নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্বকাপের কোনো সংস্করণে তিন ম্যাচের বেশি জিততে পারেনি বাংলাদেশ দল। তবে এবার সেই বৃত্ত থেকে বেরিয়ে আসতে চান সাকিব আল হাসানরা। তরুণ ও অভিজ্ঞদের নিয়ে তাঁর নেতৃত্বে এবার দলও খুব গোছানো। তাই দেশের মানুষ গত বিশ্বকাপের চেয়ে এবার বাংলাদেশ দলের কাছে আরও ভালো কিছু আশা করছেন বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। আজ বিশ্বকাপের ‘ক্যাপ্টেনস ডে’তে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ অধিনায়ক।
ক্যারিয়ারে পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ খেলছেন সাকিব। ২০১৯ বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সে করেছিলেন এই অলরাউন্ডার। আট ম্যাচে করেছিলেন ৬০৬ রান, দুটি সেঞ্চুরির পাশাপাশি ছিল ৫টি হাফ সেঞ্চুরি। তবে সে অর্থে ভালো করেনি দল। ৯ ম্যাচের মধ্যে মাত্র ৩টি জিতেছিল বাংলাদেশ।
২০১১ বিশ্বকাপের পর এবারও বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাকিব। আজ ভারতের আহমেদাবাদে ক্যাপ্টেনস ডেতে ২০১৯ বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের অধিনায়ক এউইন মরগান বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করেছিলেন সাকিবকে। নিজেদের প্রস্তুতির ব্যাপারে সাকিব বললেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। গত বিশ্বকাপের পর থেকে দেখবেন আমরা বাছাইপর্বে (ওয়ানডে সুপার লিগ) ৩ বা ৪ নম্বর দল ছিলাম পয়েন্টের হিসেবে। আমরা সত্যিই ভালো করেছি দল হিসেবে। এখন বিশ্বকাপে ভালো কিছু করে দেখানোর পালা। আমাদের দল প্রস্তুত। দেশ হয়তো গতবার যা করেছিলাম, তার চেয়ে ভালো কিছু আশা করছে।’
গত বিশ্বকাপের পারফরম্যান্স অনুপ্রাণিত করে সাকিবকেও। এবারও ব্যাটিং-বোলিংয়ে অবদান রাখতে চান বাংলাদেশ অধিনায়ক, ‘আমার মনে হয়, ভালো করতে এটা আমাকে সব সময় অনুপ্রাণিত করেছে। ব্যক্তিগতভাবে আমি কোনো পরিসংখ্যানের দিকে তাকাইনি, যতক্ষণ দলের জন্য অবদান রাখতে পারছি। আমার কাছে দলই আগে। পুরো ক্যারিয়ারে এটাই আমার নীতি।’

বিশ্বকাপের কোনো সংস্করণে তিন ম্যাচের বেশি জিততে পারেনি বাংলাদেশ দল। তবে এবার সেই বৃত্ত থেকে বেরিয়ে আসতে চান সাকিব আল হাসানরা। তরুণ ও অভিজ্ঞদের নিয়ে তাঁর নেতৃত্বে এবার দলও খুব গোছানো। তাই দেশের মানুষ গত বিশ্বকাপের চেয়ে এবার বাংলাদেশ দলের কাছে আরও ভালো কিছু আশা করছেন বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। আজ বিশ্বকাপের ‘ক্যাপ্টেনস ডে’তে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ অধিনায়ক।
ক্যারিয়ারে পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ খেলছেন সাকিব। ২০১৯ বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সে করেছিলেন এই অলরাউন্ডার। আট ম্যাচে করেছিলেন ৬০৬ রান, দুটি সেঞ্চুরির পাশাপাশি ছিল ৫টি হাফ সেঞ্চুরি। তবে সে অর্থে ভালো করেনি দল। ৯ ম্যাচের মধ্যে মাত্র ৩টি জিতেছিল বাংলাদেশ।
২০১১ বিশ্বকাপের পর এবারও বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাকিব। আজ ভারতের আহমেদাবাদে ক্যাপ্টেনস ডেতে ২০১৯ বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের অধিনায়ক এউইন মরগান বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করেছিলেন সাকিবকে। নিজেদের প্রস্তুতির ব্যাপারে সাকিব বললেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। গত বিশ্বকাপের পর থেকে দেখবেন আমরা বাছাইপর্বে (ওয়ানডে সুপার লিগ) ৩ বা ৪ নম্বর দল ছিলাম পয়েন্টের হিসেবে। আমরা সত্যিই ভালো করেছি দল হিসেবে। এখন বিশ্বকাপে ভালো কিছু করে দেখানোর পালা। আমাদের দল প্রস্তুত। দেশ হয়তো গতবার যা করেছিলাম, তার চেয়ে ভালো কিছু আশা করছে।’
গত বিশ্বকাপের পারফরম্যান্স অনুপ্রাণিত করে সাকিবকেও। এবারও ব্যাটিং-বোলিংয়ে অবদান রাখতে চান বাংলাদেশ অধিনায়ক, ‘আমার মনে হয়, ভালো করতে এটা আমাকে সব সময় অনুপ্রাণিত করেছে। ব্যক্তিগতভাবে আমি কোনো পরিসংখ্যানের দিকে তাকাইনি, যতক্ষণ দলের জন্য অবদান রাখতে পারছি। আমার কাছে দলই আগে। পুরো ক্যারিয়ারে এটাই আমার নীতি।’

২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম খুশির বার্তা নিয়ে হাজির হয়েছিল মোস্তাফিজুর রহমানের জন্য। নিলাম থেকে তাঁকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু দল পেলেও কোটি টাকার টুর্নামেন্টে কাটার মাস্টারের খেলা নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছে।
২৯ মিনিট আগে
রংপুর রাইডার্সের প্রতিনিধি ও বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেককে একটা ধন্যবাদ দিতেই পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে শুরুতে তাঁর প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। পরে সম্মান দেখিয়ে এই অভিজ্ঞ ক্রিকেটারকে দলে নেয় রংপুর।
৩৯ মিনিট আগে
২৪ ঘণ্টার ব্যবধানে দেখা গেল দুই রকম মাহমুদউল্লাহ রিয়াদকে। বাংলাদেশে প্রিমিয়ার লিগে (বিপিএল) গত পরশু রাতে ব্যাট হাতে হতাশ করেছিলেন রংপুর রাইডার্সের ভক্তদের। পরের ম্যাচেই নায়কের ভূমিকায় অবতীর্ণ হলেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন তাঁর স্ত্রী জান্নাতুল কাওসা
১ ঘণ্টা আগে
বিপিএলের শুরুটা হয়েছিল ধুন্ধুমার। সিলেট স্ট্রাইকার্সের করা ১৯১ রানের লক্ষ্য ২ বল হাতে রেখে পাড়ি দেয় রাজশাহী ওয়ারিয়র্স। কিন্তু সকালের সূর্য সব সময় দিনের পূর্বাভাস দেয় না। বিপিএলের ক্ষেত্রে যেন সেটাই হচ্ছে। অথচ কিছুদিনের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করা হবে। এ সময়ে রানখরায় কতটা ভালো প্রস্তুতি হচ্ছে, সেই
২ ঘণ্টা আগে