
গলে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টে চলছে রানের বন্যা। বাংলাদেশ ৫০০ ছুঁইছুঁই স্কোর করার পর শ্রীলঙ্কা খেলছে ওয়ানডে মেজাজে। দারুণ শুরু করা লঙ্কানদের ধাক্কা দিলেন তাইজুল ইসলাম।
টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাটিং নিয়ে যেভাবে খেলছিল, তাতে ৫০০ পেরোনো সময়ের ব্যাপার মনে হচ্ছিল। ৯ উইকেট পড়ে গেলেও আজ টেস্টের তৃতীয় দিনে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশের জন্য স্কোরবোর্ডে ৫০০ রান জমা হতেই পারত। কিন্তু দিনের ১৬ বলেই গল্পটা শেষ হয়ে যায় সফরকারীদের। বাংলাদেশের ৪৯৫ রানের পর শ্রীলঙ্কা দারুণ শুরু করলেও জুটি ৫০ পেরোনোর আগে প্রথম উইকেট হারিয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকেরা ১৩ ওভারে ১ উইকেটে ৫২ রান করেছে।
১৫১ ওভারে ৯ উইকেটে ৪৮৪ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। উইকেটে ছিলেন হাসান মাহমুদ ও নাহিদ রানা। দিনের খেলা শুরুর দ্বিতীয় বলেই শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দোকে চার মারেন হাসান মাহমুদ। পরে আর বেশিক্ষণ টিকতে পারেনি বাংলাদেশ। ইনিংসের ১৫৪তম ওভারের চতুর্থ বলে ফার্নান্দোকে লেগসাইডে ঘোরাতে যান রানা। লঙ্কান উইকেটরক্ষক কুশল মেন্ডিস ক্যাচ ধরে জোরালো আবেদন করেন। মাঠের আম্পায়ার আউট ঘোষণা করলে ১৫৩.৪ ওভারে ৪৯৫ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস।
৪৯৫ রানে বাংলাদেশ গুটিয়ে যাওয়ার পরপরই ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম ওভারে বাংলাদেশের পেসার হাসান মেডেন দিয়েছেন। ধীরে ধীরে রান তোলার গতি বাড়াতে থাকে শ্রীলঙ্কা। ইনিংসের পঞ্চম ওভারে হাসানকে ২টি চার মেরেছেন উদারা। হাসানের মতো রানাও ২টি চার হজম করেছেন ঠিক তার পরের ওভারেই। ষষ্ঠ ওভারে ১টি করে চার মেরেছেন নিশাঙ্কা ও উদারা। দুই লঙ্কান ওপেনারের সাবলীল ব্যাটিংয়ে ১২ ওভারে বিনা উইকেটে ৪৭ রান তুলে ফেলেন।
শ্রীলঙ্কা যখন খেলছে ওয়ানডে মেজাজে, তখনই প্রথম ধাক্কাটা দিলেন তাইজুল। ১৩তম ওভারের প্রথম বলে উদারাকে কট অ্যান্ড বোল্ড করেন তাইজুল। ৩৪ বলে ৬ চারে ২৯ রান করেছেন উদারা। আরেক ওপেনার নিশাঙ্কা ১৫ রানে অপরাজিত। খেলেছেন ৪৩ বল। সদ্য উইকেটে আসা দিনেশ চান্দিমাল ৫ রানে ব্যাটিং করছেন। ৩ বল খেলে ১টি চার মেরেছেন অভিজ্ঞ লঙ্কান ক্রিকেটার।
গলে পরশু শুরু হওয়া টেস্টের প্রথম দিনেই ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। চতুর্থ উইকেটে মুশফিকুর রহিম ও শান্তর ২৬৪ রানের জুটিতে বড় স্কোরের ভিত পায় সফরকারীরা। মুশফিক-শান্তর এই জুটি টিকেছে ৪৮০ বল। এরপর পঞ্চম উইকেটে ২৬৫ বলে ১৪৯ রানের জুটি গড়েন মুশফিক-লিটন দাস। এই জুটি ভাঙতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশ। ৩৭ রানে শেষ ৬ উইকেট হারিয়ে সফরকারীদের ইনিংস ৫০০-এর আগেই শেষ হয়ে যায়। ইনিংস সর্বোচ্চ ১৬৩ রান করেন মুশফিক। ৩৫০ বলের ইনিংসে ৯টি চার মেরেছেন তিনি।
বাংলাদেশের প্রথম ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ১৪৮ রান করেছেন শান্ত। বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া বাংলাদেশের বাঁহাতি ব্যাটার জবাব দিলেন তাঁর ব্যাটে। তবে লিটন দাস ১০ রানের জন্য তাঁর পঞ্চম টেস্ট সেঞ্চুরি হাতছাড়া করেছেন। থারিন্দু রত্নায়েকের বলে রিভার্স সুইপ করতে গিয়ে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের তালুবন্দী হয়েছেন লিটন। ১২৩ বলে ১১ চার ও ১ ছক্কায় লিটন করেন ৯০ রান। শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো নিয়েছেন ৪ উইকেট। ৩টি করে উইকেট নিয়েছেন মিলান রত্নায়েকে ও থারিন্দু রত্নায়েকে।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৫ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১০ ঘণ্টা আগে