নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ৭৭ রানে হারিয়েছে বাংলাদেশ। টানা দুই জয়ে আইরিশদের বিপক্ষে সিরিজও নিজেদের করে নিল স্বাগতিকেরা। এ নিয়ে ঘরের মাঠে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।
বাংলাদেশের দেওয়া ২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ১২৫ রানে থেমেছে আইরিশরা। অতিথিরা অলআউট হয়েছে রানে। আইরিশদের মূলত ধসিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ অধিনায়ক তুলে নিয়েছেন ৫ উইকেট।
আয়ারল্যান্ডের ব্যাটিং ধসের শুরুটা করেন তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম বলেই লিটন দাসের দুর্দান্ত এক ক্যাচের শিকার হয়ে ফেরেন পল স্টার্লিং। এরপর সাকিবের বোলিং তোপের কাছে একে একে সাজঘরে ফিরেছেন হ্যারি ট্যাক্টর-জর্জ ডকরেলরা।
সাকিব ৪ ওভারে ২২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৭ ওভারে ২০২ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ওপেনিং জুটিতে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন লিটন দাস ও রনি তালুকদার। দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে ৯.২ ওভারে ১২৪ রান তুলে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ওপেনিং জুটিতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। যেকোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ।
রনি ২৩ বলে ৪৪ রান করে আউট হলে এই জুটি ভাঙে। লিটন করেন ৮৩ রান। তাঁর ইনিংসে ১০ চার ও ৩টি ছক্কার মার আছে। এর আগে ১৮ বলে ফিফটি করে বাংলাদেশের পক্ষে দ্রুততম ফিফটিতে লিটন ছাড়িয়ে গেছেন মোহাম্মদ আশরাফুলকে।
পরে সাকিব আল হাসানের অপরাজিত ৩৮ ও তাওহীদ হৃদয়ের ১৩ বলে ২৪ রানের সুবাদে টানা দ্বিতীয় ম্যাচে ২০০ রানের স্কোর ছাড়িয়ে গেছে বাংলাদেশ। কোনো আইরিশ বোলারই বাংলাদেশের ব্যাটারদের সামনে সুবিধা করতে পারেননি। লেগ স্পিনার বেনজামিন হোয়াইট ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।

চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ৭৭ রানে হারিয়েছে বাংলাদেশ। টানা দুই জয়ে আইরিশদের বিপক্ষে সিরিজও নিজেদের করে নিল স্বাগতিকেরা। এ নিয়ে ঘরের মাঠে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।
বাংলাদেশের দেওয়া ২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ১২৫ রানে থেমেছে আইরিশরা। অতিথিরা অলআউট হয়েছে রানে। আইরিশদের মূলত ধসিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ অধিনায়ক তুলে নিয়েছেন ৫ উইকেট।
আয়ারল্যান্ডের ব্যাটিং ধসের শুরুটা করেন তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম বলেই লিটন দাসের দুর্দান্ত এক ক্যাচের শিকার হয়ে ফেরেন পল স্টার্লিং। এরপর সাকিবের বোলিং তোপের কাছে একে একে সাজঘরে ফিরেছেন হ্যারি ট্যাক্টর-জর্জ ডকরেলরা।
সাকিব ৪ ওভারে ২২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৭ ওভারে ২০২ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ওপেনিং জুটিতে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন লিটন দাস ও রনি তালুকদার। দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে ৯.২ ওভারে ১২৪ রান তুলে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ওপেনিং জুটিতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। যেকোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ।
রনি ২৩ বলে ৪৪ রান করে আউট হলে এই জুটি ভাঙে। লিটন করেন ৮৩ রান। তাঁর ইনিংসে ১০ চার ও ৩টি ছক্কার মার আছে। এর আগে ১৮ বলে ফিফটি করে বাংলাদেশের পক্ষে দ্রুততম ফিফটিতে লিটন ছাড়িয়ে গেছেন মোহাম্মদ আশরাফুলকে।
পরে সাকিব আল হাসানের অপরাজিত ৩৮ ও তাওহীদ হৃদয়ের ১৩ বলে ২৪ রানের সুবাদে টানা দ্বিতীয় ম্যাচে ২০০ রানের স্কোর ছাড়িয়ে গেছে বাংলাদেশ। কোনো আইরিশ বোলারই বাংলাদেশের ব্যাটারদের সামনে সুবিধা করতে পারেননি। লেগ স্পিনার বেনজামিন হোয়াইট ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।

একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচগান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলকেও। ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীরা।
৪৪ মিনিট আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
২ ঘণ্টা আগে
সাদা পোশাকে সাদা বলের ক্রিকেট খেলতেই যেন বেশি পছন্দ করেন ট্রাভিস হেড। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—যে সংস্করণই হোক, প্রতিপক্ষ দলের কাছে মূর্তিমান এক আতঙ্ক তিনি। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার আজ পেছনে ফেলেছেন স্যার ডন ব্র্যাডম্যানকে।
৩ ঘণ্টা আগে