নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ৭৭ রানে হারিয়েছে বাংলাদেশ। টানা দুই জয়ে আইরিশদের বিপক্ষে সিরিজও নিজেদের করে নিল স্বাগতিকেরা। এ নিয়ে ঘরের মাঠে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।
বাংলাদেশের দেওয়া ২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ১২৫ রানে থেমেছে আইরিশরা। অতিথিরা অলআউট হয়েছে রানে। আইরিশদের মূলত ধসিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ অধিনায়ক তুলে নিয়েছেন ৫ উইকেট।
আয়ারল্যান্ডের ব্যাটিং ধসের শুরুটা করেন তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম বলেই লিটন দাসের দুর্দান্ত এক ক্যাচের শিকার হয়ে ফেরেন পল স্টার্লিং। এরপর সাকিবের বোলিং তোপের কাছে একে একে সাজঘরে ফিরেছেন হ্যারি ট্যাক্টর-জর্জ ডকরেলরা।
সাকিব ৪ ওভারে ২২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৭ ওভারে ২০২ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ওপেনিং জুটিতে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন লিটন দাস ও রনি তালুকদার। দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে ৯.২ ওভারে ১২৪ রান তুলে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ওপেনিং জুটিতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। যেকোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ।
রনি ২৩ বলে ৪৪ রান করে আউট হলে এই জুটি ভাঙে। লিটন করেন ৮৩ রান। তাঁর ইনিংসে ১০ চার ও ৩টি ছক্কার মার আছে। এর আগে ১৮ বলে ফিফটি করে বাংলাদেশের পক্ষে দ্রুততম ফিফটিতে লিটন ছাড়িয়ে গেছেন মোহাম্মদ আশরাফুলকে।
পরে সাকিব আল হাসানের অপরাজিত ৩৮ ও তাওহীদ হৃদয়ের ১৩ বলে ২৪ রানের সুবাদে টানা দ্বিতীয় ম্যাচে ২০০ রানের স্কোর ছাড়িয়ে গেছে বাংলাদেশ। কোনো আইরিশ বোলারই বাংলাদেশের ব্যাটারদের সামনে সুবিধা করতে পারেননি। লেগ স্পিনার বেনজামিন হোয়াইট ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।

চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ৭৭ রানে হারিয়েছে বাংলাদেশ। টানা দুই জয়ে আইরিশদের বিপক্ষে সিরিজও নিজেদের করে নিল স্বাগতিকেরা। এ নিয়ে ঘরের মাঠে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।
বাংলাদেশের দেওয়া ২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ১২৫ রানে থেমেছে আইরিশরা। অতিথিরা অলআউট হয়েছে রানে। আইরিশদের মূলত ধসিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ অধিনায়ক তুলে নিয়েছেন ৫ উইকেট।
আয়ারল্যান্ডের ব্যাটিং ধসের শুরুটা করেন তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম বলেই লিটন দাসের দুর্দান্ত এক ক্যাচের শিকার হয়ে ফেরেন পল স্টার্লিং। এরপর সাকিবের বোলিং তোপের কাছে একে একে সাজঘরে ফিরেছেন হ্যারি ট্যাক্টর-জর্জ ডকরেলরা।
সাকিব ৪ ওভারে ২২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৭ ওভারে ২০২ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ওপেনিং জুটিতে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন লিটন দাস ও রনি তালুকদার। দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে ৯.২ ওভারে ১২৪ রান তুলে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ওপেনিং জুটিতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। যেকোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ।
রনি ২৩ বলে ৪৪ রান করে আউট হলে এই জুটি ভাঙে। লিটন করেন ৮৩ রান। তাঁর ইনিংসে ১০ চার ও ৩টি ছক্কার মার আছে। এর আগে ১৮ বলে ফিফটি করে বাংলাদেশের পক্ষে দ্রুততম ফিফটিতে লিটন ছাড়িয়ে গেছেন মোহাম্মদ আশরাফুলকে।
পরে সাকিব আল হাসানের অপরাজিত ৩৮ ও তাওহীদ হৃদয়ের ১৩ বলে ২৪ রানের সুবাদে টানা দ্বিতীয় ম্যাচে ২০০ রানের স্কোর ছাড়িয়ে গেছে বাংলাদেশ। কোনো আইরিশ বোলারই বাংলাদেশের ব্যাটারদের সামনে সুবিধা করতে পারেননি। লেগ স্পিনার বেনজামিন হোয়াইট ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশের পরই বিষয়টা একরকম নিশ্চিত ছিল। বাকি ছিল কেবলমাত্র আনুষ্ঠানিকতা। এবার সে ঘোষণাও দিল কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ মেনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরের দল থেকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা।
১১ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্ব শেষ হবে আজ। এর আগেই বোমা ফাটালেন কিউবা মিচেল। পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে বসুন্ধরা কিংস ছেড়েছেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার।
১ ঘণ্টা আগে
২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম খুশির বার্তা নিয়ে হাজির হয়েছিল মোস্তাফিজুর রহমানের জন্য। নিলাম থেকে তাঁকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু দল পেলেও কোটি টাকার টুর্নামেন্টে কাটার মাস্টারের খেলা নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের প্রতিনিধি ও বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেককে একটা ধন্যবাদ দিতেই পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে শুরুতে তাঁর প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। পরে সম্মান দেখিয়ে এই অভিজ্ঞ ক্রিকেটারকে দলে নেয় রংপুর।
২ ঘণ্টা আগে