Ajker Patrika

‘তাসকিন না থাকায় দায়িত্ব নিতে হবে সবাইকে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘তাসকিন না থাকায় দায়িত্ব নিতে হবে সবাইকে’

আগামী মাসে ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এ সিরিজকে সামনে রেখেও চন্ডিকা হাথুরুসিংহের অভিনব পরিকল্পনা। যেখানে তামিম ইকবালরা খেলবেন, ওই চেমফসফোর্ডের উইকেট ও কন্ডিশনের সঙ্গে বাংলাদেশের সিলেট অনেকটা কাছাকাছি। যার জন্য কাল থেকে শুরু হতে যাওয়া তিন দিনের ক্যাম্পের জন্য হাথুরুসিংহে বেছে নেন সিলেটের ভেন্যুকে।

আজ মিরপুরে সেটি সাংবাদিকদের ও বললেন বাংলাদেশ কোচ, ‘আমরা যখন সিলেটে খেলেছি, মনে হলো ইংল্যান্ডের উইকেটের সঙ্গে এখানের উইকেটের মিল রয়েছে। তাই মনে হলো সেখানেই অনুশীলন করা উচিত। এ ছাড়া আবহাওয়ার বিষয়টি তো আছেই।’

উইকেট নিয়ে হাথুরুর সঙ্গে একমত বাংলাদেশ দলে পেসার হাসান মাহমুদও। তবে দলের অন্যতম পেসার তাসকিন আহমেদ না থাকায় এ সফরে হাসানের উপরই থাকছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। আর এটি তাঁর জন্য বাড়তি কোনো চাপ হবে কি না? আজ সিলেটে যাওয়ার ব্যাপারে হাসান বলে গেলেন, ‘না, এটা দলের জন্য একটা ভালো দিক না। তবু আমরা চেষ্টা করব সবাই দায়িত্ব নিতে, চেষ্টা করলে ভালো কিছু হবে।’

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে কাল সকাল সাড়ে ৯টা থেকে তিন ঘণ্টা চলবে মুশফিকুর রহিম-তাওহীদ হৃদয়দের প্রথম দিনের অনুশীলন। আগামী পরশু দক্ষতা বৃদ্ধির অনুশীলন শেষে সেদিনই আবার ঢাকায় ফিরবে দল। 

ক্যাম্পটা কাজে লাগানোর কথা বললেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও, ‘আয়ারল্যান্ড সিরিজের আগে প্রস্তুতি নেওয়া গুরুত্বপূর্ণ। যে কদিন সুযোগ পাই, অনুশীলনের ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত