
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি জয় যেন পাকিস্তানের কাছে ‘সোনার হরিণ।’ সিডনিতে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কাছাকাছি প্রায় পৌঁছেই গিয়েছিল মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। প্রাণপণে লড়েও শেষ পর্যন্ত হেরেই গেলেন রিজওয়ান-বাবর আজমরা।
ব্রিসবেনের গ্যাবায় পরশু বৈরি আবহাওয়ার কারণে ৭ ওভারে নেমে আসা প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ২৯ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। সিরিজে টিকে থাকতে সিডনিতে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি জয়ের কোনো বিকল্পই ছিল না পাকিস্তানের জন্য। আজকের ম্যাচে কোনো ওভারও পর্যন্ত কমেনি। ২০ ওভারের ম্যাচে পাকিস্তানকে ১৩ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকেরা এগিয়ে ২-০ ব্যবধানে। হোবার্টে পরশু বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান তৃতীয় টি-টোয়েন্টি।
১৪৮ রানের লক্ষ্যে নেমে প্রথম ওভারে কোনো উইকেট না হারিয়ে ১২ রান নেয় পাকিস্তান। তবে ঝোড়ো ব্যাটিংয়ের ইঙ্গিত দিলেও ১২ রানেই ভেঙে গেছে পাকিস্তানের উদ্বোধনী। দ্বিতীয় ওভারের প্রথম বলে বাবরকে ফেরান হ্যাভিয়ের বার্টলেট। পরের ওভারে ড্রেসিংরুমের পথ ধরেন সাহিবজাদা ফারহান। বাবর (৩), ফারহান (৫) দুই ব্যাটার এক অঙ্কের ঘরে আউট হলে পাকিস্তানের স্কোর হয়ে যায় ২.৫ ওভারে ২ উইকেটে ১৭ রান। তৃতীয় উইকেটে উসমান খান-রিজওয়ান ২৭ রানের জুটি গড়লেও খেলে ফেলেন ৩৯ বল। দশম ওভারের দ্বিতীয় বলে রিজওয়ানকে ফিরিয়ে জুটি ভাঙেন স্পেনসার জনসন। ২৬ বলে ১ চারে ১৬ রান করেন রিজওয়ান। ঠিক তার পরের বলেই আগা সালমানকে (০) ফেরান জনসন।
টানা দুই বলে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৯.৩ ওভারে ৪ উইকেটে ৪৪ রান। এরপর দুই খান মিলে অস্ট্রেলিয়াকে খানখান করার কাজ শুরু করেন উসমান খান ও ইরফান খান। পঞ্চম উইকেটে ৩৫ বলে ৫৮ রানের জুটি গড়েন উসমান ও ইরফান। তবে জনসনের যে আজ ওভারে জোড়া উইকেট নেওয়ার নেশা পেয়ে বসেছিল। ১৬তম ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে উসমান ও আব্বাস আফ্রিদির উইকেট নিয়েছেন জনসন। ৩৮ বলে ৪ চার ও ১ ছক্কায় ৫২ রান করেন উসমান। ধস নামার শুরু করে এখান থেকেই। ৪ উইকেটে ১০২ থেকে মুহূর্তেই ৮ উইকেটে ১০৭ রানে পরিণত হয় পাকিস্তান। ১৭তম ওভারে অ্যাডাম জাম্পা ফিরিয়েছেন শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে। শাহিন, নাসিম দুই ব্যাটারই বোল্ড হয়েছেন।
ইরফান খান একপ্রান্তে ২৮ বলে ৩৭ রান করে অপরাজিত থাকলেও সেটা পাকিস্তানের জয়ের জন্য যথেষ্ট ছিল না। ১৯.৪ ওভারে ১৩৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ম্যাচসেরা হয়েছেন অস্ট্রেলিয়ার জনসন। ৪ ওভারে ২৬ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি।
সিডনিতে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিশ। ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার ম্যাথু শর্ট ও জেক ফ্রেজার ম্যাকগার্ক তাণ্ডব শুরু করেন পাকিস্তানি বোলারদের ওপর। ২১ বলে কোনো উইকেট না হারিয়ে ৫২ রান করে ফেলে অজিরা।
চতুর্থ ওভারের চতুর্থ বলে ম্যাকগার্ককে ফিরিয়ে বিধ্বংসী উদ্বোধনী জুটি ভাঙেন হারিস রউফ। এখান থেকেই রান তোলার গতি কমতে থাকে অজিদের। একই সঙ্গে পাল্লা দিয়ে ক্যাচ মিস করতে থাকে পাকিস্তান। তবু অজিরা আশানুরূপ স্কোর করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৭ রানে থেমে যায় অস্ট্রেলিয়া। ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন শর্ট। ১৭ বলের ইনিংসে ২টি করে চার ও ছক্কা মারেন অস্ট্রেলিয়ার এই ওপেনার। ম্যাচে পাকিস্তানের সেরা বোলার হারিস রউফ ৪ ওভারে ২২ রানে নেন ৪ উইকেট।

অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি জয় যেন পাকিস্তানের কাছে ‘সোনার হরিণ।’ সিডনিতে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কাছাকাছি প্রায় পৌঁছেই গিয়েছিল মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। প্রাণপণে লড়েও শেষ পর্যন্ত হেরেই গেলেন রিজওয়ান-বাবর আজমরা।
ব্রিসবেনের গ্যাবায় পরশু বৈরি আবহাওয়ার কারণে ৭ ওভারে নেমে আসা প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ২৯ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। সিরিজে টিকে থাকতে সিডনিতে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি জয়ের কোনো বিকল্পই ছিল না পাকিস্তানের জন্য। আজকের ম্যাচে কোনো ওভারও পর্যন্ত কমেনি। ২০ ওভারের ম্যাচে পাকিস্তানকে ১৩ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকেরা এগিয়ে ২-০ ব্যবধানে। হোবার্টে পরশু বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান তৃতীয় টি-টোয়েন্টি।
১৪৮ রানের লক্ষ্যে নেমে প্রথম ওভারে কোনো উইকেট না হারিয়ে ১২ রান নেয় পাকিস্তান। তবে ঝোড়ো ব্যাটিংয়ের ইঙ্গিত দিলেও ১২ রানেই ভেঙে গেছে পাকিস্তানের উদ্বোধনী। দ্বিতীয় ওভারের প্রথম বলে বাবরকে ফেরান হ্যাভিয়ের বার্টলেট। পরের ওভারে ড্রেসিংরুমের পথ ধরেন সাহিবজাদা ফারহান। বাবর (৩), ফারহান (৫) দুই ব্যাটার এক অঙ্কের ঘরে আউট হলে পাকিস্তানের স্কোর হয়ে যায় ২.৫ ওভারে ২ উইকেটে ১৭ রান। তৃতীয় উইকেটে উসমান খান-রিজওয়ান ২৭ রানের জুটি গড়লেও খেলে ফেলেন ৩৯ বল। দশম ওভারের দ্বিতীয় বলে রিজওয়ানকে ফিরিয়ে জুটি ভাঙেন স্পেনসার জনসন। ২৬ বলে ১ চারে ১৬ রান করেন রিজওয়ান। ঠিক তার পরের বলেই আগা সালমানকে (০) ফেরান জনসন।
টানা দুই বলে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৯.৩ ওভারে ৪ উইকেটে ৪৪ রান। এরপর দুই খান মিলে অস্ট্রেলিয়াকে খানখান করার কাজ শুরু করেন উসমান খান ও ইরফান খান। পঞ্চম উইকেটে ৩৫ বলে ৫৮ রানের জুটি গড়েন উসমান ও ইরফান। তবে জনসনের যে আজ ওভারে জোড়া উইকেট নেওয়ার নেশা পেয়ে বসেছিল। ১৬তম ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে উসমান ও আব্বাস আফ্রিদির উইকেট নিয়েছেন জনসন। ৩৮ বলে ৪ চার ও ১ ছক্কায় ৫২ রান করেন উসমান। ধস নামার শুরু করে এখান থেকেই। ৪ উইকেটে ১০২ থেকে মুহূর্তেই ৮ উইকেটে ১০৭ রানে পরিণত হয় পাকিস্তান। ১৭তম ওভারে অ্যাডাম জাম্পা ফিরিয়েছেন শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে। শাহিন, নাসিম দুই ব্যাটারই বোল্ড হয়েছেন।
ইরফান খান একপ্রান্তে ২৮ বলে ৩৭ রান করে অপরাজিত থাকলেও সেটা পাকিস্তানের জয়ের জন্য যথেষ্ট ছিল না। ১৯.৪ ওভারে ১৩৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ম্যাচসেরা হয়েছেন অস্ট্রেলিয়ার জনসন। ৪ ওভারে ২৬ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি।
সিডনিতে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিশ। ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার ম্যাথু শর্ট ও জেক ফ্রেজার ম্যাকগার্ক তাণ্ডব শুরু করেন পাকিস্তানি বোলারদের ওপর। ২১ বলে কোনো উইকেট না হারিয়ে ৫২ রান করে ফেলে অজিরা।
চতুর্থ ওভারের চতুর্থ বলে ম্যাকগার্ককে ফিরিয়ে বিধ্বংসী উদ্বোধনী জুটি ভাঙেন হারিস রউফ। এখান থেকেই রান তোলার গতি কমতে থাকে অজিদের। একই সঙ্গে পাল্লা দিয়ে ক্যাচ মিস করতে থাকে পাকিস্তান। তবু অজিরা আশানুরূপ স্কোর করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৭ রানে থেমে যায় অস্ট্রেলিয়া। ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন শর্ট। ১৭ বলের ইনিংসে ২টি করে চার ও ছক্কা মারেন অস্ট্রেলিয়ার এই ওপেনার। ম্যাচে পাকিস্তানের সেরা বোলার হারিস রউফ ৪ ওভারে ২২ রানে নেন ৪ উইকেট।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৮ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৯ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৯ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১১ ঘণ্টা আগে