ক্রীড়া ডেস্ক

ম্যাচ ফিক্সিংয়ে তো বটেই, মাঠের বাইরের নানা ঘটনায় খেলোয়াড়দের গ্রেপ্তার হওয়ার ঘটনা খুবই পরিচিত। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুই বছর বাইরে থাকা শ্রীলঙ্কার ক্রিকেটার আসেন বান্দারা গ্রেপ্তার হয়েছেন ভিন্ন রকম এক ঘটনায়।
বান্দারা গ্রেপ্তার হয়েছেন গত রাতে। শ্রীলঙ্কা পুলিশের বরাতে জানা গেছে, বান্দারার বাসা পিলিয়ান্দালার কোলামুন্না এলাকায় গতকাল সন্ধ্যায় গাড়ি পার্কিং নিয়ে এক প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বেধেছে। ঝগড়ার জেরে সেই প্রতিবেশীর বাসায় ঢুকে কাউকে আহত করার অভিযোগ উঠেছে। এক বিবৃতিতে শ্রীলঙ্কা পুলিশ বলেছে, ‘শনিবার সন্ধ্যায় বান্দারার ঝামেলা নিয়ে এক প্রতিবেশী অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, সে কারও বাসায় অযাচিতভাবে ঢুকেছে। বাদানুবাদ শেষ পর্যন্ত শারীরিক সংঘর্ষে রূপ নেয়। শনিবার রাতেই আহত করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং একই দিনে তাকে জামিন দেওয়া হয়েছে।’ জামিন পেলেও ১২ মার্চ তাকে আদালতে হাজিরা দিতে বলে শোনা যাচ্ছে।
বান্দারার ঘটনা নিয়ে জিজ্ঞেস করা হলে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, কোনো পদক্ষেপ নেওয়ার আগে ঘটনার ব্যাপারে বিস্তারিত জানা দরকার। ডি সিলভা বলেন, ‘আমাদের আগে চুক্তির ব্যাপার দেখতে হবে। একই সঙ্গে ঘটনাও বিচার করতে হবে। যদি মনে হয়, সে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) জন্য দুর্নাম বয়ে আনবে, তাহলে আমরা আরও পদক্ষেপ নিতে পারি। এই ব্যাপারটি নিয়ে আমরা নিজেরা আলাপ-আলোচনা করব এবং যদি কোনো তদন্তের দরকার হয়, আমরা করব।’
প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবশেষ ম্যাচ বান্দারা খেলেছেন ১৪ ফেব্রুয়ারি। প্রথম শ্রেণির ক্রিকেটে সেই ম্যাচে তিনি পুলিশ স্পোর্টস ক্লাবকে নেতৃত্ব দিয়েছেন। প্রতিপক্ষ ছিল এস ক্যাপিটাল ক্রিকেট ক্লাব। তবে আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ তিনি খেলেছেন ২০২৩ সালে। ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত শ্রীলঙ্কারহয়ে ৬টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

ম্যাচ ফিক্সিংয়ে তো বটেই, মাঠের বাইরের নানা ঘটনায় খেলোয়াড়দের গ্রেপ্তার হওয়ার ঘটনা খুবই পরিচিত। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুই বছর বাইরে থাকা শ্রীলঙ্কার ক্রিকেটার আসেন বান্দারা গ্রেপ্তার হয়েছেন ভিন্ন রকম এক ঘটনায়।
বান্দারা গ্রেপ্তার হয়েছেন গত রাতে। শ্রীলঙ্কা পুলিশের বরাতে জানা গেছে, বান্দারার বাসা পিলিয়ান্দালার কোলামুন্না এলাকায় গতকাল সন্ধ্যায় গাড়ি পার্কিং নিয়ে এক প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বেধেছে। ঝগড়ার জেরে সেই প্রতিবেশীর বাসায় ঢুকে কাউকে আহত করার অভিযোগ উঠেছে। এক বিবৃতিতে শ্রীলঙ্কা পুলিশ বলেছে, ‘শনিবার সন্ধ্যায় বান্দারার ঝামেলা নিয়ে এক প্রতিবেশী অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, সে কারও বাসায় অযাচিতভাবে ঢুকেছে। বাদানুবাদ শেষ পর্যন্ত শারীরিক সংঘর্ষে রূপ নেয়। শনিবার রাতেই আহত করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং একই দিনে তাকে জামিন দেওয়া হয়েছে।’ জামিন পেলেও ১২ মার্চ তাকে আদালতে হাজিরা দিতে বলে শোনা যাচ্ছে।
বান্দারার ঘটনা নিয়ে জিজ্ঞেস করা হলে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, কোনো পদক্ষেপ নেওয়ার আগে ঘটনার ব্যাপারে বিস্তারিত জানা দরকার। ডি সিলভা বলেন, ‘আমাদের আগে চুক্তির ব্যাপার দেখতে হবে। একই সঙ্গে ঘটনাও বিচার করতে হবে। যদি মনে হয়, সে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) জন্য দুর্নাম বয়ে আনবে, তাহলে আমরা আরও পদক্ষেপ নিতে পারি। এই ব্যাপারটি নিয়ে আমরা নিজেরা আলাপ-আলোচনা করব এবং যদি কোনো তদন্তের দরকার হয়, আমরা করব।’
প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবশেষ ম্যাচ বান্দারা খেলেছেন ১৪ ফেব্রুয়ারি। প্রথম শ্রেণির ক্রিকেটে সেই ম্যাচে তিনি পুলিশ স্পোর্টস ক্লাবকে নেতৃত্ব দিয়েছেন। প্রতিপক্ষ ছিল এস ক্যাপিটাল ক্রিকেট ক্লাব। তবে আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ তিনি খেলেছেন ২০২৩ সালে। ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত শ্রীলঙ্কারহয়ে ৬টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৯ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৯ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১০ ঘণ্টা আগে