ক্রীড়া ডেস্ক

ম্যাচ ফিক্সিংয়ে তো বটেই, মাঠের বাইরের নানা ঘটনায় খেলোয়াড়দের গ্রেপ্তার হওয়ার ঘটনা খুবই পরিচিত। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুই বছর বাইরে থাকা শ্রীলঙ্কার ক্রিকেটার আসেন বান্দারা গ্রেপ্তার হয়েছেন ভিন্ন রকম এক ঘটনায়।
বান্দারা গ্রেপ্তার হয়েছেন গত রাতে। শ্রীলঙ্কা পুলিশের বরাতে জানা গেছে, বান্দারার বাসা পিলিয়ান্দালার কোলামুন্না এলাকায় গতকাল সন্ধ্যায় গাড়ি পার্কিং নিয়ে এক প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বেধেছে। ঝগড়ার জেরে সেই প্রতিবেশীর বাসায় ঢুকে কাউকে আহত করার অভিযোগ উঠেছে। এক বিবৃতিতে শ্রীলঙ্কা পুলিশ বলেছে, ‘শনিবার সন্ধ্যায় বান্দারার ঝামেলা নিয়ে এক প্রতিবেশী অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, সে কারও বাসায় অযাচিতভাবে ঢুকেছে। বাদানুবাদ শেষ পর্যন্ত শারীরিক সংঘর্ষে রূপ নেয়। শনিবার রাতেই আহত করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং একই দিনে তাকে জামিন দেওয়া হয়েছে।’ জামিন পেলেও ১২ মার্চ তাকে আদালতে হাজিরা দিতে বলে শোনা যাচ্ছে।
বান্দারার ঘটনা নিয়ে জিজ্ঞেস করা হলে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, কোনো পদক্ষেপ নেওয়ার আগে ঘটনার ব্যাপারে বিস্তারিত জানা দরকার। ডি সিলভা বলেন, ‘আমাদের আগে চুক্তির ব্যাপার দেখতে হবে। একই সঙ্গে ঘটনাও বিচার করতে হবে। যদি মনে হয়, সে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) জন্য দুর্নাম বয়ে আনবে, তাহলে আমরা আরও পদক্ষেপ নিতে পারি। এই ব্যাপারটি নিয়ে আমরা নিজেরা আলাপ-আলোচনা করব এবং যদি কোনো তদন্তের দরকার হয়, আমরা করব।’
প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবশেষ ম্যাচ বান্দারা খেলেছেন ১৪ ফেব্রুয়ারি। প্রথম শ্রেণির ক্রিকেটে সেই ম্যাচে তিনি পুলিশ স্পোর্টস ক্লাবকে নেতৃত্ব দিয়েছেন। প্রতিপক্ষ ছিল এস ক্যাপিটাল ক্রিকেট ক্লাব। তবে আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ তিনি খেলেছেন ২০২৩ সালে। ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত শ্রীলঙ্কারহয়ে ৬টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

ম্যাচ ফিক্সিংয়ে তো বটেই, মাঠের বাইরের নানা ঘটনায় খেলোয়াড়দের গ্রেপ্তার হওয়ার ঘটনা খুবই পরিচিত। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুই বছর বাইরে থাকা শ্রীলঙ্কার ক্রিকেটার আসেন বান্দারা গ্রেপ্তার হয়েছেন ভিন্ন রকম এক ঘটনায়।
বান্দারা গ্রেপ্তার হয়েছেন গত রাতে। শ্রীলঙ্কা পুলিশের বরাতে জানা গেছে, বান্দারার বাসা পিলিয়ান্দালার কোলামুন্না এলাকায় গতকাল সন্ধ্যায় গাড়ি পার্কিং নিয়ে এক প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বেধেছে। ঝগড়ার জেরে সেই প্রতিবেশীর বাসায় ঢুকে কাউকে আহত করার অভিযোগ উঠেছে। এক বিবৃতিতে শ্রীলঙ্কা পুলিশ বলেছে, ‘শনিবার সন্ধ্যায় বান্দারার ঝামেলা নিয়ে এক প্রতিবেশী অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, সে কারও বাসায় অযাচিতভাবে ঢুকেছে। বাদানুবাদ শেষ পর্যন্ত শারীরিক সংঘর্ষে রূপ নেয়। শনিবার রাতেই আহত করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং একই দিনে তাকে জামিন দেওয়া হয়েছে।’ জামিন পেলেও ১২ মার্চ তাকে আদালতে হাজিরা দিতে বলে শোনা যাচ্ছে।
বান্দারার ঘটনা নিয়ে জিজ্ঞেস করা হলে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, কোনো পদক্ষেপ নেওয়ার আগে ঘটনার ব্যাপারে বিস্তারিত জানা দরকার। ডি সিলভা বলেন, ‘আমাদের আগে চুক্তির ব্যাপার দেখতে হবে। একই সঙ্গে ঘটনাও বিচার করতে হবে। যদি মনে হয়, সে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) জন্য দুর্নাম বয়ে আনবে, তাহলে আমরা আরও পদক্ষেপ নিতে পারি। এই ব্যাপারটি নিয়ে আমরা নিজেরা আলাপ-আলোচনা করব এবং যদি কোনো তদন্তের দরকার হয়, আমরা করব।’
প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবশেষ ম্যাচ বান্দারা খেলেছেন ১৪ ফেব্রুয়ারি। প্রথম শ্রেণির ক্রিকেটে সেই ম্যাচে তিনি পুলিশ স্পোর্টস ক্লাবকে নেতৃত্ব দিয়েছেন। প্রতিপক্ষ ছিল এস ক্যাপিটাল ক্রিকেট ক্লাব। তবে আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ তিনি খেলেছেন ২০২৩ সালে। ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত শ্রীলঙ্কারহয়ে ৬টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
২ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
৩ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৩ ঘণ্টা আগে