নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

দ্বিতীয় সেশনে আর ৫৬ রান যোগ করে ৪০৪ রানে অলআউট হয়েছে ভারত। রবিচন্দ্রণ অশ্বিন ও কুলদীপ যাদবের রেকর্ড অষ্টম উইকেট জুটিতে সফরকারীরা ৪০০ রান পার করে। তবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্বস্তিতে নেই বাংলাদেশ। এর মধ্যে ফিরে গেছেন টপ অর্ডারের দুই ব্যাটার। ২ উইকেটে ৩৭ রান নিয়ে চা-বিরতিতে গেছে বাংলাদেশ।
উইকেটে আছেন অভিষিক্ত জাকির হাসান ও লিটন দাস। ২৬ বলে ২৪ রান শেষ সেশনে ব্যাটিং শুরু করবেন লিটন। তাঁর সঙ্গী ওপেনার জাকির অপরাজিত আছেন ৯ রানে। এর আগে বাংলাদেশ ইনিংসের প্রথম বলেই আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ সিরাজের বলে উইকেটের পেছনে ঋশভ পন্তের হাতে ক্যাচ দিয়েছেন শান্ত।
শান্তর পথেই হেঁটেছেন ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া ইয়াসির আলি রাব্বি। উমেশ যাদবের বলে বোল্ড হয়ে আউট হওয়ার ১৭ বল টিকতে পেরেছেন রাব্বি। ৪ রানের বেশি অবশ্য করতে পারেননি। তৃতীয় উইকেটে জাকিরকে নিয়ে ইনিংস গড়ার দায়িত্ব এখন লিটনের। দুজনের জুটি থেকে এর মধ্যে এসেছে ৩৫ রান।
এর আগে অষ্টম উইকেটে বাংলাদেশ বোলারদের ভালোই ভুগিয়েছেন অশ্বিন ও কুলদীপ। দুজনের জুটি থেকে ওঠে ৯২ রান। বাংলাদেশের বিপক্ষে অষ্টম উইকেটে এটি ভারতের সর্বোচ্চ জুটি। আগের রেকর্ড ছিল অজিত আগারকার ও সুনীল যোশির ৫৬ রান, ২০০০ সালে বাংলাদেশের প্রথম টেস্টে। মেহেদী হাসান মিরাজের বলে সামনে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হয়েছেন অশ্বিন। ৫৮ রান করেন তিনি। এরপর দ্রুত কুলদীপ ও সিরাজকে ফিরিয়ে ভারতের ইনিংসের সমাপ্তি টানেন মিরাজ ও তাইজুল ইসলাম। দুজনই চারটি করে উইকেট নিয়েছেন।

দ্বিতীয় সেশনে আর ৫৬ রান যোগ করে ৪০৪ রানে অলআউট হয়েছে ভারত। রবিচন্দ্রণ অশ্বিন ও কুলদীপ যাদবের রেকর্ড অষ্টম উইকেট জুটিতে সফরকারীরা ৪০০ রান পার করে। তবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্বস্তিতে নেই বাংলাদেশ। এর মধ্যে ফিরে গেছেন টপ অর্ডারের দুই ব্যাটার। ২ উইকেটে ৩৭ রান নিয়ে চা-বিরতিতে গেছে বাংলাদেশ।
উইকেটে আছেন অভিষিক্ত জাকির হাসান ও লিটন দাস। ২৬ বলে ২৪ রান শেষ সেশনে ব্যাটিং শুরু করবেন লিটন। তাঁর সঙ্গী ওপেনার জাকির অপরাজিত আছেন ৯ রানে। এর আগে বাংলাদেশ ইনিংসের প্রথম বলেই আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ সিরাজের বলে উইকেটের পেছনে ঋশভ পন্তের হাতে ক্যাচ দিয়েছেন শান্ত।
শান্তর পথেই হেঁটেছেন ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া ইয়াসির আলি রাব্বি। উমেশ যাদবের বলে বোল্ড হয়ে আউট হওয়ার ১৭ বল টিকতে পেরেছেন রাব্বি। ৪ রানের বেশি অবশ্য করতে পারেননি। তৃতীয় উইকেটে জাকিরকে নিয়ে ইনিংস গড়ার দায়িত্ব এখন লিটনের। দুজনের জুটি থেকে এর মধ্যে এসেছে ৩৫ রান।
এর আগে অষ্টম উইকেটে বাংলাদেশ বোলারদের ভালোই ভুগিয়েছেন অশ্বিন ও কুলদীপ। দুজনের জুটি থেকে ওঠে ৯২ রান। বাংলাদেশের বিপক্ষে অষ্টম উইকেটে এটি ভারতের সর্বোচ্চ জুটি। আগের রেকর্ড ছিল অজিত আগারকার ও সুনীল যোশির ৫৬ রান, ২০০০ সালে বাংলাদেশের প্রথম টেস্টে। মেহেদী হাসান মিরাজের বলে সামনে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হয়েছেন অশ্বিন। ৫৮ রান করেন তিনি। এরপর দ্রুত কুলদীপ ও সিরাজকে ফিরিয়ে ভারতের ইনিংসের সমাপ্তি টানেন মিরাজ ও তাইজুল ইসলাম। দুজনই চারটি করে উইকেট নিয়েছেন।

ভারতের বিপক্ষে গতকাল বুলাওয়েতে জয়ের দারুণ সুবাস পাচ্ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হাতে ৮ উইকেট নিয়ে ৭০ বলে ৭৫ রানের সমীকরণ মেলানো তেমন একটা কঠিন কাজ নয়। কিন্তু ক্রিকেটকে কেন গৌরবময় অনিশ্চয়তার খেলা বলা হয়, সেটা আরও একবার প্রমাণ হয়েছে।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, সূচি দুই মাস আগেই প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে টুর্নামেন্টের সময় যত ঘনিয়ে আসছে, ভেন্যু পরিবর্তন নিয়ে আলোচনা হচ্ছে তত বেশি। এমনকি বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের গ্রুপ পরিবর্তনের কথাও শোনা যাচ্ছে। তবে এমন কিছুতে রাজি নয় আয়ারল্যান্ড।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
১৩ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
১৩ ঘণ্টা আগে