
শ্রীলঙ্কা ও পাকিস্তান দুই দলেরই টুর্নামেন্ট শুরু হয়েছিল হার দিয়ে। আর আজ সেই দুই দলই খেলতে নামবে এশিয়া কাপের ফাইনাল। এদের মধ্যে কোন দল চ্যাম্পিয়ন হবে এ নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন অনেকে। ফাইনালের আগে পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম অনেকের মতো নিজেও ভবিষ্যদ্বাণী পরখ করার সুযোগ নিয়েছেন। পাকিস্তানকে ফেবারিট দল মনে করেছেন তিনি। সঙ্গে স্বদেশিদের তরুণ ও রোমাঞ্চকর দল শ্রীলঙ্কার বিপক্ষে সতর্ক থাকতেও বলেছেন সাবেক এই পেসার।
দুই দলের শুরুটা ভালো না হলেও টুর্নামেন্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। বিশেষ করে টুর্নামেন্টে শ্রীলঙ্কার তরুণ এই দলটি দুর্দান্ত খেলা উপহার দিচ্ছে। তারা শেষ চার ম্যাচের প্রতিটি জিতে ফাইনালে উঠেছে। সুপার ফোরের শেষ ম্যাচে গত শুক্রবার ফাইনালের প্রতিপক্ষ পাকিস্তানকেও ৫ উইকেটে হারিয়েছে। সবকিছু মিলিয়ে শ্রীলঙ্কার বর্তমান দলটিকে আকরামের বেশ ভয়ংকর লাগছে। এ জন্যই নিজ দেশের ক্রিকেটারদের ফাইনাল ম্যাচে সতর্ক থাকতে বলেছেন তিনি।
আকরাম বলেছেন, ‘এশিয়া কাপে পাকিস্তানের পারফরম্যান্স দুর্দান্ত। তবে, শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটারদের মধ্যে অভিপ্রায়ের ঘাটতি ছিল। বোলাররা বেশ ভালো করেছে। আশা করি, তারা ভুল থেকে শিক্ষা নেবে। ফাইনালে পাকিস্তানকেই ফেবারিট মনে করছি। তবে তরুণ ও রোমাঞ্চকর দল শ্রীলঙ্কার বিপক্ষে জয় সহজ হবে না।’
পাকিস্তান ফাইনালে উঠলেও এশিয়া কাপে তাদের ব্যাটারদের পারফরম্যান্স খুবই হতাশার। হারতে হারতেও শেষ পর্যন্ত জিতে গেছেন ভাগ্য আর লেজের দিকের ব্যাটারদের বীরত্বে। দলের ব্যাটিং নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেছেন, ‘পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা বলে আসছেন আমাদের মিডল অর্ডার কিছুটা অনভিজ্ঞ। সুপার ফোরের শেষ ম্যাচে রিজওয়ান আউট হওয়ার পর ব্যাটারদের চিত্রটা বেশ ফুটে উঠেছে। ফাইনালের উইকেটটি ভালো হবে এবং আশা করি ব্যাটাররা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।’

শ্রীলঙ্কা ও পাকিস্তান দুই দলেরই টুর্নামেন্ট শুরু হয়েছিল হার দিয়ে। আর আজ সেই দুই দলই খেলতে নামবে এশিয়া কাপের ফাইনাল। এদের মধ্যে কোন দল চ্যাম্পিয়ন হবে এ নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন অনেকে। ফাইনালের আগে পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম অনেকের মতো নিজেও ভবিষ্যদ্বাণী পরখ করার সুযোগ নিয়েছেন। পাকিস্তানকে ফেবারিট দল মনে করেছেন তিনি। সঙ্গে স্বদেশিদের তরুণ ও রোমাঞ্চকর দল শ্রীলঙ্কার বিপক্ষে সতর্ক থাকতেও বলেছেন সাবেক এই পেসার।
দুই দলের শুরুটা ভালো না হলেও টুর্নামেন্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। বিশেষ করে টুর্নামেন্টে শ্রীলঙ্কার তরুণ এই দলটি দুর্দান্ত খেলা উপহার দিচ্ছে। তারা শেষ চার ম্যাচের প্রতিটি জিতে ফাইনালে উঠেছে। সুপার ফোরের শেষ ম্যাচে গত শুক্রবার ফাইনালের প্রতিপক্ষ পাকিস্তানকেও ৫ উইকেটে হারিয়েছে। সবকিছু মিলিয়ে শ্রীলঙ্কার বর্তমান দলটিকে আকরামের বেশ ভয়ংকর লাগছে। এ জন্যই নিজ দেশের ক্রিকেটারদের ফাইনাল ম্যাচে সতর্ক থাকতে বলেছেন তিনি।
আকরাম বলেছেন, ‘এশিয়া কাপে পাকিস্তানের পারফরম্যান্স দুর্দান্ত। তবে, শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটারদের মধ্যে অভিপ্রায়ের ঘাটতি ছিল। বোলাররা বেশ ভালো করেছে। আশা করি, তারা ভুল থেকে শিক্ষা নেবে। ফাইনালে পাকিস্তানকেই ফেবারিট মনে করছি। তবে তরুণ ও রোমাঞ্চকর দল শ্রীলঙ্কার বিপক্ষে জয় সহজ হবে না।’
পাকিস্তান ফাইনালে উঠলেও এশিয়া কাপে তাদের ব্যাটারদের পারফরম্যান্স খুবই হতাশার। হারতে হারতেও শেষ পর্যন্ত জিতে গেছেন ভাগ্য আর লেজের দিকের ব্যাটারদের বীরত্বে। দলের ব্যাটিং নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেছেন, ‘পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা বলে আসছেন আমাদের মিডল অর্ডার কিছুটা অনভিজ্ঞ। সুপার ফোরের শেষ ম্যাচে রিজওয়ান আউট হওয়ার পর ব্যাটারদের চিত্রটা বেশ ফুটে উঠেছে। ফাইনালের উইকেটটি ভালো হবে এবং আশা করি ব্যাটাররা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১০ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১১ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১২ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১২ ঘণ্টা আগে