
সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করেছে শ্রীলঙ্কা। টেস্ট সিরিজটা স্বপ্নের মতো কাটিয়েছেন কামিন্দু মেন্ডিস। ব্যাটে বলে অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছেন সিরিজসেরা। আইসিসির মার্চ মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন লঙ্কান এই ক্রিকেটার।
৪ মার্চ থেকে ৩ এপ্রিল—প্রায় এক মাসের বাংলাদেশ সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে শ্রীলঙ্কা। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির পাশাপাশি ছিল ২ টেস্ট। যার মধ্যে ৩০ মার্চ চট্টগ্রামে শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট। তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট—মার্চে কামিন্দু ৫ ম্যাচ খেলে ৭২.৫০ গড়ে করেছেন ৪৩৫ রান। আন্তর্জাতিক ক্রিকেটে গত মাসে তিনিই সর্বোচ্চ স্কোরার। এর মধ্যে দুই টেস্টে করেন ৩৬৭ রান। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে সর্বোচ্চ রানসংগ্রাহক কামিন্দু বোলিংয়ে নেন ৩ উইকেট। সিলেটে সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করেন। ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে প্রথম ও দ্বিতীয় ইনিংসে ২০২ ও ১৭৩ রানের জুটি গড়তে অবদান রাখেন কামিন্দু। সেই টেস্টে ওলটপালট হয়ে যায় রেকর্ড বইয়ের অনেক পাতা।
কামিন্দুর সঙ্গে মাসসেরার মনোনয়ন পেয়েছেন আয়ারল্যান্ডের মার্ক অ্যাডাইর ও নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। ২৮ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত ২০ দিন সংযুক্ত আরব আমিরাতে ১ টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে আফগানিস্তান-আয়ারল্যান্ড। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আয়ারল্যান্ড হতাশাজনক পারফরম্যান্স করলেও অ্যাডাইর দুর্দান্ত বোলিং করেন। মার্চে নিয়েছেন ৮ উইকেট, এর পাঁচটিই টি-টোয়েন্টি সিরিজে। এর আগে ফেব্রুয়ারির শেষের দিকে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে টেস্টে নিজেদের প্রথম জয় পায় আয়ারল্যান্ড। আইরিশদের ঐতিহাসিক জয়ের ম্যাচে ৯৫ রানে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন। প্রথম ইনিংসে ৩৯ রানে নেন ৫ উইকেট। আইরিশ পেসারের এটাই টেস্টে প্রথমবারের মতো এক ইনিংসে ৫ উইকেট।
অ্যাডাইরের সঙ্গে হেনরির গল্পের কিছুটা হলেও মিল রয়েছে। ২৯ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ—ঘরের মাঠে নিউজিল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে কিউইরা। ব্ল্যাকক্যাপসদের হতাশার সিরিজে ১৭ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারী তিনিই। মার্চে সিরিজের দ্বিতীয় টেস্টে নেন ৯ উইকেট। যেখানে প্রথম ইনিংসে ৬৭ রানে ৭ উইকেট নেন। নিউজিল্যান্ড ধবলধোলাই হলেও সিরিজসেরা হয়েছেন হেনরি। ব্যাটিংয়ে করেছেন ১০১ রান।

সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করেছে শ্রীলঙ্কা। টেস্ট সিরিজটা স্বপ্নের মতো কাটিয়েছেন কামিন্দু মেন্ডিস। ব্যাটে বলে অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছেন সিরিজসেরা। আইসিসির মার্চ মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন লঙ্কান এই ক্রিকেটার।
৪ মার্চ থেকে ৩ এপ্রিল—প্রায় এক মাসের বাংলাদেশ সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে শ্রীলঙ্কা। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির পাশাপাশি ছিল ২ টেস্ট। যার মধ্যে ৩০ মার্চ চট্টগ্রামে শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট। তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট—মার্চে কামিন্দু ৫ ম্যাচ খেলে ৭২.৫০ গড়ে করেছেন ৪৩৫ রান। আন্তর্জাতিক ক্রিকেটে গত মাসে তিনিই সর্বোচ্চ স্কোরার। এর মধ্যে দুই টেস্টে করেন ৩৬৭ রান। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে সর্বোচ্চ রানসংগ্রাহক কামিন্দু বোলিংয়ে নেন ৩ উইকেট। সিলেটে সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করেন। ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে প্রথম ও দ্বিতীয় ইনিংসে ২০২ ও ১৭৩ রানের জুটি গড়তে অবদান রাখেন কামিন্দু। সেই টেস্টে ওলটপালট হয়ে যায় রেকর্ড বইয়ের অনেক পাতা।
কামিন্দুর সঙ্গে মাসসেরার মনোনয়ন পেয়েছেন আয়ারল্যান্ডের মার্ক অ্যাডাইর ও নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। ২৮ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত ২০ দিন সংযুক্ত আরব আমিরাতে ১ টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে আফগানিস্তান-আয়ারল্যান্ড। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আয়ারল্যান্ড হতাশাজনক পারফরম্যান্স করলেও অ্যাডাইর দুর্দান্ত বোলিং করেন। মার্চে নিয়েছেন ৮ উইকেট, এর পাঁচটিই টি-টোয়েন্টি সিরিজে। এর আগে ফেব্রুয়ারির শেষের দিকে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে টেস্টে নিজেদের প্রথম জয় পায় আয়ারল্যান্ড। আইরিশদের ঐতিহাসিক জয়ের ম্যাচে ৯৫ রানে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন। প্রথম ইনিংসে ৩৯ রানে নেন ৫ উইকেট। আইরিশ পেসারের এটাই টেস্টে প্রথমবারের মতো এক ইনিংসে ৫ উইকেট।
অ্যাডাইরের সঙ্গে হেনরির গল্পের কিছুটা হলেও মিল রয়েছে। ২৯ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ—ঘরের মাঠে নিউজিল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে কিউইরা। ব্ল্যাকক্যাপসদের হতাশার সিরিজে ১৭ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারী তিনিই। মার্চে সিরিজের দ্বিতীয় টেস্টে নেন ৯ উইকেট। যেখানে প্রথম ইনিংসে ৬৭ রানে ৭ উইকেট নেন। নিউজিল্যান্ড ধবলধোলাই হলেও সিরিজসেরা হয়েছেন হেনরি। ব্যাটিংয়ে করেছেন ১০১ রান।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১০ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১১ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১২ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১২ ঘণ্টা আগে