
মাঠের ক্রিকেটে সময় খুব একটা ভালো যাচ্ছে না দাসুন শানাকার। আন্তর্জাতিক ক্রিকেট, বিপিএলের খুলনা টাইগার্স—কোথাও তাঁর পারফরম্যান্সে ধারাবাহিকতার ছাপ নেই। ফর্মহীনতায় ভুগতে থাকা এই অলরাউন্ডার এবার শ্রীলঙ্কা দল থেকেই বাদ পড়েছেন।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। লঙ্কান দলকে নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস। লেগস্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা থাকছেন স্পিন আক্রমণের নেতৃত্বে। স্পিন বোলিংয়ে আরও থাকছেন মাহিশ তিকশানা, আকিলা ধনাঞ্জয়া ও দুনিথ ভেল্লালাগে। যার মধ্যে ভেল্লালাগে বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার। মেন্ডিসের নেতৃত্বাধীন দলে ফিরেছেন চামিকা করুনারত্নে। এখন পর্যন্ত ২৬ ওয়ানডে খেলে করুণারত্নে করেছেন ৪৫১ রান। গড় ২৫.০৫ ও স্ট্রাইকরেট ৭৮.৪৩। সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের ৯ নভেম্বর বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে।
ব্যাটিংয়ে মেন্ডিসের পাশাপাশি পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, জানিথ লিয়ানাগে, শেভন ড্যানিয়েলের মতো ব্যাটাররা থাকছেন আফগানিস্তান সিরিজে। ১১ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেটাই ড্যানিয়েলের ক্যারিয়ারের একমাত্র ওয়ানডে।
২০২৩ বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের অধিনায়ক ছিলেন শানাকা। চোটে পড়ে বিশ্বকাপের মাঝপথেই ছিটকে গেছেন তিনি। শানাকার পরিবর্তে মেন্ডিসের কাধেই পড়ে লঙ্কান দলের নেতৃত্ব। মেন্ডিসের নেতৃত্বেই শ্রীলঙ্কা ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে খেলে। সেই সিরিজের আগেই শ্রীলঙ্কার সীমিত ওভারের দল থেকে অধিনায়কত্ব হারিয়েছেন শানাকা। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে করেন ৮ ও ৭ রান। এরপর তৃতীয় ওয়ানডের একাদশ থেকেই বাদ পড়েছেন তিনি। ২০২৩-এর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৬ ওয়ানডেতে শানাকা করেছেন ৩৫৩ রান। গড় ও স্ট্রাইকরেট ১৭.৬৫ ও ৮৫.৮৮।
২০২৪ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন ৩ ম্যাচ। ২৩ গড় ও ১০০ স্ট্রাইকরেটে করেন ৪৬ রান। ৮.২৫ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। যার মধ্যে রংপুর রাইডার্সের বিপক্ষে ৪ উইকেট ও ৪০ রানের অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছেন ম্যাচসেরা।
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় বিকাল তিনটায় শুরু হচ্ছে শ্রীলঙ্কা-আফগানিস্তান প্রথম ওয়ানডে। একই মাঠে ১১ ও ১৪ ফেব্রুয়ারি।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার দল:
কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, সাহান আরাশশিগে, শেভন ড্যানিয়েল, জানিথ লিয়ানাগে, চামিকা করুনারত্নে, মাহিশ তিকশানা, দিলশান মাদুশঙ্ক, দুষ্মন্ত চামিরা, দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, আকিলা ধনাঞ্জয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা

মাঠের ক্রিকেটে সময় খুব একটা ভালো যাচ্ছে না দাসুন শানাকার। আন্তর্জাতিক ক্রিকেট, বিপিএলের খুলনা টাইগার্স—কোথাও তাঁর পারফরম্যান্সে ধারাবাহিকতার ছাপ নেই। ফর্মহীনতায় ভুগতে থাকা এই অলরাউন্ডার এবার শ্রীলঙ্কা দল থেকেই বাদ পড়েছেন।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। লঙ্কান দলকে নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস। লেগস্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা থাকছেন স্পিন আক্রমণের নেতৃত্বে। স্পিন বোলিংয়ে আরও থাকছেন মাহিশ তিকশানা, আকিলা ধনাঞ্জয়া ও দুনিথ ভেল্লালাগে। যার মধ্যে ভেল্লালাগে বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার। মেন্ডিসের নেতৃত্বাধীন দলে ফিরেছেন চামিকা করুনারত্নে। এখন পর্যন্ত ২৬ ওয়ানডে খেলে করুণারত্নে করেছেন ৪৫১ রান। গড় ২৫.০৫ ও স্ট্রাইকরেট ৭৮.৪৩। সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের ৯ নভেম্বর বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে।
ব্যাটিংয়ে মেন্ডিসের পাশাপাশি পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, জানিথ লিয়ানাগে, শেভন ড্যানিয়েলের মতো ব্যাটাররা থাকছেন আফগানিস্তান সিরিজে। ১১ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেটাই ড্যানিয়েলের ক্যারিয়ারের একমাত্র ওয়ানডে।
২০২৩ বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের অধিনায়ক ছিলেন শানাকা। চোটে পড়ে বিশ্বকাপের মাঝপথেই ছিটকে গেছেন তিনি। শানাকার পরিবর্তে মেন্ডিসের কাধেই পড়ে লঙ্কান দলের নেতৃত্ব। মেন্ডিসের নেতৃত্বেই শ্রীলঙ্কা ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে খেলে। সেই সিরিজের আগেই শ্রীলঙ্কার সীমিত ওভারের দল থেকে অধিনায়কত্ব হারিয়েছেন শানাকা। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে করেন ৮ ও ৭ রান। এরপর তৃতীয় ওয়ানডের একাদশ থেকেই বাদ পড়েছেন তিনি। ২০২৩-এর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৬ ওয়ানডেতে শানাকা করেছেন ৩৫৩ রান। গড় ও স্ট্রাইকরেট ১৭.৬৫ ও ৮৫.৮৮।
২০২৪ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন ৩ ম্যাচ। ২৩ গড় ও ১০০ স্ট্রাইকরেটে করেন ৪৬ রান। ৮.২৫ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। যার মধ্যে রংপুর রাইডার্সের বিপক্ষে ৪ উইকেট ও ৪০ রানের অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছেন ম্যাচসেরা।
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় বিকাল তিনটায় শুরু হচ্ছে শ্রীলঙ্কা-আফগানিস্তান প্রথম ওয়ানডে। একই মাঠে ১১ ও ১৪ ফেব্রুয়ারি।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার দল:
কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, সাহান আরাশশিগে, শেভন ড্যানিয়েল, জানিথ লিয়ানাগে, চামিকা করুনারত্নে, মাহিশ তিকশানা, দিলশান মাদুশঙ্ক, দুষ্মন্ত চামিরা, দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, আকিলা ধনাঞ্জয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
২ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
৩ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৩ ঘণ্টা আগে