Ajker Patrika

তামিম-জয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে টানা দুই জয় খুলনার

আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ১৮: ১০
তামিম-জয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে টানা দুই জয় খুলনার

তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটিংয়েই এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম জয় পায়  খুলনা টাইগার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজও এই দুই ব্যাটার রানের ফুলঝুরি ছুটিয়েছেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে টানা দুই জয় পেল খুলনা। 

১৫৮ রানের লক্ষ্যে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় খুলনা। ইনিংসের দ্বিতীয় বলে মুনিম শাহরিয়ারের উইকেট নেন শুভাগত হোম। মুনিমের পর ব্যাটিংয়ে এসে দলের হাল ধরেন জয়। দ্বিতীয় উইকেট জুটিতে ৭৬ বলে ১০৪ রানের জুটি গড়েন তামিম ইকবাল ও জয়। ১৩ তম ওভারের শেষ বলে তামিমের উইকেট নিয়ে জুটি ভাঙেন নিহাদুজ্জামান। ৩৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৪ রান করেন এই বাঁহাতি ব্যাটার।

তামিম ফিফটি না পেলেও জয় ফিফটি তুলে নিয়েছেন। ৪৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫৯ রান করেন তিনি। জয়ের উইকেটও দ্রুত তুলে নেন নিহাদুজ্জামান। দ্রুত ২ উইকেট পড়ে যাওয়ায় খুলনার স্কোর দাঁড়ায় ১৪.৪ ওভারে ৩ উইকেটে ১০৯ রান। এরপর ইয়াসির আলি চৌধুরী ও আজম খান বাকি পথটুকু নিরাপদে পাড়ি দেন। চতুর্থ উইকেটে ২৮ বলে ৫০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন ইয়াসির ও আজম। ৪ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা। ১৭ বলে ৪ ছক্কায় ও ২ চারে ৩৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন খুলনা অধিনায়ক। চট্টগ্রাম বোলারদের মধ্যে ২ উইকেট নিয়েছেন নিহাদুজ্জামান ও শুভাগত নেন ১ উইকেট।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল খুলনা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৮ রান করে চট্টগ্রাম। ৩১ বলে ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করেন উসমান খান। খুলনার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন ওয়াহাব রিয়াজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

ফের তাপমাত্রা কমবে, কবে থেকে জানাল আবহাওয়া অধিদপ্তর

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত