নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বছরের শুরুতে বিপিএলে দুর্দান্ত খেলা তাওহীদ হৃদয় আন্তর্জাতিক ক্রিকেটে এসেও ভালো একটা আগমনী বার্তাই দিয়েছেন। আগের সিরিজ দুটি দেশে খেললেও এবার তাঁর চ্যালেঞ্জ দেশের বাইরে দুর্দান্ত কিছু করা। গতকাল চেমসফোর্ডের কঠিন কন্ডিশনে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে থিতু হয়েও ইনিংস ২৭ রানের বেশি করতে পারেননি।
হৃদয়ের মতো গতকাল বাংলাদেশের টপ অর্ডারের বেশির ভাগ ব্যাটার ফিরেছেন থিতু হয়ে। এতে বেশ চাপেই পড়েছে বাংলাদেশ। হৃদয় মনে করেন, বড় স্কোর গড়তে অন্তত একজন ব্যাটারের লম্বা ইনিংস খেলে ফিরতে হবে। আজ ইংল্যান্ডে বিশ্রামের দিনে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমরা কয়েকজন সেট হয়ে আউট হয়েছি। শান্ত ভাই, মিরাজ ভাই, আমার ইনিংসটাও বলতে হবে, সেট হয়ে আউট হয়েছি। এখানে কারও যদি ১০০ বা ৮০ রানের ইনিংস হতো, ম্যাচের দৃশ্য আরেকরকম হতো। ২৮০–৩০০ রানের স্কোর হতো। সামনের ম্যাচে এমন পরিস্থিতি তৈরি হলে যেন একজন ব্যাটার খেলাটা শেষ করে আসতে পারি।’
হৃদয়-লিটনদের ব্যাটে স্বভাবসুলভ স্ট্রোক প্লের প্রদর্শনীও দেখা যায়নি আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে। এটির ব্যাখ্যায় হৃদয় সামনে এনেছেন কঠিন পরিস্থিতিকে, ‘(গতকাল) যে পরিস্থিতি ছিল চাইলেও ঝুঁকি নিতে পারছিলাম না। একটু পর পর উইকেট হারিয়েছি আমরা। মনে হয়েছে কিছু হিসাবি ঝুঁকি নিতে হবে। এ মাঠে ৩০০–৩৫০ রানের স্কোর করতে হলে এই হিসাবি ঝুঁকি আমাদের নিতেই হবে।’
বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ানো হৃদয় বেশ উপভোগ করছেন আন্তর্জাতিক ক্রিকেট। দলে একেবারে তরুণ সদস্য হলেও ড্রেসিংরুমে তিনি খুবই স্বচ্ছন্দ। এটির পেছনে দলে সিনিয়র ও তরুণ খেলোয়াড়দের মধ্যে মেলবন্ধনকে বড় করে দেখছেন হৃদয়, ‘সবাই এখানে অনেক সহায়তা করে। কখনো মনে হয় না খুব সিনিয়র (আছে দলে) ...। সবাই সবার সঙ্গে ফ্রি। যখন যেটা প্রয়োজন, সবাই অনেক সহায়তা করে। আমরা এখন যে অবস্থায়, খুব ভালো অবস্থায় আছি। আমরা যদি এটা ধরে রাখতে পারি, আশা করি ভালো ফল আসবে। আমাদের সবার বন্ডিং এখন অনেক ভালো। এখানে (জাতীয় দলে) এসে কখনোই মনে হয়নি আমি নতুন খেলোয়াড়। কখনোই অস্বস্তি বোধ করিনি। খুব ভালো লাগছে।’

বছরের শুরুতে বিপিএলে দুর্দান্ত খেলা তাওহীদ হৃদয় আন্তর্জাতিক ক্রিকেটে এসেও ভালো একটা আগমনী বার্তাই দিয়েছেন। আগের সিরিজ দুটি দেশে খেললেও এবার তাঁর চ্যালেঞ্জ দেশের বাইরে দুর্দান্ত কিছু করা। গতকাল চেমসফোর্ডের কঠিন কন্ডিশনে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে থিতু হয়েও ইনিংস ২৭ রানের বেশি করতে পারেননি।
হৃদয়ের মতো গতকাল বাংলাদেশের টপ অর্ডারের বেশির ভাগ ব্যাটার ফিরেছেন থিতু হয়ে। এতে বেশ চাপেই পড়েছে বাংলাদেশ। হৃদয় মনে করেন, বড় স্কোর গড়তে অন্তত একজন ব্যাটারের লম্বা ইনিংস খেলে ফিরতে হবে। আজ ইংল্যান্ডে বিশ্রামের দিনে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমরা কয়েকজন সেট হয়ে আউট হয়েছি। শান্ত ভাই, মিরাজ ভাই, আমার ইনিংসটাও বলতে হবে, সেট হয়ে আউট হয়েছি। এখানে কারও যদি ১০০ বা ৮০ রানের ইনিংস হতো, ম্যাচের দৃশ্য আরেকরকম হতো। ২৮০–৩০০ রানের স্কোর হতো। সামনের ম্যাচে এমন পরিস্থিতি তৈরি হলে যেন একজন ব্যাটার খেলাটা শেষ করে আসতে পারি।’
হৃদয়-লিটনদের ব্যাটে স্বভাবসুলভ স্ট্রোক প্লের প্রদর্শনীও দেখা যায়নি আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে। এটির ব্যাখ্যায় হৃদয় সামনে এনেছেন কঠিন পরিস্থিতিকে, ‘(গতকাল) যে পরিস্থিতি ছিল চাইলেও ঝুঁকি নিতে পারছিলাম না। একটু পর পর উইকেট হারিয়েছি আমরা। মনে হয়েছে কিছু হিসাবি ঝুঁকি নিতে হবে। এ মাঠে ৩০০–৩৫০ রানের স্কোর করতে হলে এই হিসাবি ঝুঁকি আমাদের নিতেই হবে।’
বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ানো হৃদয় বেশ উপভোগ করছেন আন্তর্জাতিক ক্রিকেট। দলে একেবারে তরুণ সদস্য হলেও ড্রেসিংরুমে তিনি খুবই স্বচ্ছন্দ। এটির পেছনে দলে সিনিয়র ও তরুণ খেলোয়াড়দের মধ্যে মেলবন্ধনকে বড় করে দেখছেন হৃদয়, ‘সবাই এখানে অনেক সহায়তা করে। কখনো মনে হয় না খুব সিনিয়র (আছে দলে) ...। সবাই সবার সঙ্গে ফ্রি। যখন যেটা প্রয়োজন, সবাই অনেক সহায়তা করে। আমরা এখন যে অবস্থায়, খুব ভালো অবস্থায় আছি। আমরা যদি এটা ধরে রাখতে পারি, আশা করি ভালো ফল আসবে। আমাদের সবার বন্ডিং এখন অনেক ভালো। এখানে (জাতীয় দলে) এসে কখনোই মনে হয়নি আমি নতুন খেলোয়াড়। কখনোই অস্বস্তি বোধ করিনি। খুব ভালো লাগছে।’

ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এই সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা ও আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
৩ ঘণ্টা আগে
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে খুবই বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস। টানা ৬ হারে খাদের কিনারার পৌঁছে যায় তারা। অবশেষে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী। আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে হায়দার আলীর দল।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয় ঠিক কোথা থেকে আসে এনিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলার সময় বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ রাজস্ব কিন্তু আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ সফরে গত নভেম্বর-ডিসেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ড। সে সিরিজের দল নিয়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে আইরিশরা। আজ ছোট সংস্করণের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
৪ ঘণ্টা আগে