Ajker Patrika

‘বাংলাদেশ দলে খেলার স্বপ্ন যখন থাকবে না, ক্রিকেটই খেলব না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ জুন ২০২৫, ১২: ১৩
‘বাংলাদেশ দলে খেলার স্বপ্ন যখন থাকবে না, ক্রিকেটই খেলব না’
আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ মাস আগে সবশেষ খেলেছেন নুরুল হাসান সোহান। ছবি: ক্রিকইনফো

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করে যাচ্ছেন নুরুল হাসান সোহান। কিন্তু ২০২৩-এর ডিসেম্বরের পর থেকে তাঁর জাতীয় দলে ফেরার দরজায় যে তালা পড়ে গেছে, সেটা ভাঙতে পারছেন না কিছুতেই। আক্ষেপের সুরে তিনি জানালেন, এমনটা হলে একসময় ক্রিকেটকেই বিদায় বলে দেবেন।

মিরপুরে ২০২৩-এর ডিসেম্বরে বাংলাদেশের জার্সিতে যেটা সোহান শেষ ম্যাচ খেলেছেন, সেটা মূলত টেস্ট ম্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই টেস্টের আগে ওয়ানডে খেলেছেন মিরপুরে সে বছরেরই সেপ্টেম্বরে। সাদা বলের ক্রিকেটে এরপর দারুণ খেলছেন সোহান। তাঁর নেতৃত্বেই গত বছর গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স। বিপিএলেও খেলেছেন দুর্দান্ত। আর লিস্ট ‘এ’ সংস্করণের ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৩-২৪, ২০২৪-২৫—দুই মৌসুমে সোহান করেছেন ৪৯৫ ও ৫২২ রান। ধারাবাহিক খেলতে থাকা এই ক্রিকেটারের সুযোগ হলো না শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে সুযোগ না পাওয়া সোহান চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচে ৭০ বলে ৯৭ রানের ইনিংস খেলেছেন। সবুজ দলের বিপক্ষে গতকাল তিনি ৫০ ওভারের ম্যাচে খেলেছেন লাল দলের হয়ে। ম্যাচ শেষে সোহান জানিয়েছেন জাতীয় দল নিয়ে তাঁর আক্ষেপের জায়গা। সাংবাদিকদের ৩১ বছর বয়সী এই বাংলাদেশি ক্রিকেটার বলেন, ‘ওয়ানডে সবশেষ যখন খেলেছি, তখন হয়তো ভালোভাবে শেষ করেছিলাম। যদি নিয়মিত হতে পারতাম, তাহলে হয়তো ক্যারিয়ারটা অন্যরকম এক জায়গায় থাকত। অবশ্যই সেখানে আক্ষেপ আছে। সেখানে সুযোগটা হয়তো কাজে লাগাতে পারিনি। সব সময় জাতীয় দলে খেলাকে প্রাধান্য দিয়েছি। জাতীয় দলের জন্য খেলতে চাই। যখন সেই স্বপ্নটা থাকবে না, হয়তো ক্রিকেটটাই খেলব না।’

৭০ বলে ৭ চার ও ৭ ছক্কায় ৯৭ রান গতকাল করেছেন সোহান। তিন রানের জন্য সেঞ্চুরি মিস করলেও সেটা নিয়ে তাঁর খুব একটা আক্ষেপ নেই। বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয়েছে ব্যাটিংটা ভালো হয়েছে। সবচেয়ে বড় কথা, ভালো ব্যাটিং করতে পেরেছি। ১০০ হলে ভালো লাগত।’

যেদিন শ্রীলঙ্কা সিরিজের দলে সোহান সুযোগ পেলেন না, সেদিনই প্রস্তুতি ম্যাচে ৯৭ রানের ইনিংসটা কি তাঁর আক্ষেপের বহিঃপ্রকাশ? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এই ইনিংসটা দিয়ে তো আক্ষেপের কিছু না। সব মিলিয়ে গত কয়েক বছরে ৫০ ওভারের ম্যাচে ভালো যাচ্ছে। যে মৌসুমগুলো ঘরোয়া ক্রিকেটে খেলেছি, সেই মৌসুমগুলো ভালো যাচ্ছে। আমি নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করছি।’

সোহানকে অধিনায়ক করে এবারও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর জিএসএলের দল ঘোষণা করেছে। ১০ থেকে ১৮ জুলাই গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে হবে জিএসএলের দ্বিতীয় মৌসুম। জিএসএল ছাপিয়ে সোহানের কাছে জাতীয় দলের গুরুত্ব সবচেয়ে বেশি। ৩১ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘বাংলাদেশ জাতীয় দল আমার কাছে প্রাধান্যের জায়গায় সবার ওপরে। পাশাপাশি রংপুরের একটা ম্যাচও আছে জিএসএলে। এখানে (বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ) সুযোগ মেলেনি, সেখানে (জিএসএল) হয়তো খেলতে পারি। যেটা বললাম যে জাতীয় দলে খেলার আশা বা স্বপ্ন যখন থাকবে না, তখন আর ক্রিকেট খেলব না।’

৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে গতকাল টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সবুজ দলের অধিনায়ক শেখ মেহেদী হাসান। প্রথমে ব্যাটিং নিয়ে ৫০ ওভারে ৮ উইকেটে ২৭০ রান করেছে সবুজ দল। জবাবে ৩৯.৩ ওভারে ২৬৪ রানে অলআউট হয়েছে লাল দল। সোহানের ঝোড়ো ইনিংসের পরও ব্যাটিং ব্যর্থতায় ৬ রানে হারল লাল দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

রাস্তায় সাইকেল থামিয়ে মুদিদোকানিকে কুপিয়ে হত্যার পর ‘হামলাকারী’ নিহত গণপিটুনিতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত