
ভারতের হারের পর হতাশায় টুপিতে বিরাট কোহলির মুখ ঢেকে ফেলার দৃশ্য এখন বেশ চিরপরিচিত দৃশ্য। আইসিসির বিভিন্ন ইভেন্ট থেকে শুরু করে আইপিএল-কোহলির ব্যাটে দেখা যায় রানের ফোয়াড়া। তবু কোহলি থেকে যান পরাজিত দলে।
২০২৩ বিশ্বকাপে পরিসংখ্যানের দিকে একবার চোখ বোলালেই বোঝা যাবে কোহলি কতটা দুর্দান্ত ফর্মে ছিলেন। ১১ ম্যাচে ৩ সেঞ্চুরিতে করেছেন ৭৬৫ রান। এক বিশ্বকাপে সর্বোচ্চ রান, ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি-শচীন টেন্ডুলকারের এই দুটি রেকর্ড ভেঙেছেন কোহলি। ৩ সেঞ্চুরির পাশাপাশি ৬ ফিফটি এবার করেছেন কোহলি। পরিস্থিতি বুঝে ব্যাটিং করেছেন। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৩ বলে ৫৪ রান করেছেন। ৭৬৫ রান ও ১ উইকেট নিয়ে এবারের বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন কোহলি। গড়টাও অবিশ্বাস্য এবং তা হলো ৯৫.৬২। তবে ভারতকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ১০ ম্যাচের ১০ টিতে জিতে ফাইনালে এসেই হোঁচট খেল ভারত।
ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েও রানার্সআপ হওয়ার ঘটনা কোহলির সঙ্গে এর আগেও হয়েছে। ২০১৪ সালে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে হয়েছিল আরও এক বিশ্বকাপ। ৯ বছর আগে সেটা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্টেও দুর্দান্ত খেলেছেন কোহলি। ৬ ম্যাচে ১০৬.৩৩ গড় ও ১২৯.১৪ স্ট্রাইকরেটে ৩১৯ রান করে হয়েছিলেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। টুর্নামেন্টের সর্বোচ্চ রান করার পথে ৪টি ফিফটি করেছিলেন তিনি। মিরপুরে ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৮ বলে ৫ চার ও ৪ ছক্কায় করেছিলেন ৭৭ রান। তবে শ্রীলঙ্কা ৬ উইকেটে জিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পায়।
আন্তর্জাতিক ক্রিকেটে দুইবার এমন ঘটনার সাক্ষী হওয়া কোহলির সঙ্গে এমন ঘটনা ঘটেছে আইপিএলেও। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) জার্সিতে ২০১৬ আইপিএলে ছিলেন ফর্মের তুঙ্গে। ৪ সেঞ্চুরি ও ৭ ফিফটিতে করেন ৯৭৩ রান। যা এখনো পর্যন্ত আইপিএলের এক মৌসুমে সর্বোচ্চ রান। সেবার শিরোপার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন কোহলি। প্রথমে ব্যাটিং করে সানরাইজার্স হায়দরাবাদ ২০৮ রান করেছিল। ২০৯ রান তাড়া করতে নেমে আরসিবি ২০০ রানেই আটকে যায়। অবিশ্বাস্য ফর্মে থাকা কোহলি পেয়েছিলেন আইপিএলের টুর্নামেন্ট সেরার পুরস্কার।
বিরাট কোহলির ম্যান অব দ্য টুর্নামেন্ট ও দল রানার্সআপ:
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ; ৭৬৫ রান; ৩ সেঞ্চুরি; ৬ ফিফটি; ব্যাটিং গড়: ৯৫.৬২; স্ট্রাইকরেট: ৯০.৩১; ভারত
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ; ৩১৯ রান; ৪ ফিফটি; ব্যাটিং গড়: ৯৫.৬২; স্ট্রাইকরেট: ১২৯.১৪; ভারত
২০১৬ আইপিএল; ৯৭৩ রান; ৪ সেঞ্চুরি; ৭ ফিফটি; ব্যাটিং গড়: ৮১.০৮; স্ট্রাইকরেট: ১৫২.০৩; রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

ভারতের হারের পর হতাশায় টুপিতে বিরাট কোহলির মুখ ঢেকে ফেলার দৃশ্য এখন বেশ চিরপরিচিত দৃশ্য। আইসিসির বিভিন্ন ইভেন্ট থেকে শুরু করে আইপিএল-কোহলির ব্যাটে দেখা যায় রানের ফোয়াড়া। তবু কোহলি থেকে যান পরাজিত দলে।
২০২৩ বিশ্বকাপে পরিসংখ্যানের দিকে একবার চোখ বোলালেই বোঝা যাবে কোহলি কতটা দুর্দান্ত ফর্মে ছিলেন। ১১ ম্যাচে ৩ সেঞ্চুরিতে করেছেন ৭৬৫ রান। এক বিশ্বকাপে সর্বোচ্চ রান, ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি-শচীন টেন্ডুলকারের এই দুটি রেকর্ড ভেঙেছেন কোহলি। ৩ সেঞ্চুরির পাশাপাশি ৬ ফিফটি এবার করেছেন কোহলি। পরিস্থিতি বুঝে ব্যাটিং করেছেন। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৩ বলে ৫৪ রান করেছেন। ৭৬৫ রান ও ১ উইকেট নিয়ে এবারের বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন কোহলি। গড়টাও অবিশ্বাস্য এবং তা হলো ৯৫.৬২। তবে ভারতকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ১০ ম্যাচের ১০ টিতে জিতে ফাইনালে এসেই হোঁচট খেল ভারত।
ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েও রানার্সআপ হওয়ার ঘটনা কোহলির সঙ্গে এর আগেও হয়েছে। ২০১৪ সালে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে হয়েছিল আরও এক বিশ্বকাপ। ৯ বছর আগে সেটা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্টেও দুর্দান্ত খেলেছেন কোহলি। ৬ ম্যাচে ১০৬.৩৩ গড় ও ১২৯.১৪ স্ট্রাইকরেটে ৩১৯ রান করে হয়েছিলেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। টুর্নামেন্টের সর্বোচ্চ রান করার পথে ৪টি ফিফটি করেছিলেন তিনি। মিরপুরে ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৮ বলে ৫ চার ও ৪ ছক্কায় করেছিলেন ৭৭ রান। তবে শ্রীলঙ্কা ৬ উইকেটে জিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পায়।
আন্তর্জাতিক ক্রিকেটে দুইবার এমন ঘটনার সাক্ষী হওয়া কোহলির সঙ্গে এমন ঘটনা ঘটেছে আইপিএলেও। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) জার্সিতে ২০১৬ আইপিএলে ছিলেন ফর্মের তুঙ্গে। ৪ সেঞ্চুরি ও ৭ ফিফটিতে করেন ৯৭৩ রান। যা এখনো পর্যন্ত আইপিএলের এক মৌসুমে সর্বোচ্চ রান। সেবার শিরোপার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন কোহলি। প্রথমে ব্যাটিং করে সানরাইজার্স হায়দরাবাদ ২০৮ রান করেছিল। ২০৯ রান তাড়া করতে নেমে আরসিবি ২০০ রানেই আটকে যায়। অবিশ্বাস্য ফর্মে থাকা কোহলি পেয়েছিলেন আইপিএলের টুর্নামেন্ট সেরার পুরস্কার।
বিরাট কোহলির ম্যান অব দ্য টুর্নামেন্ট ও দল রানার্সআপ:
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ; ৭৬৫ রান; ৩ সেঞ্চুরি; ৬ ফিফটি; ব্যাটিং গড়: ৯৫.৬২; স্ট্রাইকরেট: ৯০.৩১; ভারত
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ; ৩১৯ রান; ৪ ফিফটি; ব্যাটিং গড়: ৯৫.৬২; স্ট্রাইকরেট: ১২৯.১৪; ভারত
২০১৬ আইপিএল; ৯৭৩ রান; ৪ সেঞ্চুরি; ৭ ফিফটি; ব্যাটিং গড়: ৮১.০৮; স্ট্রাইকরেট: ১৫২.০৩; রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
৬ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১ ঘণ্টা আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
২ ঘণ্টা আগে