এই ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি ভেট্টরি।
সানরাইজার্স হায়দরাবাদের মতো হেডের কাছেও এবারের আইপিএল ভুলে যাওয়ার মতোই। লিগ পর্ব থেকে আগেভাগেই বিদায়ঘণ্টা বেজে গিয়েছে দলটির। হেড ১১ ম্যাচে ১০ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন। ২৮.১০ গড় ও ১০৩.০৭ স্ট্রাইকরেটে করেছেন ২৮১ রান। দুটি ফিফটি করেন।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের জেরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রমের ধরনে বিরক্ত ঢাকা ক্যাপিটালসের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি বিপিএলের মাঝপথ
১ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
২ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
২ ঘণ্টা আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
৩ ঘণ্টা আগে