
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছে ১৬ রানে। ১০ বছরের গেরো খুলেছে কুড়ি ওভারের বিশ্বকাপে। এর আগে সর্বশেষ জয় পেয়েছিল তারা ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে।
শুরুটা দারুণ হলেও পরের দুই ম্যাচে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। সেমিফাইনালের আশা প্রায় শেষ বললেই চলে। আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে তারা।
প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের অতীতের ভালো স্মৃতি মনে করেছেন প্রধান কোচ হাসান তিলকরত্নে। টি-টোয়েন্টিতে দুবার এবং ওয়ানডেতে তিনবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
হাসান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের গর্বের জন্য খেলতে হবে। আমরা তাদের (অতীতেও) হারিয়েছি।’ ব্যাটিংয়ের পাশাপাশি আস্থার বোলিংটাও ভালো হচ্ছে না। তারপরও কিছুটা প্রতিরোধ গড়ছে বোলিংয়েই। উদ্বেগের জায়গা, গত দুই ম্যাচে প্রায় ১০ ওভার ডট দিয়েছেন ব্যাটাররা।
ব্যাটিং নিয়ে বেশ চিন্তায় হাসানও, ‘ব্যাটিং নিয়ে আমরা উদ্বিগ্ন। ডট বল নিয়ে আমরা কাজ করছি। এ বিষয়গুলো নিয়ে আমরা এখনো কাজ করছি। গত ম্যাচে আমাদের ৫৭টি ডট বল গেছে। আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আমরা ৬৩টি ডট বল দিয়েছিলাম। এ বিষয়গুলো আমাদের উন্নতি করতে হবে।’
ফিল্ডিংয়ের অবস্থাও নাজুক। হাসান বলেন, ‘হ্যাঁ, আমাদের ফিল্ডিং অবশ্যই স্ট্যান্ডার্ডের নিচে। তিন ম্যাচে আমরা মোট ৯টি ক্যাচ ছেড়েছি। এ জায়গায় আমাদের উন্নতি করতে হবে। বিশ্বকাপের মতো আসরে নিজেদের এ ভুল লুকিয়ে রাখা সম্ভব নয়।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছে ১৬ রানে। ১০ বছরের গেরো খুলেছে কুড়ি ওভারের বিশ্বকাপে। এর আগে সর্বশেষ জয় পেয়েছিল তারা ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে।
শুরুটা দারুণ হলেও পরের দুই ম্যাচে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। সেমিফাইনালের আশা প্রায় শেষ বললেই চলে। আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে তারা।
প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের অতীতের ভালো স্মৃতি মনে করেছেন প্রধান কোচ হাসান তিলকরত্নে। টি-টোয়েন্টিতে দুবার এবং ওয়ানডেতে তিনবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
হাসান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের গর্বের জন্য খেলতে হবে। আমরা তাদের (অতীতেও) হারিয়েছি।’ ব্যাটিংয়ের পাশাপাশি আস্থার বোলিংটাও ভালো হচ্ছে না। তারপরও কিছুটা প্রতিরোধ গড়ছে বোলিংয়েই। উদ্বেগের জায়গা, গত দুই ম্যাচে প্রায় ১০ ওভার ডট দিয়েছেন ব্যাটাররা।
ব্যাটিং নিয়ে বেশ চিন্তায় হাসানও, ‘ব্যাটিং নিয়ে আমরা উদ্বিগ্ন। ডট বল নিয়ে আমরা কাজ করছি। এ বিষয়গুলো নিয়ে আমরা এখনো কাজ করছি। গত ম্যাচে আমাদের ৫৭টি ডট বল গেছে। আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আমরা ৬৩টি ডট বল দিয়েছিলাম। এ বিষয়গুলো আমাদের উন্নতি করতে হবে।’
ফিল্ডিংয়ের অবস্থাও নাজুক। হাসান বলেন, ‘হ্যাঁ, আমাদের ফিল্ডিং অবশ্যই স্ট্যান্ডার্ডের নিচে। তিন ম্যাচে আমরা মোট ৯টি ক্যাচ ছেড়েছি। এ জায়গায় আমাদের উন্নতি করতে হবে। বিশ্বকাপের মতো আসরে নিজেদের এ ভুল লুকিয়ে রাখা সম্ভব নয়।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
৪৪ মিনিট আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১ ঘণ্টা আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
২ ঘণ্টা আগে