ব্রিজটাউনে রোভম্যান পাওয়েলের তাণ্ডব দেখল ইংল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের ২০ রানের জয়ে আসল নায়ক রোভম্যান। ব্যাটকে তলোয়ার বানিয়ে একাই করছেন ৫৩ বলে ১০৭ রান।
রোভম্যানের ব্যাটিং তাণ্ডব ও নিকোলাস পুরানের ঝোড়ো ইনিংসে ২০ ওভারে ৫ উইকেটে ২২৪ রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৯ উইকেটে ২০৪ রানে থেমে যায় ইংল্যান্ড।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৪৮ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলে তারা। সেখান থেকে নিকোলাস পুরান ও রোভম্যান মিলে গড়েন দারুণ এক জুটি। এ দুজন দলকে নিয়ে যান ১৭০ রানে। পুরানের বিদায়ে ভাঙে এ জুটি। ৪৩ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৭০ রান করেন পুরান। তবে অন্য প্রান্তে ঝড় অব্যাহত রেখে সেঞ্চুরি তুলে নেন রোভম্যান। দলীয় ২১০ রানে ফেরেন তিনি। ফেরার আগে তাঁর ব্যাট থেকে আসে ২০১ স্ট্রাইক রেটে ১০৭ রান। তাঁর ইনিংসে ৪টি চারের পাশাপাশি ছিল ১০টি ছয়ের মার। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ থামে ২২৪ রানে।
জবাব দিতে নেমে ৩৩ রানে ফেরেন জেসন রয় (১৯)। এক প্রান্তে উইকেট পতন অব্যাহত থাকলেও অন্য প্রান্তে অবিচল ছিলেন টম ব্যান্টন। ৩৯ বলে ৭৩ রান করেন এই ব্যাটার। নিচের দিকে ফিল সল্ট করেন ২৪ বলে ৫৭ রান। এর পরও শেষ পর্যন্ত ২০৪ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড। উইন্ডিজ ম্যাচ জিতে নেয় ২০ রানে। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল উইন্ডিজ।

দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
৫ মিনিট আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২৪ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যাবতীয় সব প্রশ্নের উত্তর মিলবে অল্প কিছুক্ষণের মধ্যেই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে চলছে ক্রিকেটারদের পূর্বনির্ধারিত বৈঠক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বিসিবির অন্যান্য কর্মকর্তারাও এসেছেন।
২ ঘণ্টা আগে