
২০২৩-২৪ মৌসুমের ঘরোয়া ক্রিকেটের সূচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। বাংলাদেশ সিরিজ দিয়েই শুরু হবে কিউইদের ঘরের মাঠে ক্রিকেটের নতুন মৌসুম।
নিউজিল্যান্ড সফরে এ বছরের ডিসেম্বরে সীমিত ওভারের ক্রিকেট খেলবে বাংলাদেশ। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে ১৭ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ ডিসেম্বর। বাংলাদেশ-নিউজিল্যান্ড এই ছয় ম্যাচ খেলবে চার ভেন্যুতে।
বাংলাদেশের পরে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া—এই তিন দল নিউজিল্যান্ড সফরে যাবে। এ ছাড়া পাকিস্তান নারী ক্রিকেট দল ও ইংল্যান্ড নারী ক্রিকেট দলও নিউজিল্যান্ড সফর করবে। এনজেডসির প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট এ ব্যাপারে বলেন, ‘শক্তির কার্যকারিতা নীতি অনুযায়ী আমাদের কৌশল ঠিকই আছে। জলবায়ু পরিবর্তনে আমরা এখন যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, তাতে খেলার সংস্থা হিসেবে আমরা ঠিকই করেছি। ভেন্যুর আলোর কথা চিন্তা করে সূচিতে টানা কয়েকটি রাতের ম্যাচ ও দিনের ম্যাচ রেখেছি পরিবার, বয়স্ক সবার সুবিধার কথা চিন্তা করেই।’
২০২১ থেকে এখন পর্যন্ত তিনবার নিউজিল্যান্ড সফর করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন সংস্করণ মিলে খেলেছে ১২ ম্যাচ। ১২ ম্যাচের মধ্যে ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচই শুধু বাংলাদেশ জিতেছে। ২০২১-এর ছয় ম্যাচের সীমিত ওভারের ক্রিকেট সিরিজ (তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ), ২০২২-এর ক্রাইস্টচার্চ টেস্ট, ত্রিদেশীয় সিরিজ (বাংলাদেশ-নিউজিল্যান্ড-পাকিস্তান)—সব ম্যাচ হেরেছে বাংলাদেশ।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ম্যাচের সূচি:
ম্যাচ তারিখ ভেন্যু
প্রথম ওয়ানডে ১৭ ডিসেম্বর ডানেডিন
দ্বিতীয় ওয়ানডে ২০ ডিসেম্বর নেলসন
তৃতীয় ওয়ানডে ২৩ ডিসেম্বর নেপিয়ার
প্রথম টি-টোয়েন্টি ২৭ ডিসেম্বর নেপিয়ার
দ্বিতীয় টি-টোয়েন্টি ২৯ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুই
তৃতীয় টি-টোয়েন্টি ৩১ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুই

২০২৩-২৪ মৌসুমের ঘরোয়া ক্রিকেটের সূচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। বাংলাদেশ সিরিজ দিয়েই শুরু হবে কিউইদের ঘরের মাঠে ক্রিকেটের নতুন মৌসুম।
নিউজিল্যান্ড সফরে এ বছরের ডিসেম্বরে সীমিত ওভারের ক্রিকেট খেলবে বাংলাদেশ। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে ১৭ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ ডিসেম্বর। বাংলাদেশ-নিউজিল্যান্ড এই ছয় ম্যাচ খেলবে চার ভেন্যুতে।
বাংলাদেশের পরে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া—এই তিন দল নিউজিল্যান্ড সফরে যাবে। এ ছাড়া পাকিস্তান নারী ক্রিকেট দল ও ইংল্যান্ড নারী ক্রিকেট দলও নিউজিল্যান্ড সফর করবে। এনজেডসির প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট এ ব্যাপারে বলেন, ‘শক্তির কার্যকারিতা নীতি অনুযায়ী আমাদের কৌশল ঠিকই আছে। জলবায়ু পরিবর্তনে আমরা এখন যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, তাতে খেলার সংস্থা হিসেবে আমরা ঠিকই করেছি। ভেন্যুর আলোর কথা চিন্তা করে সূচিতে টানা কয়েকটি রাতের ম্যাচ ও দিনের ম্যাচ রেখেছি পরিবার, বয়স্ক সবার সুবিধার কথা চিন্তা করেই।’
২০২১ থেকে এখন পর্যন্ত তিনবার নিউজিল্যান্ড সফর করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন সংস্করণ মিলে খেলেছে ১২ ম্যাচ। ১২ ম্যাচের মধ্যে ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচই শুধু বাংলাদেশ জিতেছে। ২০২১-এর ছয় ম্যাচের সীমিত ওভারের ক্রিকেট সিরিজ (তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ), ২০২২-এর ক্রাইস্টচার্চ টেস্ট, ত্রিদেশীয় সিরিজ (বাংলাদেশ-নিউজিল্যান্ড-পাকিস্তান)—সব ম্যাচ হেরেছে বাংলাদেশ।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ম্যাচের সূচি:
ম্যাচ তারিখ ভেন্যু
প্রথম ওয়ানডে ১৭ ডিসেম্বর ডানেডিন
দ্বিতীয় ওয়ানডে ২০ ডিসেম্বর নেলসন
তৃতীয় ওয়ানডে ২৩ ডিসেম্বর নেপিয়ার
প্রথম টি-টোয়েন্টি ২৭ ডিসেম্বর নেপিয়ার
দ্বিতীয় টি-টোয়েন্টি ২৯ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুই
তৃতীয় টি-টোয়েন্টি ৩১ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুই

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৯ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৯ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
১১ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১৪ ঘণ্টা আগে