নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওয়েস্ট ইন্ডিজে এখনো দলের সঙ্গে যোগ দেননি সাকিব আল হাসান। তিন দিনের প্রস্তুতি ম্যাচে গতকাল তাই অধিনায়ককে ছাড়া খেলতে নেমেছে বাংলাদেশ। স্বাভাবিকভাবে নেতৃত্বভার উঠেছে সাকিবের ডেপুটি লিটন দাসের কাঁধে। অধিনায়ক হিসেবে লিটনের শুরুটা হয়েছে ভিন্ন এক জয় দিয়ে। ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের অধিনায়ক ইয়ানিক কারিয়ার সঙ্গে টস-ভাগ্য জিতেছেন তিনি।
প্রস্তুতি নেওয়ার এই ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেন লিটন। ব্যাটারদের যথেষ্ট প্রস্তুতির সুযোগ করে দিতেই হয়তো অধিনায়কের ব্যাটিংয়ের সিদ্ধান্ত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৬৭ রান। সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তামিম ইকবাল (১০০ *)। ১৪টি চার ও এক ছক্কায় ইনিংস সাজিয়েছেন তামিম। তাঁকে সঙ্গ দিচ্ছিলেন ইয়াসির আলী রাব্বি (৬*)।
লিটনের অন্য রকম অভিষেক অবশ্য ভালো হয়নি। ৪ রান করে আউট হয়েছেন তিনি। রানের খাতা খুলতে পারেননি ওপেনার মাহমুদুল হাসান জয় ও ব্যর্থতার বৃত্তে হাবুডুবু খাওয়া সদ্য সাবেক অধিনায়ক মুমিনুল হক। তবে ৫৪ রান করে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
দ্বিতীয় উইকেটে তামিম-শান্তর ১৪০ রানের জুটিটা ব্যাটিং কোচ জেমি সিডন্সেরও মনে ধরেছে। দুজন বিচ্ছিন্ন হওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সিডন্স লিখেছেন, ‘তামিম-শান্ত জুটি সুন্দরভাবে এগোচ্ছে। আশা করি, সবাই দারুণ একটি দিন পার করবে।’
ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর এক দিনের অনুশীলনে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। প্রথম টেস্টের আগে নিজেদের দেখে নেওয়ার জন্য প্রস্তুতি ম্যাচই তাই ভরসা। সাকিব ছাড়া ১৫ জনের স্কোয়াডের ১৪ জনেরই ঘুরেফিরে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ থাকছে। যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে আজ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সাকিবের। তৃতীয় মেয়াদে সাকিবের অধিনায়কত্বের ‘অভিষেক’ অ্যান্টিগায় প্রথম টেস্ট দিয়েই হতে যাচ্ছে।

ওয়েস্ট ইন্ডিজে এখনো দলের সঙ্গে যোগ দেননি সাকিব আল হাসান। তিন দিনের প্রস্তুতি ম্যাচে গতকাল তাই অধিনায়ককে ছাড়া খেলতে নেমেছে বাংলাদেশ। স্বাভাবিকভাবে নেতৃত্বভার উঠেছে সাকিবের ডেপুটি লিটন দাসের কাঁধে। অধিনায়ক হিসেবে লিটনের শুরুটা হয়েছে ভিন্ন এক জয় দিয়ে। ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের অধিনায়ক ইয়ানিক কারিয়ার সঙ্গে টস-ভাগ্য জিতেছেন তিনি।
প্রস্তুতি নেওয়ার এই ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেন লিটন। ব্যাটারদের যথেষ্ট প্রস্তুতির সুযোগ করে দিতেই হয়তো অধিনায়কের ব্যাটিংয়ের সিদ্ধান্ত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৬৭ রান। সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তামিম ইকবাল (১০০ *)। ১৪টি চার ও এক ছক্কায় ইনিংস সাজিয়েছেন তামিম। তাঁকে সঙ্গ দিচ্ছিলেন ইয়াসির আলী রাব্বি (৬*)।
লিটনের অন্য রকম অভিষেক অবশ্য ভালো হয়নি। ৪ রান করে আউট হয়েছেন তিনি। রানের খাতা খুলতে পারেননি ওপেনার মাহমুদুল হাসান জয় ও ব্যর্থতার বৃত্তে হাবুডুবু খাওয়া সদ্য সাবেক অধিনায়ক মুমিনুল হক। তবে ৫৪ রান করে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
দ্বিতীয় উইকেটে তামিম-শান্তর ১৪০ রানের জুটিটা ব্যাটিং কোচ জেমি সিডন্সেরও মনে ধরেছে। দুজন বিচ্ছিন্ন হওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সিডন্স লিখেছেন, ‘তামিম-শান্ত জুটি সুন্দরভাবে এগোচ্ছে। আশা করি, সবাই দারুণ একটি দিন পার করবে।’
ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর এক দিনের অনুশীলনে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। প্রথম টেস্টের আগে নিজেদের দেখে নেওয়ার জন্য প্রস্তুতি ম্যাচই তাই ভরসা। সাকিব ছাড়া ১৫ জনের স্কোয়াডের ১৪ জনেরই ঘুরেফিরে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ থাকছে। যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে আজ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সাকিবের। তৃতীয় মেয়াদে সাকিবের অধিনায়কত্বের ‘অভিষেক’ অ্যান্টিগায় প্রথম টেস্ট দিয়েই হতে যাচ্ছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৮ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৯ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
১০ ঘণ্টা আগে